1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সংস্কৃতিফ্রান্স

জার্মান আর্টিস্ট ক্লাউস ‘রিভার্স গ্রাফিতি’ আঁকেন

১৪ জানুয়ারি ২০২২

রিভার্স গ্রাফিতি এক ধরনের আর্ট৷ জার্মান আর্টিস্ট ক্লাউস ডাওভেন সম্প্রতি ফ্রান্সের এক বাঁধের দেয়ালে রিভার্স গ্রাফিতি এঁকেছেন৷ দেয়ালে থাকা ময়লা সরিয়ে এমন শিল্পকর্ম তৈরি করা হয়৷

রিভার্স গ্রাফিতি এক ধরনের আর্ট৷ জার্মান আর্টিস্ট ক্লাউস ডাওভেন সম্প্রতি ফ্রান্সের এক বাঁধের দেয়ালে রিভার্স গ্রাফিতি এঁকেছেন৷ দেয়ালে থাকা ময়লা সরিয়ে এমন শিল্পকর্ম তৈরি করা হয়৷
লাক ডে ভুগলা বাঁধে আঁকেন ক্লাউস ডাওভেনের আঁকা রিভার্স গ্রাফিতি ছবি: David Franck/kärcher/dpa/picture alliance

ফ্রান্সের পূর্বাঞ্চলে অবস্থিত ১১০ মিটার উঁচু ও ৪৩০ মিটার দীর্ঘ লাক ডে ভুগলা বাঁধে রিভার্স গ্রাফিতি আঁকেন ক্লাউস৷ এটি তার সবচেয়ে বড় কাজ৷

গ্রাফিতি আঁকার কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘‘আমরা হাই-প্রেশার ক্লিনার দিয়ে কাজ করি৷ চার ব্যক্তি দড়ির সঙ্গে নিজেদের ঝুলিয়ে নীচে নেমে পরিকল্পনা অনুযায়ী কাজ করে, দেয়াল পরিষ্কার করে৷ অবশ্যই পুরোটা নয়, কিছুটা অংশ৷ কারণ বাকি অংশে ময়লা থাকলেই তবে শিল্পকর্মটা তৈরি করা সম্ভব৷’’

ক্লাউসসহ পাঁচজনের একটি দল প্রতিদিন তিন থেকে পাঁচ ঘণ্টা প্রফেশনাল হাই-প্রেশার ক্লিনার দিয়ে কাজ করেন৷ কোনো কেমিক্যাল ছাড়াই প্রায় ২৫০ বার প্রেশার দিয়ে ময়লা পরিষ্কার করেন তারা৷ প্রতিদিন তাদের প্রায় ১২ হাজার লিটার পানি লেগেছে৷

দেয়ালে ডিজাইন ফুটিয়ে তুলতে একটি কৌশল প্রয়োগ করেন ৫৫ বছর বয়সি ক্লাউস৷ তিনি বলেন, ‘‘প্রথমে আমরা প্রস্তাবিত শিল্পকর্মের নকশায় সীমানা রেখা বরাবর কিছু পয়েন্ট বসিয়েছি৷ এরপর সার্ভেয়ারদের দিয়ে দূরত্ব মাপিয়েছি৷ তারপর মাপ অনুযায়ী বাঁধের প্রাচীরে পয়েন্ট বসানো হয়েছে৷ দূর থেকে বোঝার সুবিধার জন্য সেগুলোতে লেজার দেয়া হয়েছে৷ এরপর হাই-প্রেশার ক্লিনার দিয়ে পয়েন্টগুলো যুক্ত করা হয়েছে৷ এভাবে দেয়ালে শিল্পকর্মের সীমানা রেখা ফুটে উঠেছে৷’’

বাঁধের দেয়ালে রিভার্স গ্রাফিতি

03:09

This browser does not support the video element.

জার্মানির এক ক্লিনিং টেকনোলজি কোম্পানির সঙ্গে মিলে কাজ করেছেন ক্লাউস৷ ২০০৭ সালে তারা জার্মানির ওলেফ বাঁধে প্রথম এমন শিল্পকর্ম তৈরি করেছিলেন৷ একবছর পর জাপানে ফুলের এমন শিল্পকর্ম করা হয়৷ এরপর ২০১২ সালে দক্ষিণ কোরিয়ায় তৈরি করেন বাঘের শিল্পকর্ম৷

মাঝেমধ্যে কাঠের কার্ডবোর্ড দিয়ে কাজ করেন ক্লাউস৷ যেমন ২০১৮ সালে ফ্রান্সের দক্ষিণের বন্দরনগরী স্যাতের দেয়ালে ১৩টি পোর্ট্রেট এঁকেছিলেন তিনি৷ তবে এসব কাজ চিরদিন থাকে না৷ তিন থেকে পাঁচ বছরের মধ্যে বিবর্ণ হয়ে যায়৷

ক্লাউস বলেন, ‘‘আমি আসলে ক্ষণস্থায়ী হয় এমন শিল্পকর্ম করতে চাইনি৷ এটা আমার কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল৷ তবে এমন কাজের সঙ্গে আমি যত বেশি সম্পর্কিত হচ্ছিলাম, তত এর মান সম্পর্কে সন্তুষ্ট হচ্ছিলাম৷ কারণ এটা জীবনের কথা মনে করিয়ে দেয়৷’’

কাই হর্স্টমায়ার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ