1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ ভ্রমণ নিয়ে প্রামাণ্যচিত্র

১৭ ফেব্রুয়ারি ২০১৪

বার্লিনে বসবাসরত বাঙালি পরিচালক শাহীন দিল-রিয়াজ দেড় ঘণ্টার একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন৷ আট জার্মান কিশোরের বাংলাদেশ ভ্রমণ নিয়ে তৈরি তথ্যচিত্রটির সম্পাদনার কাজ চলছে এখন৷

পরিচালক শাহীন দিল-রিয়াজছবি: Lemme Film GmbH

ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে শাহীন জানান, স্কুলের চূড়ান্ত পরীক্ষা শেষ করার পর আট জার্মান কিশোর এক বছরের জন্য বাংলাদেশে গিয়েছিলেন৷ তথ্যচিত্রে তাদের সেই অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে৷ ‘‘কীভাবে তারা বাংলাদেশে গেল, কীভাবে থাকল, কীভাবে তারা বিভিন্ন সমস্যার সমাধান করল, এই সব কিছু মিলিয়েই ৯০ মিনিটের ডকুমেন্টারিটা হচ্ছে৷'' ছবিটির নাম দেয়া হয়েছে ‘ফ্যার্নগ্লুক'৷ ইংরেজিতে এটাকে ‘রিমোট ফর্চুন' বলা যেতে পারে বলে জানান তিনি৷ আর বাংলায় এর নাম দেয়া যেতে পারে ‘দূরের আনন্দ'৷

বাংলাদেশের ছেলে শাহীন দিল-রিয়াজ গ্যোয়েটে ইন্সটিটিউটের স্কলারশিপ পেয়ে নব্বইয়ের দশকের শুরুর দিকে বার্লিনে আসেন পড়াশোনা করতে৷ সেই থেকে তিনি বার্লিনে রয়েছেন৷ মূলত প্রামাণ্যচিত্র নির্মাণ করেন তিনি৷ ইতিমধ্যে তিনি তাঁর কাজের স্বীকৃতি হিসেবে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন৷ বিশেষ করে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পে কর্মরত শ্রমিকদের জীবন নিয়ে তৈরি ‘লোহাখোড়', প্রেক্ষাগৃহে সিনেমার ফিল্ম বদলানোর কাজ করা ১০ বছরের কিশোর রাকিবের জীবন নিয়ে তৈরি ‘প্রজেকশনিস্ট' প্রামাণ্যচিত্র দুটি প্রশংসিত হয়েছে৷

জার্মান কিশোরদের বাংলাদেশ ভ্রমণ নিয়ে তথ্যচিত্র

This browser does not support the audio element.

শাহীন আশা করছেন, মে মাসের মধ্যে ‘ফ্যার্নগ্লুক'-এর সম্পাদনার কাজ শেষ হবে৷ এরপর জার্মানিতে প্রেক্ষাগৃহ ছাড়াও টেলিভিশনে সেটা দেখানো হবে৷ বাংলাদেশে অনুষ্ঠেয় চলচ্চিত্র উৎসবে প্রামাণ্যচিত্রটি দেখানোর চেষ্টা করবেন বলেও জানান শাহীন দিল-রিয়াজ৷ তিনি বলেন, এর আগে অন্যান্য তথ্যচিত্রগুলো বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে দেখানোর চেষ্টা করেছিলেন৷ কিন্তু চ্যানেলগুলো আগ্রহ না দেখানোয় সেটা সম্ভব হয়নি, বলে আক্ষেপ করেন এই পরিচালক৷

সাক্ষাৎকারে সদ্য সমাপ্ত বার্লিন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোনো ছবি না থাকার কারণ জানতে চাইলে শাহীন বলেন, বিষয়টার জন্য অনেকাংশে দায়ী বার্লিনালে কর্তৃপক্ষ৷ কেননা আয়োজকরা চায় এমন ছবি যেগুলো আগে অন্য কোনো উৎসবে দেখানো হয়নি৷ এই শর্তটা বার্লিনালেতে বাংলাদেশের ছবি না থাকার অন্যতম একটা কারণ বলে জানান শাহীন৷

‘বয়হুড’ ছবির একটি দৃশ্যছবি: Martina Sowinski

এছাড়া বার্লিনালে একটি আন্তর্জাতিক উৎসব হলেও সেখানে বিশ্বের কয়েকটি অঞ্চল উপেক্ষিত ছিল৷ যেমন বাংলাদেশ ছাড়াও আফ্রিকার ছবির উপস্থিতি সেখানে দেখা যায়নি৷

তবে উৎসব হিসেবে বার্লিনালে দিনদিন জনপ্রিয় হচ্ছে, বলে মনে করেন শাহীন৷ বিশেষ করে দর্শক সংখ্যার বিচারে এখনই বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব বার্লিনালে৷ এ বছর দেখানো প্রায় ৪০০টি ছবির জন্য টিকিট বিক্রি হয়েছে প্রায় ৩ লাখ ৩৩ হাজার৷

উৎসব শেষে পুরস্কারের জন্য জুরিরা যেসব ফিল্ম বেছে নিয়েছেন সেগুলোও যথার্থ ছিল, বলে জানান এই বাঙালি পরিচালক৷ ‘বয়হুড' ছবিটি ‘সেরা পরিচালক'-এর খেতাব জেতায় বেশি খুশি তিনি৷ কারণ ছবিটির শ্যুটিং হয়েছে প্রায় ১২ বছর ধরে৷ একটি ছেলের স্কুলে পড়া শুরুর সময় থেকে শেষ পর্যন্ত সময়কাল দেখানো হয়েছে এই ছবিতে৷ এই দীর্ঘ সময় ধরে একই অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে কাজ করিয়েছেন পরিচালক৷ বার্লিনালে কর্তৃপক্ষ এমন সাহসী কাজের স্বীকৃতি দেয়ায় অন্য পরিচালকরাও এ ধরনের কাজে আগ্রহী হবে বলে মনে করেন শাহীন দিল-রিয়াজ৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ