1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কাপের ফাইনাল দেখে শঙ্কিত বায়ার্ন

১৩ মে ২০১২

আসছে শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ৷ কিন্তু তার সপ্তাহ খানেক আগে জার্মান কাপের ফাইনালে ডর্টমুন্ডের কাছে যেভাবে নাস্তানাবুদ হলো বাভারিয়ানরা, তাতে এখন অনেকের মনেই প্রশ্ন, হলোটা কি?

ছবি: AP / picture-alliance/dpa

নাস্তানাবুদ

শনিবার রাতে বোরুসিয়া ডর্টমুন্ডের কাছে গুনে গুনে পাঁচ গোল হজম করলো রবেন-রিবেরিরা৷ বায়ার্ন খেলোয়াড়দের একের পর এক ভুল, আর তার পুরো সুযোগ নিলো ইয়ুর্গেন ক্লপের ছেলেরা৷ দলের রবার্ট লিওয়ানদোভস্কি হ্যাট্রিক করলেন৷ তার সঙ্গে শিনজি কাগাওয়া আর ম্যাটস হামেল্স আরও দুটি গোল করেন৷ অন্যদিকে বায়ার্নের পক্ষে আরিয়েন রবেন আর ফ্রাঙ্ক রিবেরির দুটি গোল৷ ডর্টমুন্ডের ঘরের মাঠে এভাবে বায়ার্ন নাস্তানাবুদ হওয়ায় এক সপ্তাহ পরেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে কী হতে যাচ্ছে সেটা নিয়ে দুশ্চিন্তায় এখন বায়ার্ন মিউনিখের সমর্থকরা৷

গোল করার পরছবি: AP

খর্বিত শক্তি

অথচ ডর্টমুন্ডের বিপক্ষে পুরো শক্তির দলই নামিয়েছিলেন বায়ার্ন কোচ ইউপ হেইনকেস৷ অন্যদিকে কয়েকদিন পর চেলসির বিরুদ্ধে খর্বিত শক্তি নিয়ে মাঠে নামতে হবে৷ কারণ হলুদ কার্ডের কারণে মূল দলের লেফট ব্যাক ডেভিড আলাবা, সেন্ট্রাল ডিফেন্ডার হোলগার বাডস্টুবার এবং মিডফিল্ডার গুস্তাভো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে পারবেন না৷ এরপরও আশ্বস্ত করলেন হেইনকেস এই বলে, ‘‘চেলসির বিরুদ্ধে ম্যাচটি পুরোপুরি আলাদা হবে৷ স্পষ্টতই আমার খেলোয়াড়রা হতাশ হয়েছে, তবে আমরা এটি কাটিয়ে উঠতে পারবো৷ একই ভুল বারবার হতে দেওয়া যাবে না৷'' চলতি বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখ মাত্র ২২টি গোল খেয়েছে, সেটি মনে করিয়ে দিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করার চেষ্টা করলেন কোচ হেইনকেস, যিনি ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ে স্প্যানিশ রেয়াল মাদ্রিদকে নেতৃত্ব দিয়েছিলেন৷

খুশি কোচ ক্লপছবি: picture alliance/dpa

জুতা রহস্য

এদিকে বায়ার্নের বিরুদ্ধে ডর্টমুন্ডের পারফরমেন্স দিন দিন যেন তাদের জার্সির রংয়ের মতই আরও উজ্জ্বল হচ্ছে৷ এই নিয়ে টানা পাঁচবার হারালো তারা বায়ার্নকে৷ শনিবারও ঘরের মাঠে বাভারিয়ানদের পেয়ে এক বিন্দুও ছাড় দেয়নি হলুদ জার্সিরা৷ গত দুই মৌসুমে টানা দুইবার বুন্ডেসলিগার টাইটেল তো রয়েছেই তার ওপর সেই ১৯৮৯ সালের পর এই প্রথম জার্মান কাপ জিতলো ডর্টমুন্ড৷ ফাইনালে যেন অন্য রকম এক দল ছিলো তারা৷ এর পেছনে রহস্য নাকি এক জোড়া জুতা, সেটাই প্রকাশ করলেন কোচ ইয়ুর্গেন ক্লপ৷ সেই সর্বশেষ যখন ডর্টমুন্ড জার্মান কাপ জেতে তখন সেই দলের সদস্য নর্বার্ট ডিকেল ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে যান৷ ২৩ বছর আগের সেই ফাইনালটিতে জোড়া গোল করেছিলেন ডিকেল৷ সেই ম্যাচের বুট জোড়াটি তিনি রেখে দিয়েছেন এত বছর৷ শনিবারের ফাইনালের আগে ড্রেসিংরুমে খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠে এই জুতা জোড়া, জানালেন কোচ ইয়ুর্গেন ক্লপ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (রয়টার্স, ডিপিএ)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ