1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান জিহাদি

৬ অক্টোবর ২০১৪

জার্মান জিহাদিরা ইসলামিক স্টেট-এর (আইএস বা আইসিস) সন্ত্রাস অভিযানে অংশগ্রহণ করছে; দেশে ফিরে তারা এ দেশেও আক্রমণ চালাতে পারে, বলে নিরাপত্তা মহলের আশঙ্কা৷ গবেষক গিডো স্টাইনবাখ বিষয়টি নিয়ে একটি বই লিখেছেন৷

Neues Video deutscher Islamisten aufgetaucht
ছবি: picture-alliance/dpa

ডয়চে ভেলে: জার্মান মুসলিম সমাজে জিহাদি মতাদর্শ কতোটা শিকড় গেড়েছে বলে আপনার ধারণা?

স্টাইনবাখ: বিগত কয়েক বছরে জিহাদি মতাদর্শ ও কার্যকলাপ একটি জার্মান সমস্যায় পরিণত হয়েছে৷ নাইন-ইলেভেনের আততায়ীরা ছিল আরব ছাত্র, যারা ১৯৯২ থেকে ১৯৯৬ সালের মধ্যে জার্মানিতে এসেছিল পড়াশুনা করতে – কিন্তু মূলত তারা স্বদেশের প্রভাবেই ছিল৷ ২০০৬ সাল যাবৎ জার্মানিতে একটি নিজস্ব জিহাদি মহল ক্রমাগত বেড়ে চলেছে, যার সদস্যরা সমাজতত্ত্বের বিচারে জার্মান – অর্থাৎ তাদের শৈশব ও জীবনের একটা বড় অংশ তারা জার্মানিতে কাটিয়েছে৷ বহুক্ষেত্রে তাদের এদেশেই জন্ম হয়েছে৷ তবে জাতিগতভাবে তারা মিশ্রিত: তুর্কি, কুর্দ, উত্তর আফ্রিকা থেকে আগত বেশ কিছু আরব, সেই সঙ্গে মুসলমান ধর্মে দীক্ষিত জার্মানরাও আছে; এমনকি রাশিয়া থেকে আগত জার্মান বংশোদ্ভূতদেরও এই জিহাদিদের মধ্যে পাওয়া যাবে৷

‘প্রায় আট বছর ধরে আমরা জার্মান জিহাদিদের নিয়ে বাস করছি’ছবি: picture alliance/Wolfram Steinberg

ডয়চে ভেলে: জিহাদিদের প্রেরণাটা কি?

স্টাইনবাখ: ২০০৬ সাল থেকেই জার্মান জিহাদিরা পাকিস্তান ও আফগানিস্তান যাচ্ছিল৷ কয়েকজন সোমালিয়াতেও যায় এবং আরো কয়েকজন চেচনিয়া যাবার চেষ্টা করে৷ আজ তারা প্রধানত সিরিয়া ও ইরাকে যাচ্ছে, যার একটি মূল উদ্দেশ্য: বিপন্ন সুন্নি মুসলিমদের পাশে দাঁড়ানো৷ সম্প্রতি একটি দ্বিতীয় উদ্দেশ্য যুক্ত হয়েছে: জার্মানির তরুণ সালাফিরা পুরোপুরি মুসলিম সমাজে বাস করতে চায়, যা তাদের মতে জার্মানি কিংবা আরব দুনিয়া, কোথাওই সম্ভব নয় – শুধুমাত্র সেখানেই সম্ভব, যেখানে জিহাদিরা তাদের ‘শত্রুদের' বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত৷ অবশ্য শুধুমাত্র অ্যাডভেঞ্চার, কিংবা সহিংসতার নেশা, কিংবা স্রেফ দৈনন্দিন একঘেঁয়েমি থেকে মুক্তি পাবার জন্যও কেউ কেউ জিহাদি হয়৷

‘বিগত কয়েক বছরে জিহাদি মতাদর্শ ও কার্যকলাপ একটি জার্মান সমস্যায় পরিণত হয়েছে’ছবি: picture-alliance/AP Photo

ডয়চে ভেলে: জার্মান জিহাদিদের তরফ থেকে কি জার্মান রাষ্ট্র বা সমাজের পক্ষে বিপদের সৃষ্টি হতে পারে?

স্টাইনবাখ: হ্যাঁ, একটা বিপদ আছে, বলে আমার ধারণা, তবে সেটাকে মাত্রাধিক গুরুত্ব দেওয়া ভুল হবে৷ আজ প্রায় আট বছর ধরে আমরা জার্মান জিহাদিদের নিয়ে বাস করছি, যারা আল-কায়েদা এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছে৷ তাদের কয়েকজন জার্মানিতে ফেরার পর এখানে আক্রমণ চালানোর পরিকল্পনাও করেছে – তবে সে পরিকল্পনা সবই ব্যর্থ হয়েছে অথবা ব্যর্থ করা সম্ভব হয়েছে৷ বারংবার যে কথাটা বলা হয় – যে এখানে একদিন না একদিন সন্ত্রাসী আক্রমণ ঘটবে – সেটাকে আমি অতিরঞ্জিত বলে মনে করি৷

ইসলাম বিশেষজ্ঞ গিডো স্টাইনবাখ বার্লিনের জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিওরিটি অ্যাফেয়ার্স এসডাব্লিউপি-র সঙ্গে যুক্ত৷ ২০০৫ সালের অক্টোবর মাস অবধি তিনি চ্যান্সেলরের দপ্তরে সন্ত্রাসবাদ সংক্রান্ত উপদেষ্টা হিসেবে কাজ করেছেন৷

সাক্ষাৎকার: বেটিনা মার্ক্স/এসি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ