1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিচার অফ দ্য উইক

জাহিদুল হক১ মার্চ ২০১৩

জানেন কি, জার্মানিতে ক্রিকেট খেলা হয়? এতদিন শুধু অভিবাসীরাই এই খেলাটা খেললেও এখন খোদ জার্মানদের মধ্যেও ক্রিকেট জনপ্রিয় হচ্ছে৷ আর জার্মানির ক্রিকেট উন্নয়নে সহায়তা করতে চায় বাংলাদেশ৷

ছবি: Adnan Sadeque

জার্মান ক্রিকেট বোর্ড গঠিত হয় ১৯৯৮ সালে৷ নাম ‘ডয়চার ক্রিকেট বুন্ড' বা ডিসিবি৷ এই বোর্ডে প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের আদনান সাদেক৷ গত ডিসেম্বরে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি'র ঊর্ধ্বতন দুই কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন৷ এঁরা হলেন, বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও গেম ডেভেলাপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন৷

[No title]

This browser does not support the audio element.

ডিডাব্লিউ'র সঙ্গে আলাপকালে আদনান সাদেক বলেন, বিসিবির কর্মকর্তারা জার্মানিতে ক্রিকেট খেলা হয় শুনে প্রথমে আশ্চর্য হয়েছেন৷ পরে জার্মানির ক্রিকেট উন্নয়নে আগ্রহ দেখিয়েছেন৷ গেম ডেভেলাপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন জার্মানিকে কোচ দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছেন বলে জানান সাদেক৷ তিনি বলেন, ‘‘জার্মানিতে কোনো প্রোফেশনাল কোচ বা খেলোয়াড় নেই৷ এই তথ্য জানার পর নাজমুল আবেদিন বলেন, বাংলাদেশে বেশ কয়েকজন কোর্স সম্পন্ন করা কোচ রয়েছেন৷ তাঁরা দুই-এক সপ্তাহের জন্য জার্মানিতে গিয়ে সেখানকার অ্যামেচার কোচ বা খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে পারেন৷''

এই ছবিটিকেই খুঁজছেন আপনি৷ ছবিটির তারিখ 01.03-03.03.13 এবং কোড: 3030 পাঠিয়ে দিন bengali@dw.de ঠিকানায় অথবা এসএমএস করুন 0088 0173 030 2205, ভারত: 0091 98309 97232 নম্বরে৷ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পারেন আকর্ষণীয় সারপ্রাইজ গিফট…ছবি: DW-TV

এরপর আদনান সাদেক চলে যান বিসিবির প্রধান নির্বাহীর কথায়, যিনি আইসিসি পর্যায়ে জার্মানিকে সহায়তার প্রস্তাব দিয়েছেন৷ ‘‘নিজাম উদ্দিন সাহেব আমাকে জানিয়েছেন, আইসিসি পর্যায়ে যদি কোনো ধরণের অনুদানের প্রশ্ন আসে যেখানে জার্মান ক্রিকেট জড়িত সেখানে হয়তো বাংলাদেশ সহায়তা করতে পারে৷''

আদনান সাদেক বলেন, জার্মান ক্রিকেট বোর্ড ১৯৯৮ সালে গঠিত হলেও জার্মানিতে ক্রিকেট খেলার ইতিহাস প্রায় দেড়শো বছরের পুরানো৷ মাঝখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও অন্যান্য কারণে ক্রিকেটের চলটা কমে গেলেও এখন আবার বাড়ছে৷ এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডিসিবি৷ আর তাদের সহায়তা করছে আইসিসি৷

তবে জার্মান সরকারের পক্ষ থেকে তারা কোনো আর্থিক সহায়তা পান না৷ কারণ ক্রিকেট বোর্ড এখনো জার্মান অলিম্পিক কমিটির অন্তর্ভুক্ত নয়৷

সাদেক বলেন, জার্মানিতে এখন ক্রিকেট ক্লাবের সংখ্যা প্রায় একশো৷ পুরো জার্মানিকে ছয়টি অঞ্চলে ভাগ করে প্রতি বছর টুর্নামেন্টের আয়োজন করা হয়৷ এরপর ছয়টি অঞ্চলের সেরা দলদের দিয়ে আয়োজিত হয় চ্যাম্পিয়নশীপ৷ সেখানে ৫০ ওভারের খেলা হয়৷ এছাড়া আলাদাভাবে টি-টোয়েন্টি টুর্নামেন্টও হয়ে থাকে বলে জানান সাদেক৷

বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে আদনান সাদেকছবি: Adnan Sadeque

জার্মান ক্রিকেট বোর্ডের এই প্রেস সচিব বলেন, জার্মানিতে ক্রিকেট খেলে মূলত অভিবাসীরা৷ তবে স্থানীয় জার্মানদের মধ্যে খেলাটা জনপ্রিয় করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে৷ যেমন যে ক্রিকেট ক্লাবগুলো রয়েছে, তারা যদি আইসিসি'র কাছ থেকে সহায়তা পেতে চায় তাহলে তাদেরকে পূর্বশর্ত হিসেবে যুব ও মহিলা ক্রিকেটের উন্নয়নে কাজ করতে হয়৷ এতে দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলের জার্মান শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ছে৷ অনেক জার্মান কিশোর জাতীয় দলে খেলারও ইচ্ছা পোষণ করছে৷ সাদেক বলেন, গত বছর যুব ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল৷ তাতে ১২টি স্কুল অংশ নিয়েছিল৷ আশার কথা হচ্ছে, অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের মধ্যে প্রায় ৫০ শতাংশই ছিল জার্মান কিশোর৷ ‘‘আমাদের জাতীয় দলে এখন দুইজন খাঁটি জার্মান রয়েছেন৷ এছাড়া ক্লাবগুলোতেও জার্মানরা খেলছে৷''

বর্তমানে আইসিসির ব়্যাংকিং-এ জার্মানির অবস্থান ৩৯ নম্বরে৷ দুই বছর আগে যেটা ছিল ৪৯৷ সাদেক আশা করছেন, বাংলাদেশের সহযোগিতা পেলে জার্মানি ক্রিকেটে আরও এগিয়ে যাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ