1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কাপে চমক দেখাচ্ছে ছোট দলগুলো

২১ আগস্ট ২০১২

জার্মানির ঘরোয়া ফুটবলে সবচেয়ে গুরুত্ব পায় বুন্ডেসলিগা৷ এরপরই রয়েছে ‘জার্মান কাপ’৷ বুন্ডেসলিগায় অংশ নেওয়া দলগুলোকে সাধারণত আলাদা গুরুত্ব দেওয়া হয়৷ হয় হৈচৈ৷ কিন্তু এবার জার্মান কাপে বড় দলগুলো হারছে ‘ছোট’ দলগুলোর কাছে৷

ছবি: dapd

জার্মান কাপের প্রথম রাউন্ডেই সপ্তাহান্তে পরাজয়ের স্বাদ পেয়েছে বুন্ডেসলিগা দল ভ্যার্ডার ব্রেমেন, হামবুর্গ, ন্যুরেমব্যার্গ, গ্রয়েথার ফ্যুর্থ, ফ্রাঙ্কফুর্ট এবং হফেনহাইম৷ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে পরাজয় বরণ করেছে এসব দল৷ তীব্র গরম এবং জার্মান কাপের বিশেষ ‘ডেভিড-ভার্সেস-গোলিয়াথ' ড্র ব্যবস্থার যৌথ চাপে প্রতি তিনটি বুন্ডেসলিগা দলের একটি জার্মান কাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছে৷ ছয়টি দল জার্মান কাপের প্রথম পর্বের দেয়াল টপকাতে পাড়েনি৷ যদিও ইচ্ছাকৃতভাবেই এই দেয়াল নীচু করা হয়েছিল৷

ক্ষুদ্র ‘বার্লিন একে ০৭' টিমের কথাই ধরুন৷ বুন্ডেসলিগার দল হফেনহাইমকে চতুর্থ বিভাগের এই দলটি হারিয়েছে ৪-০ গোলের ব্যবধানে৷ খেলায় বার্লিন একে ০৭'এর তুলনায় হফেনহাইমকে মনে হচ্ছিল ‘অ্যামেচার' দল৷ বুন্ডেসলিগার অপর দল গ্রয়েথার ফ্যুর্থ হেরেছে ওফেনবাখ'এর কাছে, ২-০ গোলের ব্যবধানে৷ এই খেলায় অবশ্য দুর্ভাগ্য ফ্যুর্থ'এর পিছু নিয়েছিল৷ সেদল খেলা শেষ করেছে দশ জন নিয়ে৷ তাছাড়া পেনাল্টি শট থেকেও একটি গোল পেয়েছে প্রতিপক্ষ ওফেনবাখ৷

জার্মানিতে বুন্ডেসলিগা’র একটি খেলায় দর্শকদের ভিড়...ছবি: picture alliance/dpa

বুন্ডেসলিগা দল হামবুর্গ রবিবার পরাজয় বরণ করেছে কার্লসরুয়ের কাছে৷ ব্যবধান ৪-২৷ একই ব্যবধান ভ্যার্ডার ব্রেমেন হেরেছে প্রুসেন মুন্সটার'এর কাছে৷ ন্যুরেমব্যার্গ হেরেছে টিএসভি হেভিল্স এর কাছে, ৩-২ ব্যবধানে৷ ফ্রাঙ্কফুর্টের পরাজয়ের অভিজ্ঞতাও তিক্ত৷ ৩-০ গোলের ব্যবধানে সেদল হেরে যায় এর্জগিবির্গে আও'র কাছে৷

অবশ্য প্রথম পর্যায়ে ছয়টি বুন্ডেসলিগা দল বাদ পড়লেও এখনো ১২টি দল রয়ে গেছে জার্মান কাপে৷ শালকে, হানোফার, বোরুসিয়া ডর্টমুন্ড এবং বায়ার্ন মিউনিখ'এর মতো শীর্ষস্থানীয় দলগুলো কাপের প্রথম পর্যায়ে বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছে৷

প্রতিবেদন: মার্ক হালেম / এআই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ