জার্মানি: মাগডেবুর্গ ক্রিস্টমাস মার্কেটে ‘গাড়িহামলা', নিহত ২
২১ ডিসেম্বর ২০২৪
জার্মানির মাগডেবুর্গের ক্রিস্টমাস মার্কেটের ভিড়ে এক ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে ঢুকে পড়ে৷ এ ঘটনায় অন্তত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আনহাল্ট-সাক্সনি রাজ্য সরকার৷
বিজ্ঞাপন
ঘটনাস্থল থেকে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ৷
হাজেলহফ আরো জানান, পুলিশ ইতিমধ্যে এক সৌদি নাগরিককে হেফাজতে নিয়েছে৷ মাগডেবুর্গের পুলিশ পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে৷ সৌদি ওই নাগরিক একাই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে৷
আনহাল্ট-সাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী হাজেলহফ জানান, গ্রেপ্তার করা ব্যক্তি একজন ডাক্তার৷ ২০০৬ সাল থেকে জার্মানিতে রয়েছেন৷ ইতিমধ্যে জার্মানিতে স্থায়ী হওয়া এই ব্যক্তি ভাড়া করা গাড়ি নিয়ে শুক্রবার ক্রিস্টমাস মার্কেটে ঢুকে পড়েন৷
ঘটনার পর ক্রিস্টমাস মার্কেট বন্ধ করে দেয়া হয়৷
২০১৬ সালে একবার বার্লিনের ক্রিস্টমাস মার্কেটে এমন গাড়ি হামলা হয়েছিল৷ সেবার এক ব্যক্তি ভিড়ে গাড়ি চালিয়ে দেয়ায় ১৩ জন নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন৷
এসিবি/এসএইচ (এপি, ডিপিএ, রয়টার্স)
ইউরোপের সেরা ১০ ক্রিস্টমাস মার্কেট
নভেম্বরের শেষ দিকে শীত পড়তে শুরু করলে আলোয় ঝলমল হয়ে ওঠে গোটা ইউরোপ৷ প্যারিস থেকে ব্রাতিস্লাভা- জমজমাট ক্রিস্টমাস মার্কেটগুলোতে ঢল নামে মানুষের৷
ছবি: Jaroslav Nov·k/Tasr/dpa/picture alliance
ব্রাতিস্লাভার কেন্দ্রে
ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় ক্রিস্টমাস মার্কেটগুলোর একটি বসে শ্লোভাকিয়ার রাজধানীর কেন্দ্রে৷ ব্রাতিস্লাভার সেন্ট্রাল স্কয়ার হ্লাভিনে নামেসটিয়েতে ঐতিহাসিক ভবনগুলোকে ঘিরে সাজানো হয় এই মার্কেট৷ দর্শনার্থীরা নানান উপহার সামগ্রী যেমন কিনতে পারেন, খেতে পারেন মজার সব খাবার৷ সঙ্গে মসলা দেয়া রাম৷
ছবি: Jaroslav Nov·k/Tasr/dpa/picture alliance
ইটালিয়ান ক্রিস্টমাস
ইটালির সবচেয়ে আকর্ষণীয় ক্রিস্টমাস মেলাটি বসে ফ্যাশন শহর মিলানে৷ জাঁকজমক সামগ্রীতে সাজানো বড় বড় ক্রিস্টমাস ট্রি, স্থানীয় কারিগরদের তৈরি সামগ্রীতে ভরপুর স্টল পর্যটকদের টেনে নিয়ে যায় ঐতিহাসিক চার্চ দ্যুমোর চত্বরে৷
সুইডেনের সবচেয়ে বড় ক্রিস্টমাস মার্কেটটি বসে স্টকহোম থেকে গাড়িতে তিন ঘণ্টার দূরত্বে একটি খনিতে৷ খনির নাম ‘ফালুন’৷ কপারের এই খনি থেকে এখন আর ধাতু উত্তোলন করা হয় না, বরং এটি একটি ইউনেস্কোর সংরক্ষিত এলাকা৷ এখানে পুরোনো দিনের সংস্কৃতির আদলে মেলা বসে৷ ডিসেম্বরের ৪ তারিখ হয় গানের উৎসব৷
ছবি: Ulf Palm/TT/picture alliance
জার্মানির কোলনের ক্রিস্টমাস বাজার
কোলনের বিখ্যাত গোথিক ক্যাথিড্রালের চত্বরে বসে জার্মানির সবচেয়ে জনপ্রিয় ক্রিস্টমাস বাজারগুলোর একটি৷ এখানকার আলোকসজ্জা, খাবারের দোকান ও স্টেজগুলো পর্যটকদের মন কাঁড়ে৷ বাড়তি পাওনা হিসেবে রয়েছে শীতের রূপকথার মার্কেট৷ নানা অলংকার দিয়ে সাজানো কুঁড়েঘরগুলো একবার অন্তত ঘুরে দেখে আসাই উচিত৷
ছবি: Christoph Hardt/Panama/picture alliance
ব্রাসেলসের জনপ্রিয় বাজার
বেলজিয়ামের রাজধানীর উইন্টার ওয়ান্ডার্স ক্রিস্টমাস মার্কেট হল দেশটির আইকনিক বাজার৷ ব্রাসেলসের গ্র্যান্ড প্যালেসকে ঘিরে বসে এই বাজার৷ ২০২২ সালে বাজারটি তার ২০০তম বছর পূর্ণ করল৷
ছবি: Dursun Aydemir/AA/picture alliance
ফ্রান্সের ক্রিস্টমাস রাজধানী
জার্মান সীমান্তবর্তী ফ্রেঞ্চ শহর স্ট্রাসবুর্গকে স্থানীয়রা বলেন ক্রিস্টমাসের রাজধানী৷ এর কারণ হল এখানেই বসে দেশটির সবচেয়ে পুরোনো ক্রিস্টমাস বাজার৷ ১৫৭০ সালে শুরু হওয়া এ বাজারে গেলে এখন চোখে পড়বে ৩০০টি কাঠের কুঁড়েঘর, ৩০ মিটার দীর্ঘ ক্রিস্টমাস ট্রি আর মিলবে বিশেষ ক্রিস্টমাস বিস্কুট৷
ছবি: Alexandre Marchi/dpa/MAXPPP/picture alliance
প্রাগের সসেজ ও হস্তশিল্প
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের ক্রিস্টমাস মার্কেটগুলো বরাবরই পর্যটকদের প্রিয়৷ বিশেষ করে ওল্ড টাউনের ভেনসেসলাস স্কয়ারেরটির তুলনা নেই৷ এখানে দর্শনার্থীদের ভিড় জমে হস্তশিল্প, উপহারসামগ্রী ও স্থানীয় জনপ্রিয় খাবার, যেমন, ক্লোবস্কা বা চেক সসেজকে ঘিরে৷
ছবি: Tomas Tkacik/Sopa/Zuma/picture alliance
বাসেলের ঐতিহ্যবাহী সাজ
বাসেলের ক্রিস্টমাস মার্কেটটি সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর বাজার হিসেবে পরিচিত৷ ওল্ড টাউনে বসে এই বাজার৷ শুধু সৌন্দর্য্য নয়, পসরা বসে মজার সব ঐতিহ্যবাহী সুইস খাবারেরও৷
ছবি: GEORGIOS KEFALAS/KEYSTONE/picture alliance
প্যারিসের মেলায় স্কেটিং
প্যারিসে অন্তত ১৫টি ক্রিস্টমাস বাজারের নাম করা যায়৷ তবে জাদাঁ দ্য তুলেরির ‘ক্রিস্টমাস ম্যাজিক’ বাজারকে আলাদা করে চিহ্নিত করা যায়৷ কারণ এখানে স্কেটিং করার ব্যবস্থা আছে৷ আছে আরো অনেক খেলায় অংশ নেবার সুযোগ৷
ছবি: Gao Jing/Xinhua/picture alliance
সালৎসবুর্গের পুরোনো বাজার
১৫শ’ শতকে শুরু হওয়া অস্ট্রিয়ার সালৎসবুর্গের ক্রিস্টকিন্ডল বাজারে একবার না গেলেই নয়৷ এই বাজার চলে ১ জানুয়ারি পর্যন্ত৷ যেহেতু সালৎসবুর্গের শহরকেন্দ্রের পুরোটাই ইউনেস্কোর সংরক্ষিত এলাকা, তাই পুরোনো ঐতিহ্যের মাঝে বিরাট এই বাজার চমৎকার অভিজ্ঞতা দেবে৷ থার্টি ফার্স্টও চাইলে এখানে উদযাপন করা যাবে৷
ছবি: Karl Schöndorfer/picturedesk/picture alliance