1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি: ২০০৮ সালের অভিবাসন রিপোর্ট

৪ ফেব্রুয়ারি ২০১০

বুধবার মন্ত্রীসভায় গৃহীত রিপোর্টটির চমক হল, ২৫ বছর বাদে আবার জার্মানিতে যতো না মানুষ এসেছে, তার চেয়ে বেশী মানুষ জার্মানি ছেড়ে চলে গেছে৷ অর্থাৎ অভিবাসন খাতে জার্মানি সে-বছর ৫৫,৭০০ মানুষ হারিয়েছে৷

বার্লিনের ক্রয়েৎসবের্গ এলাকার তুর্কিরা: অনেকেই কিন্তু ‘দেশে’ ফিরবেনছবি: picture-alliance / dpa/dpaweb

ফেডারাল অভিবাসন ও উদ্বাস্তু দপ্তর জার্মান সংসদের নির্দেশে প্রতি বছর এই রিপোর্টটি তৈরী করে এবং পরে সেটা মন্ত্রীসভায় গৃহীত হয়৷ এটি ছিল সপ্তম অভিবাসন রিপোর্ট৷ রিপোর্ট বলছে, সংশ্লিষ্ট বছরে জার্মানি ছেড়ে চলে যাওয়া মানুষদের সংখ্যা ২০০৭-এর তুলনায় প্রায় এক লক্ষ বেশী: মোট ৭,৩৮,০০০৷ তাদের মধ্যে ৫,৬৩,০০০ বিদেশী৷ অর্থাৎ বিদেশীদের বাদ দিলে, ২০০৮ সালে ১,৭৫,০০০ জার্মান দেশ ছেড়েছেন, যা কিনা বিগত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ৷

শিক্ষিত এবং দক্ষ অভিবাসী

অপরদিকে ২০০৮ সালে জার্মানি অভিমুখে অভিবাসীদের সংখ্যা আগের বছরের পর্যায়েই থেকেছে, মোট ৬,৮০,০০০৷ তবে এদের মধ্যে জার্মান বংশোদ্ভূতদের সংখ্যা কমে গেছে৷ অপরদিকে তথ্যপ্রযুক্তি এবং অপরাপর শিক্ষানির্ভর পেশাগুলিতে অভিবাসীদের সংখ্যা বেড়ে গেছে, যেমন চীন কিংবা ভারত থেকে, যদিও এ-প্রবণতা কয়েক বছর ধরেই পরিলক্ষিত হচ্ছে৷ রিপোর্ট আরো বলছে, ২০০৮-এর শেষে জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে ৫২,০০০-এর বেশী বিদেশী ছাত্রছাত্রী পড়াশুনা শুরু করেছে, যা কিনা একটা রেকর্ড৷ জার্মানিতে স্নাতক পর্যায়ের মোট বিদেশী ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় আড়াই লাখ৷ বিদেশী-বহিরাগতদের সমাজে অন্তর্ভুক্ত করার বিষয়টি দেখেন জার্মান সরকারের নিযুক্ত প্রতিনিধি মারিয়া ব্যোমার৷ তিনি বলেছেন: ‘‘জার্মানির জনসংখ্যা কমছে, কাজেই আমরা অভিবাসীদের দক্ষতার উপর বিশেষভাবে নির্ভর৷''

তুর্কিরা আসছে না যাচ্ছে?

জার্মানিতে বসবাসকারী বিদেশী-বহিরাগতদের পরিবারবর্গের জার্মানিতে আসার জন্য প্রদত্ত ভিসার সংখ্যাও কমেছে৷ অপরদিকে ৯৪,০০০ বিদেশীকে ২০০৮ সালে জার্মান নাগরিকত্ব দেওয়া হয়েছে, যা কিনা ২০০০ সালে নতুন নাগরিকত্ব আইন চালু হওয়া যাবৎ সর্বনিম্ন৷ জার্মানির জনসংখ্যায় বিদেশী-বহিরাগতদের অনুপাত ২০০৮-এ তার আগের বছরের তুলনায় প্রায় একই রয়েছে: ৮.৮ শতাংশ৷ এর মধ্যে আবার ইউরোপীয় ইউনিয়নের অপরাপর দেশ থেকে আগতদের ভাগই সর্বাধিক: ৩৫ শতাংশ৷ তার পরে আসছে তুর্কিরা: ২৫ শতাংশ৷ ২০০৮ সালে জার্মানিতে এসেছে ২৬,৬৫৩ জন তুর্কি, কিন্তু জার্মানি ছেড়ে তুরস্কে ফেরৎ গেছে ৩৪,৮৪৩ জন তুর্কি৷ সেটাও ভাবার মতো৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ