1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি যখন আইন কঠোর করে

২৭ নভেম্বর ২০১৭

জার্মানরা স্বাধীনতায় বিশ্বাসী৷ জার্মান আইনও সেই স্বাধীনতার নিশ্চয়তা দেয়৷ কিন্তু বিপত্তি বাঁধে যখন আইনের অপব্যবহার হয়৷ কিংবা আইনি দুর্বলতায় বড় কোন ঘটনার উপযুক্ত বিচার সম্ভব না হয়৷

Deutschland Herbststimmung in Moritzburg
ছবি: picture-alliance/dpa/M. Skolimowska

জার্মানিতে অভিবাসন, মানে স্থায়ীভাবে থাকা বা জার্মান নাগরিকত্ব পাওয়া বিদেশিদের জন্য মোটেই সহজ বিষয় নয়৷ সাধারণত এদেশে চাকুরির সুবাদে আসার পর টানা কয়েকবছর বৈধভাবে কাজ করলে কিংবা উচ্চশিক্ষা গ্রহণের পর চাকুরি করলে স্থায়ীভাবে থাকার এবং এক পর্যায়ে নাগরিকত্ব লাভের সুযোগ মেলে৷ তবে প্রচলিত অভিবাসন আইনে একটি সহজ ধারা আছে৷ সেটি হচ্ছে, কেউ যদি জার্মান নাগরিক বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে এমন কাউকে বিয়ে করেন তাহলে তিনিও জার্মানিতে স্থায়ীভাবে থাকার এবং নাগরিক হওয়ার সুযোগ পাবেন৷

আইনের এই ধারা ব্যবহার করে অনেকে জার্মানিতে এসেছেন বা জার্মান নাগরিক হয়েছেন, যেটা স্বাভাবিক ব্যাপার৷ কিন্তু বিপত্তি ঘটে যখন আইনের অপব্যবহার হয়৷ অর্থাৎ কেউ কেউ অর্থের বিনিময়ে শুধুমাত্র জার্মানিতে থাকার অনুমতি পেতে বিয়ে করেন কিন্তু একসঙ্গে বসবাস বা সংসার করেন না৷ গত কয়েক দশকে এরকম অর্থের বিনিময়ে বিয়ের অসংখ্য ঘটনা ঘটার পর আইন কিছুটা কড়া করেছে জার্মান সরকার৷ এখন যারা শরণার্থী হিসেবে জার্মানিতে আসেন, তারা বৈধভাবে বসবাসের অনুমতি না পাওয়া অবধি জার্মানিতে বিয়ে করতে পারেন না৷

তবে আইনের ফাঁক গলিয়ে জার্মানিতে বসবাসের অনুমতি এখানেই শেষ হয়ে যায়নি৷ বিয়ের বদলে সন্তান দত্তক নিয়ে নাগরিকত্ব লাভের সুযোগ এখনো রয়ে গেছে৷ ভাবছেন কীভাবে? খুব সহজ৷ জার্মানিতে কোনো এক শরণার্থী পরিবারে একটি সন্তান জন্ম নিল৷ এরপর সন্তানকে নিবন্ধনের জন্য নেয়া হলো নগর ভবনে৷ সেখানে জার্মান নাগরিকত্ব আছে এমন কেউ বললেন, সন্তানটি তাঁর৷ অর্থাৎ তিনি বাবা৷ ব্যস, বাবা যখন জার্মান তখন সন্তানও জার্মান হয়ে যাবে৷ এখন সেই সন্তানের মা, যিনি শরণার্থী কিংবা স্বাভাবিকভাবে জার্মানিতে থাকার উপযুক্ত নন, তিনিও সন্তানের জন্য থেকে যেতে পারবেন৷ এভাবে এক পর্যায়ের সন্তানের আসল বাবাকেও জার্মানিতে বৈধভাবে বসবাসের অনুমতি এনে দেয়া যাবে৷

জার্মানিতে বসবাসরত অনেক পুরুষ এভাবে অর্থের বিনিময়ে অন্য কারো সন্তানের ‘কাগুজে বাবা' হন৷ তবে সেইসব মানুষ এগুলো করেন, যারা সাধারণত দেশটিতে সরকারি সুযোগসুবিধা নিয়ে বসবাস করেন৷ কেননা সচ্ছল কেউ বাবা হলে তাঁকে পরিবর্তীতে সন্তানের ভরণপোষণের খরচ দিতে হয়, যা অসচ্ছলদের ক্ষেত্রে প্রযোজ্য নয়৷

বর্তমানে জার্মান সরকার নকল বাবাদের কীভাবে আটকানো যায় সেই চেষ্টা করছে৷ কিন্তু বিষয়টি আইনগতভাবে বেশ জটিল৷ ফলে আরো কিছুকাল এই পন্থায় জার্মানিতে বসবাসের সুযোগ থেকে যাবে বলে মনে হচ্ছে৷ 

আরাফাতুল ইসলাম, ডয়চে ভেলে

জার্মানিতে এভাবে আইনের সরলতার ফাঁক গলিয়ে কার্যত অবৈধ নানা কাজ করা হয়৷ অনেক সময় ছোটখাট বিষয় পুলিশও এড়িয়ে যায় কেননা সেসব বিষয়ে সময় দেয়া পুলিশের জন্য লাভজনক নয়৷ সাইকেল চুরি সেরকম এক ব্যাপার৷ ইউরোপের কেন্দ্রে সাইকেল চুরির ঘটনা নিয়মিতই ঘটে৷ আপনি পুলিশের কাছে গেলে তারা অভিযোগ নেবে বটে, তবে সাইকেল সম্পর্কে এমন সব তথ্য চাইবে যার অধিকাংশই আপনি হয়ত নিজেই জানেন না৷ ফলাফল: কিছুদিন পর পুলিশ আপনার সাইকেলটি পাওয়া যায়নি বলে একটি চিঠি দিয়ে তদন্তের ইতি ঘটিয়ে দেবে৷ আর আইনের এই দুর্বলতার সুযোগ নিয়ে ইউরোপের পূর্বাঞ্চলের দেশগুলো থেকে সংঘবদ্ধ গোষ্ঠী বড় বড় ট্রাক নিয়ে জার্মানিতে আসে, এরপর সাইকেল চুরি করে ট্রাক ভর্তি করে নিয়ে যায়৷  

তবে গুরুতর অপরাধ মানে মানুষের জীবনের জন্য হুমকিস্বরুপ কিছু কিংবা জার্মানিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা বা উগ্রবাদ ছড়িয়ে দেয়ার চেষ্টা রুখতে পুলিশ এবং আইন অত্যন্ত সক্রিয়৷ গত কয়েক বছরে অসংখ্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা সফলতার সঙ্গে রুখতে সক্ষম হয়েছে জার্মানি৷ ফলে ফ্রান্স বা বেলজিয়ামে যে পরিধির সন্ত্রাসী হামলা চালাতে সক্ষম হয়েছে উগ্রপন্থিরা, জার্মানিতে তা পারেনি৷

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ