1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান চ্যান্সেলরের কার্যালয়ে বিস্ফোরক

৩ নভেম্বর ২০১০

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দপ্তরে একটি বিস্ফোরকবাহী পার্সেল পাওয়া গেছে৷ গ্রিস থেকে গত রোববার এই পার্সেল বার্লিনের চ্যান্সেলরের দপ্তরে পাঠানো হয়৷ মঙ্গলবার রুটিনমাফিক চিঠিপত্র পরীক্ষার সময় এটি নজরে আসে৷

বিস্ফোরক পাবার পর জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়েরের বক্তব্যছবি: dapd

ম্যার্কেলের দপ্তরে ‘এক্সপ্লোসিভ ডিভাইস'

জার্মান সরকার ইতিমধ্যে জানিয়েছে, যে ম্যার্কেলের দপ্তরে বিস্ফোরকবাহী প্যাকেটের সন্ধান পাওয়া গেছে৷ তবে, সেটিকে নিষ্ক্রিয় করা হয়েছে এবং এতে কেউ আহত হয়নি৷ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়ের জানিয়েছেন, ‘এক্সপ্লোসিভ ডিভাইস'টি দেখতে এথেন্সের সুইস দূতাবাসে পাঠানো আরেকটি প্যাকেটের মতোই৷ বিশেষ করে প্রযুক্তিগত দিক দিয়ে এবং বাহ্যিক গড়নে দু'টো একইরকম৷ দেমেজিয়ের জানান, রবিবার এথেন্স থেকে এয়ার মেইলে এটিকে পাঠানো হয়েছে৷

বিস্ফোরকের ধরন

বার্তাসংস্থা ডিপিএ একাধিক নিরাপত্তা সূত্রের বরাতে জানাচ্ছে, পার্সেলটিতে একধরণের ‘ফাস্ট' বিস্ফোরক ছিল, যা মূলত জ্বলে উঠতে এবং পোড়াতে সক্ষম৷ তবে এটি পাইপ বোমার মতো বড় ক্ষতি করতে সক্ষম নয়৷ অবশ্য অন্যান্য সূত্রের দাবি, পার্সেলটিতে শুধু বারুদ রয়েছে৷ বিস্ফোরকের ধরন নিয়ে এখনো তদন্ত করছে পুলিশ৷

বার্লিনে চ্যান্সেলরের দপ্তর (ফাইল ফটো)ছবি: picture alliance/dpa

জড়িত কারা?

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, গত সপ্তাহে ইয়েমেন থেকে আল-কায়দার পাঠানো পার্সেল বোমার সঙ্গে এই ঘটনার যোগসূত্রের কোন ইঙ্গিতই খুঁজে পাওয়া যায়নি৷ তবে তিনি সোমবার এথেন্সে দুই ব্যক্তির আটকের খবর উল্লেখ করেন এবং জানান, আটককৃতরা সিরিজ পার্সেল বোমা পাঠানোর সঙ্গে জড়িত৷ ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজিকেও একটি পার্সেল বোমা পাঠানোর চেষ্টা করেছিল আটকরা৷

দূতাবাসে পার্সেল বোমা

মঙ্গলবার এথেন্সের সুইস দূতাবাসে একটি পার্সেল বোমার বিস্ফোরণ ঘটে৷ এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি৷ চিলির দূতাবাসের উদ্দেশ্যে পাঠানো আরেকটি পার্সেল বোমা উদ্ধার করা হয় মেইল ভ্যান থেকে৷ পার্সেল বোমা পাঠানো হয় এথেন্সের জার্মান দূতাবাসের উদ্দেশ্যেও৷ তবে, সেটিকে উদ্ধার করা হয়েছে একটি কুরিয়ার কার্যালয় থেকে৷ ইতিমধ্যে গ্রিস পুলিশ একাধিক পার্সেল বোমা ধ্বংস করেছে৷ এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চরমপন্থী বামদলের পাঁচ সদস্যের ছবি প্রকাশ করেছে পুলিশ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ