1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৪ অক্টোবর ২০১১

জার্মানি সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ রবিবার রাজধানী বার্লিনে বাংলাদেশ ভবনে পাঠশালা’র ছোট্ট শিশুরা নেচে-গেয়ে তাঁকে অভ্যর্থনা জানায়৷ সন্ধ্যায় স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করে

ছবি: Mustafiz Mamun

বার্লিনে শিশু-কিশোরদের জন্য স্থাপিত বাংলা বিদ্যালয় পাঠশালা'র ছেলে-মেয়েরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানায়৷ তারা নেচে-গেয়ে মাতিয়ে তুলেছিল অভ্যর্থনা সভা৷ শিশুদের গানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কণ্ঠ মেলান৷ পরে হাত তালি দিয়ে শিশুদের সাধুবাদ জানান এবং আনন্দ প্রকাশ করেন তিনি৷

দুপুরে জার্মানিতে বসবাসরত বাংলাদেশিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান৷ শেখ হাসিনার সাথে সফর সঙ্গী রয়েছেন অন্যান্যের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি৷ সন্ধ্যায় স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে কি-নোট স্পিকার ছিলেন শেখ হাসিনা৷ তিনি সেখানে স্বাস্থ্য খাতে বাংলাদেশের অগ্রগতি ও সাফল্যের চিত্র তুলে ধরেন৷

সোমবার জার্মান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যোগ দেবেন শেখ হাসিনা৷ সেখানে জার্মানি এবং বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা থাকবেন৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক ও হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ