অন্তত জার্মান প্রতিরক্ষামন্ত্রী উর্সুলা ফন ডেয়ার লাইয়েন সশস্ত্র ড্রোন সংক্রান্ত সংসদীয় বিতর্কের আগে সেই মর্মে মন্তব্য করেছেন৷ তিনি চান, প্রয়োজনে ড্রোনগুলিতে অস্ত্র আরোপের সিদ্ধান্ত নেবে জার্মান সংসদ৷
বিজ্ঞাপন
স্যুডডয়েচে সাইটুং পত্রিকার সাক্ষাৎকারে ফন ডেয়ার লাইয়েন বলেছেন, একটি অভিযানের ক্ষেত্রে জার্মান সংসদ সিদ্ধান্ত নিতে পারবে, অকুস্থলে সৈন্যদের সুরক্ষার জন্য ড্রোনে অস্ত্র আরোপের প্রয়োজন আছে কিনা৷ নয়তো সামরিক সংঘাতে ড্রোন ব্যবহার নিয়ে জার্মানিতে একটি নীতিগত বিতর্ক আছে৷ জার্মানি শুধুমাত্র নজরদারি এবং খোঁজখবরের কাজে চালকবিহীন বিমান ব্যবহার করে থাকে – আফগানিস্তানের মতো স্থানে, যেখানে জার্মান সৈন্যরা নিয়োজিত৷ সশস্ত্র সংঘাতের কাজে ড্রোন ব্যবহার জার্মানদের কাছে – এ' পর্যন্ত – অকল্পনীয়৷ এমনকি নজরদারির কাজে ড্রোন ব্যবহারও বহু জার্মানের কাছে ন্যক্কারজনক, কেননা তা অতীতের ফ্যাসিস্ট এবং কমিউনিস্ট শাসন ও শাসকদের কথা স্মরণ করিয়ে দেয়৷
আপনার-আমার ড্রোন
ড্রোন-কে অনেকে কোটি কোটি ডলার মূল্যের যুদ্ধদানব বলে থাকে৷ তবে বহুদিন ধরে বেসামরিক কাজেও চালক-বিহীন বিমান ব্যবহার করা হচ্ছে৷ সাধারণ ইলেকট্রনিক দোকানে ৩০০ ইউরোর কমেও এমন ড্রোন কিনতে পাওয়া যায়৷
ছবি: picture-alliance/dpa
সস্তার ড্রোন
চারটি প্রপেলার, দুটি ক্যামেরা, ব্যাটারিচালিত এই ড্রোনের নাম ‘কোয়াড্রোকপ্টার’৷ প্যারিসের এক কোম্পানি এটি বাজারে এনেছে৷ স্মার্টফোন-কেই রিমোট হিসেবে ব্যবহার করে এই ড্রোন ওড়ানো যায়৷ ক্যামেরায় তোলা ছবিও ফোনের পর্দায় দেখা যায়৷ অতএব বে-আইনি হলেও প্রতিবেশীর জানালায় উঁকি মারা সম্ভব৷
ছবি: picture-alliance/dpa
ডালে-ডালে, পাতায়-পাতায়
ড্রেসডেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ড্রোন দিয়ে গাছের চূড়া পর্যবেক্ষণ করেন৷ গাছের থ্রিডি মডেলও তৈরি করেন৷ রাজ্যের পরিবেশমন্ত্রীও এই কর্মকাণ্ড দেখতে নিজে এসেছিলেন৷ অর্থাৎ, এখনো এই পদ্ধতি বেশ বিরল৷
ছবি: picture-alliance/dpa
‘আসল’ ড্রোন
আসলে কিন্তু বিশেষ এক জাতের পুরুষ মাছিকেই ‘ড্রোন’ বলা হতো৷ বিশাল চোখ ও হুল ফোটানোর ক্ষমতা রয়েছে সেই মাছির৷ ‘ভোঁ-ভোঁ’ করা থেকেই ‘ড্রোন’ শব্দটি এসেছে৷
ছবি: picture-alliance/Wildlife
মায়ের বিকল্প ড্রোন
মা নেই? ড্রোন তো আছে! মিউনিখ ও বোলোনিয়ার বিজ্ঞানীরা বিভিন্ন প্রজাতির সুরক্ষার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন৷ অনাথ পক্ষীশিশুদের বাঁচাতে ড্রোনই হয়ে উঠছে মা-পাখি৷
ছবি: picture alliance/augenklick
দমকল ড্রোন
জার্মানিতে কয়েক বছর ধরেই দমকল ড্রোন ব্যবহার করছে৷ তারা বিশেষ ইনফ্রারেড ক্যামেরা নিয়ে আকাশ থেকে নিখোঁজ মানুষের খোঁজ করে৷ বিপজ্জনক এলাকায় গিয়েও ছবি তুলতে পারে এই যন্ত্র৷
ছবি: picture-alliance/dpa
নিরাপদ দূরত্ব
এক সার কারখানায় আগুন লেগে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল৷ এমনকি বিশেষজ্ঞরাও বিপদের আশঙ্কায় দুই দিন ধারে-কাছে ঘেঁষতে পারেন নি৷ ড্রোন থেকেই প্রাথমিক পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa
তেজস্ক্রিয় বিকিরণ
জাপানে ফুকুশিমা পরমাণু দুর্ঘটনার পরেও পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে ড্রোন ব্যবহার করা হয়েছিল৷ কোনো ঝুঁকি নিতে হয়নি৷ সেই ছবি থেকে ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র উঠে এসেছিল৷
ছবি: picture-alliance/dpa
ভারতে তৈরি প্রোটোটাইপ
ভারতেও ড্রোন নিয়ে গবেষণা চলছে৷ ব্যাঙ্গালোরের কাছে অনেক এয়ারোস্পেস সংস্থা মিনি-ড্রোন নিয়ে পরীক্ষা চালাচ্ছে৷ সন্ত্রাসবাদী বা বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় এই ড্রোন আকাশ থেকে এলাকার ছবি তুলতে পারবে৷
ছবি: picture-alliance/dpa
কোটি কোটি টাকার সহায়তা
জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ড্রোন প্রযুক্তির উন্নতির কাজ চলছে৷ যেমন ইলমেনাউ-এর গবেষকরা এমন এক কোয়াড্রোকপ্টার তৈরির উদ্যোগ নিয়েছেন, যা মোবাইল টাওয়ার মেরামত করতে পারবে৷
ছবি: picture-alliance/dpa
সাগরতলে ড্রোন
‘ডিপ ড্রোন ৮০০০’ নামের এই যন্ত্র উড়তে পারে না বটে, কিন্তু তাতে কী এসে যায়! সংজ্ঞা অনুযায়ী ড্রোন মানব-বিহীন হলেই চলবে৷ অর্থাৎ ড্রোন ডুবুরিও হতে পারে৷ মার্কিন নৌ-বাহিনীর তৈরি এই ড্রোন ২,৫০০ মিটার গভীরে গিয়ে ডুবোজাহাজ উদ্ধারে সাহায্য করতে পারে৷
ছবি: picture-alliance/dpa
প্রতিবাদ অব্যাহত
বেসামরিক ব্যবহার বাড়লেও মানুষের মূল নজর সামরিক ড্রোনের দিকে৷ সমালোচকদের চোখে এই সব ড্রোন গোয়েন্দাগিরি ও ধ্বংসের কাজেই ব্যস্ত৷ অবৈধ পথে মানুষ খুন করাও এদের কাজ৷ এই কর্মসূচির প্রতিবাদে জার্মান সংসদের সামনে বিক্ষোভ দেখা গেছে৷
ছবি: picture-alliance/dpa
11 ছবি1 | 11
ড্রোন তৈরিতে দশ বছর
অস্ত্রসজ্জা সম্ভব, ইউরোপের নিজস্ব তেমন একটি ড্রোন সৃষ্টিতে দশ বছর সময় লেগে যাবে বলে ফন ডেয়ার লাইয়েন মন্তব্য করেছেন৷ তবুও তিনি চান যে, জার্মানি এই ড্রোন প্রকল্পের জন্য ইউরোপীয় সহযোগীদের খোঁজ করুক৷ প্রতিরক্ষামন্ত্রী পদে ফন ডেয়ার লাইয়েন-এর পূর্বসূরি টোমাস ডেমেজিয়ের গত বছরই জার্মান বিমানবাহিনীর জন্য কমব্যাট ড্রোন কেনার প্রস্তাব দিয়েছিলেন৷ সামরিক বাহিনীর ড্রোন না থাকাটা একটা ঘাটতি বলে তাঁর মনে হয়েছিল৷ অথচ গত বছরই জার্মানি ‘ইউরো হক' নামধারী একটি চালকবিহীন পর্যবেক্ষণ বিমান তৈরির কর্মসূচি পরিত্যাগ করে – যদিও তার ফলে প্রায় বিশ কোটি ইউরো জলে যায় – কেননা ইউরো হক-এর উড়ালের অনুমতি ছিল না৷ কাজেই জার্মানি এখন ইসরায়েলি ‘হেরন' পর্যবেক্ষণ ড্রোন ভাড়া করতে বাধ্য হচ্ছে৷
জীবন বাঁচাবে বাংলাদেশের রোবট
গত কয়েক বছর ধরে বাংলাদেশে রোবট নিয়ে কাজ হচ্ছে৷ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও বাংলাদেশের প্রতিযোগীরা এক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছেন৷
ছবি: RoboticsBD
আগুন নেভাবে রোবট
তৈরি পোশাক কারখানা সহ বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা প্রায় ঘটে৷ এতে প্রাণহানির ঘটনাও ঘটে৷ আগুন নেভাতে ছুটে যান দমকল বাহিনীর কর্মীরা৷ ভবিষ্যতে হয়ত তাদের সঙ্গে যোগ দেবে রোবট৷ বাংলাদেশেই এ ধরনের রোবট তৈরির কাজ চলছে বলে জানান শিবলী ইশতিয়াক৷ রোবট তৈরির উপকরণ পাওয়া যায় এমন একটি ওয়েবসাইট রোবটিক্সবিডি ডটকমের অ্যাডমিন তিনি৷
ছবি: STR/AFP/Getty Images
স্বয়ংক্রিয় বা রিমোট কন্ট্রোল
ইশতিয়াক বলেন, ‘‘বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে যেগুলো অগ্নি নির্বাপক ব্যবস্থা ততটা ভালো না৷ তাই কিছু কিছু রোবট ডেভেলপ করার চেষ্টা চলছে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে আগুন নেভানোর কাজ করবে৷ অথবা সেগুলো রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যেতে পারে৷'' এ ধরনের রোবটকে কোথায়, কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে বিভিন্ন কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে বলে জানান তিনি৷
ছবি: RoboticsBD
কোয়াডকপ্টার
ইশতিয়াক বলেন, বর্তমানে কয়েকটি টেলিভিশন চ্যানেল তাদের অনুষ্ঠান নির্মাণকাজে কিংবা সরাসরি কোনো অনুষ্ঠান সম্প্রচার করতে বাংলাদেশে তৈরি কোয়াডকপ্টার ব্যবহার করছে৷
ছবি: Getty Images
সাগরে ডুবে যাওয়া থেকে রক্ষা
কোয়াডকপ্টারের আরেকটি সম্ভাব্য ব্যবহারের কথাও জানান ইশতিয়াক৷ সাগরে ডুবে যাচ্ছে এমন কোনো ব্যক্তির কাছে কোয়াডকপ্টারের মাধ্যমে লাইফ জ্যাকেট ও ভেস্ট পাঠিয়ে তাঁর প্রাণ বাঁচানো যেতে পারে৷
ছবি: RoboticsBD
ঘরের কাজে রোবট
ভ্যাকুয়াম ক্লিনার সহ ঘরের কাজে ব্যবহার করা যেতে পারে এমন সব রোবট ডেভেলপ করতে গবেষণা করছেন বাংলাদেশের শিক্ষার্থীরা৷
ছবি: AP
অনলাইনে রোবট তৈরির যন্ত্রপাতি
রোবটিক্সবিডি ডটকমে (http://store.roboticsbd.com/) গেলে রোবট তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো পাওয়া যাবে৷ আগে এসব বিদেশ থেকে আমদানি করতে হতো৷
ছবি: store.roboticsbd.com
শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে
ইশতিয়াক জানান, সাইট চালুর শুরুর দিকে অর্থাৎ ২০১২ সালে তেমন একটা ব্যবসা করতে না পারলেও পরের দুই বছরে বিক্রি বেড়েছে প্রায় দুইশো শতাংশ৷ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘‘আজকাল শিক্ষার্থীরা ইউটিউব সহ অন্যান্য মাধ্যমে বিদেশে রোবট নিয়ে যেসব কাজ হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারছে৷ ফলে তারাও এ বিষয়টির প্রতি আগ্রহী হয়ে উঠছে৷’’
ছবি: RoboticsBD
প্রশিক্ষণ
যারা রোবট বানানোর চেষ্টা করছেন তাদের আরেকটু সহায়তা করতে রোবটিক্সবিডি বেশ কিছু কোর্সও পরিচালনা করে থাকে৷
ছবি: RoboticsBD
8 ছবি1 | 8
ইসরায়েলি এবং মার্কিনি মডেল
নয়তো দু'টি মডেল কেনার কথা ভাবা হচ্ছে : প্রথমে ইসরায়েল এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি-র ‘হেরন টি-পি' ড্রোন৷ ইসরায়েলি সেনাবাহিনী এটি ব্যবহার করে থাকে৷ ১৪ মিটার লম্বা এবং ২৬ মিটার উইং-স্প্যানের এই ড্রোনটির দাম পঞ্চাশ লক্ষ ডলার৷ প্রায় পাঁচ টন ওজনের ড্রোনটি একটানা ৩৬ ঘণ্টা উড়তে সক্ষম৷ জার্মান সরকার অপর যে ড্রোনটি কেনার কথা ভাবছেন, সেটি হল মার্কিন ‘এম-কিউ-৯ রিপার'৷ এটির নির্মাতা জেনারেল অ্যাটমিক্স নামধারী একটি মার্কিন সংস্থা৷ ১১ মিটার লম্বা, চার মিটার উচ্চতার এবং বিশ মিটার বিস্তারের এই ড্রোনটি ১৫ কিলোমিটার উচ্চতায় প্রায় দু'হাজার কিলোমিটার অবধি উড়তে পারে এবং ২৭ ঘণ্টা আকাশে থাকতে পারে৷ সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৭০ কিলোমিটার৷ সাধারণত এই ড্রোনটিতে লেজার-পরিচালিত ‘হেলফায়ার' রকেট ও দু'শো কিলোগ্রাম বিস্ফোরকের বোমা বসানো হয়৷ চারটি ড্রোনের দাম (২০১১ সালের ক্যাটালগ অনুযায়ী) পাঁচ কোটি ষাট লাখ ডলার৷ এ যাবৎ ব্যবহার করা হয়েছে পাকিস্তানে, বিদ্রোহীদের বিরুদ্ধে৷