1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান অস্ত্র ব্যবসায়ীদের নজর যুক্তরাষ্ট্রের দিকে

৫ অক্টোবর ২০১৭

জার্মান অস্ত্রব্যবসায়ীরা মার্কিন বাজারকে লোভনীয় মনে করছে৷ সম্প্রতি লাস ভেগাসে গণহারে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনার পর অস্ত্রবিক্রির হার বেড়েছে৷

ছবি: picture-alliance/dpa

সোমবার লাস ভেগাসে গণহারে গুলি চালানোর ঘটনায় অন্তত ৫৮ ব্যক্তির মৃত্যুর পর সেদেশে অস্ত্রবিক্রি আবারো বেড়ে গেছে৷ তবে এই বৃদ্ধি বাড়ার পেছনের কারণ অবশ্য ভিন্ন৷ কেউ কেউ মনে করেন, এভাবে হত্যার ঘটনার পর হয়ত অস্ত্র বিক্রির ওপর নতুন কড়াকড়ি আরোপ হবে৷ যদিও সেই শঙ্কা ওবামা প্রশাসনের আমলে যতটা ছিল, এখন ততটা নেই৷ কেননা, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘গান লবিস্টদের’ বন্ধু হিসেবে পরিচিত৷

ট্রাম্প প্রশাসন যেহেতু অস্ত্র বিক্রির উপর কড়া বিধিনিষেধ আরোপের পক্ষে নয়, তাই জার্মান অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এখন মার্কিন বাজারকে অনেক লোভনীয় মনে করছে৷ বিশেষ করে মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করতে গিয়ে যেসব প্রতিষ্ঠান বাধার মুখে পড়ছে, তাদের কাছে পশ্চিমা বাজার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷

জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘হেকলার অ্যান্ড কখ্’ বা এইচঅ্যান্ডকে জর্জিয়ায় একটি ফ্যাক্টরি তৈরি করছে৷ সেখানে শুধুমাত্র মার্কিন বেসামরিক বাজারের জন্য ‘স্পোর্টস অ্যান্ড হন্টিং’ অস্ত্র তৈরি করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি৷ আগামী দুই বছরে ফ্যাক্টরিতে ৮৪টি পদে লোক নিয়োগ করা হবে, যেগুলো জার্মান এবং মার্কিন প্রকৌশলীরা পাবেন বলে ধারণা করা হচ্ছে৷

বিশেষজ্ঞরা অবশ্য মার্কিন মার্কেটে জার্মান অস্ত্র নির্মাতাদের সম্ভবনার পাশাপাশি শঙ্কাও দেখছেন৷ মার্কিন প্রেসিডেন্ট ‘অ্যামেরিকা ফার্স্ট’ নামে যে স্লোগান চালু করেছেন, তার অর্থ হচ্ছে তারা স্থানীয়দের উৎপাদিত পণ্যকে গুরুত্ব দেবে৷ তা সত্ত্বেও এইচঅ্যান্ডকে’র মতো অস্ত্র নির্মাতারা মার্কিন বাজারে নিজেদের অবস্থান চাঙা করার দিকে মনোযোগ দিচ্ছে৷ এক্ষেত্রে জার্মান ব্র্যান্ড ভ্যালু সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা৷

বেন নাইট/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ