জার্মানির রক্ষণশীল আইনপ্রণেতা গিয়র্গ ন্যুসলাইনের বিরুদ্ধে মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ছয় লাখ ৬০ হাজার ইউরো ঘুস নেয়ার অভিযোগ উঠেছে৷ এই অভিযোগ তদন্তের পক্ষে ভোট দিয়েছে জার্মান সংসদ বুন্ডেসটাগ৷
বিজ্ঞাপন
দুর্নীতির অভিযোগ তদন্তে জার্মানি ও লিস্টেনস্টাইনে ১৩ টি জায়গায় অভিযান চালানোর কথা নিশ্চিত করেছেন প্রসিকিউটররা৷ গিয়র্গ ন্যুসলাইনের দায়মুক্তির বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে জার্মানির সংসদের নিম্নকক্ষ বুন্ডেস্টাগ৷ বুন্ডেস্টাগের দায়মুক্তি কমিটির সদস্য মার্কো বুশম্যান টুইটারে লিখেছেন, ‘‘গিয়র্গ ন্যুসলাইনের বিষয়টি নিয়ে বিচার বিভাগের এখনই তৎপর হওয়া উচিত৷’’
করোনা ভাইরাস সুরক্ষা মেডিকেল মাস্ক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তির জন্য সরকারের কাছে লবির অভিযোগ আনা হয় ন্যুসলাইনের বিরুদ্ধে৷ গণমাধ্যমের খবর অনুযায়ী এর বিনিময়ে তিনি ছয় লাখ ৬০ হাজার ইউরো গ্রহণ করেছে৷ সে অর্থ ন্যুসলাইন পরিচালিত একটি কোম্পানিতে স্থানান্তর করা হয় এবং এই আয়ের ওপর কোনো কর ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে, জার্মান ব্রডকাস্টার আরটিএল৷
সোশ্যাল ডেমোক্রেট সদস্য কাটিয়া মাস্ট তার টুইটারে লিখেছেন, ‘‘সংসদের কোনো সদস্যের বিরুদ্ধে যদি করোনা মহামারি সংকট থেকে ব্যক্তিগতভাবে সুবিধা আদায়ের সন্দেহ থাকে তবে তা অত্যন্ত গুরুতর একটি অভিযোগ৷ এটি অবশ্যই স্পষ্ট করা উচিত৷’’
ন্যুসলাইন ২০০২ সাল থেকে সংসদ সদস্য এবং ২০১৪ সাল থেকে রক্ষণশীল সংসদীয় দলের ডেপুটি প্রধানের দায়িত্ব পালন করছেন৷
এনএস/এসিবি(এএফপি, ডিপিএ, রয়টার্স)
অপচয়ের হিসাব দিলেন জার্মান করদাতারা
জার্মান করদাতাদের সংগঠন বিডিএসটি যেসব প্রকল্পে করদাতাদের অর্থের অপচয় হয়েছে বলে মনে করে, তার একটি তালিকা প্রতিবছর প্রকাশ করে৷ ছবিঘরে ২০১৯ সালের কথা থাকছে৷
ছবি: idowa.de
ইঁদুরের জন্য সেতু
পাসাও শহরে একটি বাইপাস সড়ক নির্মাণের ফলে ইঁদুরের বাসস্থানের ক্ষতি হয়েছে৷ তাই ইঁদুরের কথা বিবেচনা করা বাইপাসের উপর একটি সেতু নির্মাণ করা হয়েছে৷ এতে খরচ হয়েছে প্রায় ৯০ লাখ টাকা৷ ছবিটি খেয়াল করে দেখুন, ব্রিজটি ব্যবহার করতে ইঁদুরকে ২৩ ফুট উঁচুতে উঠতে হবে৷ তারপর ৬৬ ফুট রাস্তা পার হতে হবে৷ ইঁদুরেরা এমন সেতু কতখানি ব্যবহার করবে তা নিয়ে সন্দেহ পোষণ করেছে বিডিএসটি৷
ছবি: idowa.de
পাখির সোনালি বাসা চুরি
এটি একটি শিল্পকর্ম৷ স্বর্ণ দিয়ে তৈরি এই ৭৪টি শাখা দিয়ে পাখির বাসা বানানো হয়েছে৷ খরচ হয়েছে প্রায় ৮৯ লাখ টাকা৷ বার্লিনের একটি প্রাথমিক বিদ্যালয়ে রাখা ছিল এটি৷ তৃতীয়বারের চেষ্টায় এটি নিয়ে যেতে সমর্থ হয় চোরেরা৷
ছবি: picture-alliance/dpa/L. Vossen
মাশুল আদায়ে ব্যর্থ
মহাসড়কে মাশুল আদায়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পরিবহনমন্ত্রী আন্দ্রেয়াস শয়ার৷ সেটি বাস্তবায়ন করতে চুক্তিও সই হয়ে গিয়েছিল৷ কিন্তু চলতি বছরের শুরুতে ‘ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস’ এক রায়ে বলেছে, এই মাশুল নন-জার্মানদের জন্য বৈষম্যমূলক৷ ফলে আর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছেনা জার্মান সরকার৷ কিন্তু সরকার যেহেতু বাস্তবায়ন চুক্তি করে ফেলেছে, তাই সেটা মেটাতে ‘শত শত মিলিয়ন ইউরো’ খরচ হবে বলে জানিয়েছে বিডিএসটি৷
ছবি: picture-alliance/blickwinkel/McPHOTO/C. Ohde
জাহাজ সংস্কারে অপচয়
এটি নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ৷ এটি সংস্কার করতে সর্বোচ্চ এক হাজার ২৭১ কোটি টাকা খরচ হতে পারে বলে জানা গেছে৷ তবে এর চেয়ে কম খরচে নতুন একটি জাহাজ নির্মাণ করা যেত বলে মনে করছে বিডিএসটি৷
ছবি: picture-alliance/dpa/C. Rehder
বনবিড়াল রক্ষা
বনবিড়াল রক্ষা বিষয়ক একটি প্রকল্পের খরচ ধরা হয়েছে সাড়ে ২৫ কোটি টাকা৷ বিডিএসটি বলছে, অবশ্যই বনবিড়াল রক্ষা জরুরি৷ তবে এজন্য যে ব্যয় ধরা হয়েছে তার বেশিরভাগই খরচ হচ্ছে প্রশাসনিক ও বিজ্ঞাপন খাতে৷
ছবি: picture-alliance/blickwinkel/R. Sturm
রং করার কথা, কিন্তু হয়নি
চলতি বছরের শুরুতে হানোফার শহর কর্তৃপক্ষ এই শিল্পকর্মটি রং করার পরিকল্পনা করেছিল৷ সে কারণে এর চারদিক ঘিরেও ফেলা হয়েছিল৷ কাজটি দ্রুত শেষ হওয়ার কথা থাকলেও শিল্পকর্মটি ঢাকা ছিল প্রায় চার মাস৷ আর অনুমতি না মেলায় রংও করা যায়নি৷ কিন্তু এসব করতে গিয়েই ১৩ লাখ টাকা খরচ হয়ে যায়৷
ছবি: picture-alliance/dpa/S. Schuldt
নাম ভুলের খেসারত
মাইনৎস-সহ আরও তিন শহরের স্থানীয় নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের নাম ভুল থাকায় প্রায় পাঁচ লাখ পেপার নতুন করে ছাপাতে হয়েছে৷ এতে খরচ হয়েছে প্রায় ৭৫ লাখ টাকা৷
ছবি: picture alliance / dpa
সৌর ফুল
ছবিতে ফুল আকৃতির সোলার প্যানেল দেখতে পাচ্ছেন৷ তবে এটি নাকি আলোকিত স্থানে নয়, স্থাপিত হয়েছে ছায়াচ্ছন্ন স্থানে! ফলে জার্মানির করদাতাদের সংগঠন বিডিএসটি একে অর্থের অপচয় হিসেবে দেখছে৷ অবশ্য টুরিঙ্গিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের দাবি, সৌরশক্তি পেতে এটি স্থাপন করা হয়নি৷