1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বস্তিতে ইউরোপ

১২ সেপ্টেম্বর ২০১২

ইউরো এলাকার স্থিতিশীলতার জন্য উদ্ধার তহবিল ইএসএম এবং বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে সরকারি রাজস্ব সংক্রান্ত ‘ফিসক্যাল’ চুক্তিতে জার্মানির অংশগ্রহণ নিয়ে জটিলতার অবসান হয়েছে৷

ছবি: Getty Images

এ দুটি বিষয়ে সরকারের পক্ষেই রায় দিয়েছে জার্মান সাংবিধানিক আদালত৷

এই রায়ের সঙ্গে সম্পৃক্ত ছিল ৫০,০০০ কোটি ইউরোর উদ্ধার তহবিল ইএসএম এবং বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে পরিকল্পিত ‘ফিসক্যাল' চুক্তির ভবিষ্যৎ৷ আজ বুধবার সর্বোচ্চ আদালত ইএসএম এবং ‘ফিসক্যাল' চুক্তিতে জার্মানির অংশগ্রহণের পক্ষে রায় দেয়ায় ইউরো অঞ্চলের অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে ওঠার পথ থেকে বড় একটি বাধা দূর হলো৷ এর আগে সোমবার এই রায় স্থগিত করার উদ্যোগকে নাকচ করেছিল আদালত৷

আঙ্গেলা ম্যার্কেলের সরকার সাংবিধানিক আদালত থেকে সবুজ সংকেত পাওয়ায় ইসিবি'র বন্ড কেনার সিদ্ধান্ত এবং ইএসএমের মতো পদক্ষেপগুলো ইউরোপীয় অঞ্চলের সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে৷ অবশ্য রায়ে কিছু শর্তও আরোপ করেছে আদালত৷ বিশেষ করে ইএসএমের ক্ষেত্রে বলা হয়েছে, কিছু শর্ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সাযুজ্যপূর্ণ হলেই কেবল এটি কার্যকর করা যাবে৷ একই সঙ্গে ইএসএম থেকে জার্মানির ওপর কোনো আর্থিক চাপ ১৯০ বিলিয়ন ইউরোর বেশি হতে পারবেনা বলেও জানিয়ে দেয়া হয়েছে৷ টাকার অঙ্ক একান্তই যদি বাড়াতে হয় তাহলে তাতে জার্মান সংসদের অনুমোদন লাগবে৷

এসিবি/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ