1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি সবসময় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত: অধ্যাপক লুৎফুল হাসান

২৭ জুলাই ২০১১

কৃষিক্ষেত্রেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে বলে মনে করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.লুৎফুল হাসান৷ বন শহরে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এসে তিনি এর বিভিন্ন দিক তুলে ধরলেন৷

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.লুৎফুল হাসানছবি: DW

বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সেদেশে জ্বালানির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল জার্মানির বন শহরে৷ ২১ থেকে ২৩শে জুলাই বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা নানা মতামত, প্রস্তাব ও ভবিষ্যৎ দিশায় অগ্রগতির পথ সম্পর্কে আলোচনা করলেন৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.লুৎফুল হাসান৷ তিনি জানালেন, তাঁর শিক্ষা প্রতিষ্ঠান সরকার ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কৃষিক্ষেত্রের সমস্যাগুলি মোকাবিলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ অন্যদিকে মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গেও তাঁরা সরাসরি কাজ করছেন৷

কৃষিক্ষেত্রও জলবায়ু পরিবর্তনের আওতার বাইরে নয়ছবি: Sophie Tarr
জলবায়ু পরিবর্তনের প্রভাব সব স্তরেই লক্ষ্য করা যাচ্ছেছবি: Europäische Kommission

অধ্যাপক হাসান আরও মনে করেন, যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া কৃষিক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে৷ জনসংখ্যা ও জনস্বাস্থ্যের উপরেও এর প্রভাব পড়েছে৷ সম্মেলনে এমন অনেক জার্মান বিশেষজ্ঞ অংশ নিয়েছেন, যাঁরা জলবায়ু পরিবর্তন ও বিকল্প জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশে সরাসরি সক্রিয় ভূমিকা পালন করেছেন৷ তাঁদের এই জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগবে বলে তিনি মনে করেন৷

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রতি জার্মানির কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে বোঝাপড়ায় এসেছে৷ অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে জার্মানির সহায়তার বিশেষ প্রশংসা করেন অধ্যাপক হাসান৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ