1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপেও আশার আলো

২৬ ফেব্রুয়ারি ২০১৪

জার্মানির ব্যবসা-বাণিজ্য জগতের আস্থার সূচক প্রায় ধারাবাহিকভাবে বেড়ে চলায় ইউরোপের পুঁজিবাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে চলেছে৷ এই উন্নতি ধীরে হলেও স্থিতিশীল৷ ইটালির নতুন সরকারের প্রতিও আস্থা দেখা যাচ্ছে৷

ছবি: picture-alliance/dpa

জার্মানির মধ্যে কর বাবদ আয় বেড়ে চলায় সে দেশের সরকারের পক্ষে আরও অনেক পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ সরকারের আশা, চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে এক দশমিক আট শতাংশ, আগামী বছর ২ শতাংশ৷ এই অবস্থায় বাকি ইউরোপের আশা, জার্মান অর্থনীতির এই সাফল্য ইউরোপ তথা বিশ্ব অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব রাখবে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছুকাল ধরে একই ইঙ্গিত করে চলেছিল৷ গত সপ্তাহেই ইসিবি ২০১৩ সালে ইউরোপের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছে৷

ইউরো এলাকার মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে, ব্যবসা-বাণিজ্যও বেড়ে চলেছে – এমন ইঙ্গিত পেয়ে সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজারও বেশ চাঙ্গা হয়ে উঠেছিল৷ এ দিনই ইউরোপীয় পরিসংখ্যান দপ্তর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে৷ ইউরোপের দেশগুলি এতকাল যে সংস্কার ও ব্যয় সংকোচের কাজ চালিয়ে এসেছে, তারই সুফল পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ জার্মানির ব্যবসার সূচকের ধারাবাহিক উন্নতিও বাজারকে আশ্বস্ত করছে৷ ইউরোর বিনিময় মূল্যও বেশ স্থিতিশীল রয়েছে৷ অস্ট্রেলিয়ায় জি-টোয়েন্টি অর্থমন্ত্রীদের বৈঠকও সফল বলে ধরে নেওয়া হচ্ছে৷ মোটকথা বেশ আশাবাদের আলো দেখা যাচ্ছে৷

মাটেও রেনসি ইটালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আশার আলো দেখা যাচ্ছেছবি: Reuters

ইউরো এলাকার সংকটগ্রস্ত দেশগুলির অবস্থারও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে৷ মাটেও রেনসি ইটালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আশার আলো দেখা যাচ্ছে৷ সে দেশের সংকট মোকাবিলায় তিনি সাফল্য দেখাতে পারবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷ তাঁর সামনে অপেক্ষা করে রয়েছে কঠিন অথচ প্রয়োজনীয় অনেক সংস্কারের কাজ – তাঁর পূর্বসূরিরা যা সামলে উঠতে পারেননি৷ ইউরো এলাকার তৃতীয় বৃহত্তম অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠলে বড় একটা দুশ্চিন্তা দূর হবে৷ এদিকে আন্তর্জাতিক দাতাদের প্রতিনিধিরা গ্রিসে আলোচনা চালাচ্ছে৷ আগামী দুই সপ্তাহের মধ্যেই পরবর্তী কিস্তির সহায়তার বিষয়ে রফার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে৷ আপাতত সে দেশের প্রয়োজন ৬৬০ কোটি ইউরো৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ