জার্মান কিশোররা এগিয়ে চলেছে বিশ্বকাপের দিকে
৫ জুলাই ২০১১ফুটবল'কে বলা হয় ‘পাওয়ার গেম'৷ একদিকে প্রয়োজন ৯০ মিনিট ধরে মাঠ দাপিয়ে বেড়াবার শক্তি ও ক্ষমতা, অন্যদিকে প্রয়োজন ভালো খেলার তাগিদ৷ সেইসঙ্গে খেলার অভিজ্ঞতা যত বেশি, খেলার মানও তত বাড়ে৷ এতকিছু অর্জন করতে হলে আগেভাগেই শুরু করতে হয়৷ ভবিষ্যতের সম্ভাব্য ফুটবল তারকাদের দেখতে হলে তাই নজর রাখতে হবে মেক্সিকোয় অনুষ্ঠিত সতেরো-অনূর্ধ্ব বিশ্বকাপের দিকে৷ সেখানে জার্মান কিশোররা চমকপ্রদ সাফল্য দেখাচ্ছে৷
কোয়ার্টার ফাইনাল ম্যাচে চির-প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে জার্মান কিশোররা সেমি ফাইনালে পৌঁছে গেছে৷ অন্য কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ মেক্সিকো ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে সেমি ফাইনাল খেলবে৷ ফলে এবার ফাইনালে খেলার জন্য লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে জার্মানি ও মেক্সিকো৷ যে জিতবে, ফাইনালে তার মুখোমুখি হবে হয় ব্রাজিল অথবা উরুগুয়ে৷
ভবিষ্যতে বেকেনবাউয়ার, অলিভার কান বা মিশায়েল বালাক'এর জায়গায় কারা জার্মানির তারকা হতে পারে? সতেরো-অনূর্ধ্ব টিমের দিকে তাকালে হয়তো তার কিছুটা আভাস পাওয়া যেতে পারে৷ যেমন বায়ার লেভারকুজেন জুনিয়র টিমের সামেদ ইয়েসিল মেক্সিকোর বিরুদ্ধে প্রথম গোলটি করে নজর কেড়েছে৷ গোটা প্রতিযোগিতায় সে এখনো পর্যন্ত ৫টি গোল করেছে৷ শালকে জুনিয়র টিমের কান আয়হান'ও কম যায় না৷ কোলনের মিচেল ভাইজার'এর দিকেও নজর রাখছে ফুটবল জগত৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ