1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস যোদ্ধার স্ত্রী ও সন্তানের প্রত্যাবাসন

১২ জুলাই ২০১৯

সপরিবারে ইসলামিক স্টেট (আইএস)-এর হয়ে যুদ্ধে যাওয়া এক জার্মানের তিন সন্তান ও স্ত্রীকে একসঙ্গে প্রত্যাবাসনের নির্দেশ দিয়েছে বার্লিনের আদালত৷ এর আগে সিরিয়া থেকে কেবল সন্তানদের আনার পক্ষে ছিল জার্মান সরকার৷

Syrien Flüchtlingslager al-Haul
ছবি: Getty Images/AFP/D. Souleiman

সিরিয়ার আল-হোল শরণার্থী ক্যাম্প থেকে তাদেরকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ওই নির্দেশ দেওয়া হয়৷ আইএসপত্নী ও সন্তানদের একসঙ্গে ফেরত আনতে এমন নির্দেশ এই প্রথম৷

এ আদেশের মাধ্যমে জার্মানির মৌলিক আইনের ওই বিধানের উপরে জোর দিয়েছেন বিচারকরা, যেখানে বিদেশে অপরাধমূলক কাজে গেলেও কূটনৈতিক সহায়তা পাওয়ার অধিকারের কথা বলা হয়েছে৷

জার্মানির লোয়ার স্যাক্সনি থেকে যাওয়া ওই আইএস-পত্নীর প্রত্যাবাসনে সায় না দিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল৷ আদেশে বিচারক বলেছেন, এ বিষয়ে কোনো উদ্যোগ না নিলে এই শিশুরা ‘ভয়ানক, অযৌক্তিক এবং অনিবার্য সংকটের' মুখোমুখি হবে৷

বৃহস্পতিবার প্রকাশ হওয়া ওই আদেশের বিষয়ে আদালতের একজন মুখপাত্র বলেন, দ্রুত বিচারের মাধ্যমে আসা এই আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে৷ যারা ফেরত আসতে চায়, তাদেরকে আনুষ্ঠানিকভাবে শনাক্তের কথাও বলা হয়েছে আদেশে৷

গত মে মাসের হিসাবে দেখা যায়, আইএসের বিরুদ্ধে কুর্দি-নেতৃত্বাধীন বাহিনীর জয়ের পর আল-হোল ক্যাম্পে ৭৬ হাজার জন বন্দী ছিলেন৷ ওই ক্যাম্পের আলাদা জায়গায় ১২ হাজার বিদেশি নারী ও শিশু ছিল বলে জুন মাসের শুরুতে জানিয়েছিল এএফপি৷

সংবাদদাতাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শরণার্থী ক্যাম্পগুলোতে বন্দীদের মধ্যে কয়েক ডজন জার্মান স্ত্রী এবং তাদের শ'খানেক সন্তান রয়েছেন৷

পুরুষ ও নারীদের মধ্যে যারা জার্মানিতে ফিরবেন, তাদেরকে অবশ্যই ফৌজদারি তদন্তের মুখোমুখি হতে বলে জানিয়েছিল জার্মান সরকার৷ তবে, নারীদের ক্ষেত্রে আরো যাচাই-বাছাইয়ের কথা বলেছেন সরকারি কৌঁসুলিরা৷

মে মাসের শেষে জার্মানির গণমাধ্যম জানিয়েছিল, আল-হোল ক্যাম্প থেকে ২ বছর ও ৪ বছর বয়সি দুই অনাথ শিশুকে ফেরত আনতে প্রস্তুত জার্মান সরকার৷ সিরিয়ার বাগুজের যুদ্ধে মারা গিয়েছেন তাদের মা, যার নিবাস ছিল দক্ষিণ-পশ্চিম জার্মানির বাডেন-ভ্যুর্টেনবার্গ রাজ্যে৷

জার্মানির বাইরে ফ্রান্স ও ব্রিটেন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের নাগরিকদের সিরিয়া থেকে ফেরত আনবে না৷ এদিকে, জুনের শুরুতে পাঁচ শিশুকে ফিরিয়ে আনে নরওয়ে, যাদের বাবারা যুদ্ধে মারা গেছেন এবং মায়েরা নিখোঁজ৷

এমবি/কেএম (এএফি, ডিপিএ, রয়টার্স, বিবিসি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ