1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ‘আইএস'-পত্নীর ৫ বছরের কারাদণ্ড

৫ জুলাই ২০১৯

জার্মান নারী জাবিনে সিরিয়া ও ইরাকে পাড়ি দিয়েছিলেন আইএস-এর কোনো যোদ্ধাকে বিয়ে করতে৷ নিজের দুই সন্তানকে বার্লিনে ফেলে চরমপন্থি আদর্শের পথে পা বাড়ান তিনি৷

Deutschland Stuttgart Prozess gegen mutmaßliche IS-Rückkehrerin
ছবি: picture-alliance/dpa/M. Murat

শুক্রবার চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট বা ‘আইএস'-এর সদস্য হবার অপরাধে ৩২ বছর বয়সি জার্মান নারীর পাঁচ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল জার্মানির একটি আদালত৷

ইসলাম ধর্ম গ্রহণ করবার পর ২০১৩ সালের শেষের দিকে সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন জাবিনে৷ ২০১৭ সাল পর্যন্ত ইরাকে ইসলামিক স্টেট-এর সাথেই ছিলেন তিনি৷

সে-বছর কুর্দি সেনার হাতে ধরা পড়লে তাকে জার্মানিতে ফেরত পাঠাবার প্রক্রিয়া শুরু হয়৷

২০১৮ সালে তিনি ফিরে এলে তাকে গ্রেপ্তার করা হয় ও স্টুটগার্ট শহরের একটি আদালতে আরম্ভ হয় বিচারপ্রক্রিয়া৷

সিরিয়ায় গিয়ে যে আইএস-যোদ্ধাকে বিয়ে করেন জাবিনে, তিনি যুদ্ধক্ষেত্রে মারা গেছেন বলে আদালতে জানিয়েছেন তিনি৷

ব্লগে সোচ্চার ‘আইএস'-পত্নী

জাবিনের মতে, ইসলামিক স্টেটের প্রতি তার আকর্ষণের মূল কারণ ছিল শরিয়া আইন, যার প্রতি নিষ্ঠার ফলেই বার্লিনে দুই সন্তানকে রেখে আগে ইসলাম ধর্মগ্রহণ ও পরে দেশত্যাগ করেন তিনি৷

কিন্তু আইএস-এর হয়ে যুদ্ধে নামার ইচ্ছা তার কখনোই ছিলনা বলেও জানান তিনি৷

সরকারপক্ষের আইনজীবীদের মতে, সিরিয়া ও ইরাকে থাকাকালীন অস্ত্রচালনায় প্রশিক্ষণ নিয়েছিলেন জাবিনে৷

বার্লিনে থাকার সময়েই নানা ব্লগের মাধ্যমে ইসলামী চরমপন্থি বার্তা ছড়াতেন জাবিনে৷ তার এই কার্যকলাপ তিনি দেশ ছাড়ার পরেও চালিয়ে যান৷

তবে আদালতকে জাবিনে জানিয়েছেন, একসময় তিনি ইসলামিক স্টেট ছেড়ে দিয়েছিলেন৷

এসএস/এসিবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ