1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসন সংস্থার প্রধান ‘দুর্ধর্ষ কুকুর’?

১৮ জুন ২০১৮

জার্মানির কেন্দ্রীয় অভিবাসন ও শরণার্থী সংস্থা, বিএএমএফ বা বাম্ফ-এর প্রধান হিসেবে আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখান, এমন এক ব্যক্তিকে নিয়োগ দেয়া হচ্ছে বলে জানা গেছে৷ শুক্রবার ঐ সংস্থার প্রধানকে বরখাস্ত করা হয়৷

ছবি: Reuters/F. Bensch

সম্প্রতি বাম্ফ-এর ব্রেমেন শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুসের বিনিময়ে শরণার্থীদের আশ্রয়ের আবেদন অনুমোদনের অভিযোগ ওঠে৷ সংস্থাটি ঘুস নিয়ে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে প্রায় ১,২০০ জনের আবেদন অনুমোদন করে বলে অভিযোগ৷ অবশ্য পরে এক তদন্তে দেখা গেছে, অনুমোদন দেয়ার সংখ্যাটি প্রথমে যত বলা হয়েছিল, প্রকৃত সংখ্যা তার চেয়ে কম৷

তবে অভিযোগ ওঠায় শুক্রবার বাম্ফ এর প্রধান ইউটা কর্ড্টকে বরখাস্ত করা হয়৷ তাঁর জায়গায় বাভেরিয়া রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করা এক ব্যক্তিকে নিয়োগ দেয়া হচ্ছে বলে রবিবার জানায় জার্মান সংবাদ সংস্থা ডিপিএ ও ফোকুস অনলাইন৷ সরকারি সূত্রের বরাত দিয়ে তারা জানায়, সংশ্লিষ্ট ঐ ব্যক্তির নাম হান্স-একহার্ড জমার৷ তিনি বর্তমানে বাভেরিয়া রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি ও আশ্রয় আইন নিয়ে কাজ করছেন৷ আশ্রয়প্রার্থীদের প্রতি তাঁর কঠোর মনোভাবের কারণে সরকারি মহলে তিনি ‘দুর্ধর্ষ কুকুর’ বলে পরিচিত৷ আবেদন করা শরণার্থী কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা, তা কঠোরভাবে তদন্ত করে দেখার পক্ষে তিনি৷ তাছাড়া যাদের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তাদের দ্রুত দেশে ফেরত পাঠাতে চান জমার৷

অবশ্য জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর নিয়োগের খবরে মন্তব্য করতে রাজি হয়নি৷

উল্লেখ্য, জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফারের সঙ্গে জমারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে৷ আর সেহোফারের দল সিএসইউ হচ্ছে বাভারিয়া রাজ্যে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউর জোটসঙ্গী৷

শরণার্থী সংকট নিয়ে বর্তমানে সেহোফারের সঙ্গে ম্যার্কেলের সংকট চলছে৷ কারণ, সেহোফার শরণার্থী নীতি আরও কড়া করতে চান৷ অন্য কোনো দেশে শরণার্থীরা নিজেদের নথিভুক্ত করলে জার্মানির সীমান্ত থেকে তাদের বিদায় করতে চান তিনি৷ আগামী অক্টোবর মাসে বাভেরিয়ায় রাজ্য নির্বাচনের আগে ভোটারদের মন জয় করতে সেহোফার এমন চরম মনোভাব দেখাচ্ছেন বলে সমালোচনাও হচ্ছে৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, এএফপি, কেএনএ, ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ