1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান জোট সরকারের দলগুলোর জনপ্রিয়তা কমছে

১৩ সেপ্টেম্বর ২০২৫

জার্মানির ক্ষমতাসীন জোটে থাকা দলগুলো তাদের দায়িত্ব নেয়ার মাত্র চার মাসের মধ্যেই জনসমর্থন হারাচ্ছে৷

জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগ ভবন
জনমত জরিপে জার্মান জোট সরকারের অংশ সিডিইউ এবং এসপিডি, দুই দলেরই জনসমর্থন কমার আভাস পাওয়া গেছেছবি: Virginia Garfunkel/IMAGO

জার্মান গণমাধ্যম বিল্ড আম সনটাগ সংবাদপত্রে প্রকাশিত একটি জরিপ অনুসারে এই তথ্য পাওয়া গেছে৷ জনপ্রিয়তায় শীর্ষে চলে এসেছে অভিবাসনবিরোধী হিসাবে পরিচিত কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড- এএফডি৷

আইএনএসএ মতামত গবেষণা ইনস্টিটিউট ৮-১২ সেপ্টেম্বর এই জরিপ পরিচালনা করে৷ জরিপে অংশ নেয়া এক হাজার ২০৪ জনকে প্রশ্ন করা হয়েছিল, এই রোববার (১৪ সেপ্টেম্বর) ফেডারেল নির্বাচন হলে তারা কোন দলকে ভোট দিতে চান৷

জরিপের ফলে দেখা গেছে, চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের মধ্য-ডানপন্থি খ্রিস্টীয় গণতন্ত্রী ইউনিয়ন - সিডিইউ-এর জনসমর্থন রেটিং আগের সপ্তাহের তুলনায় এক শতাংশ কমে ২৫ শতাংশে চলে এসেছে৷

কট্টর ডানপন্থি দল এএফডির জনসমর্থন আগের সপ্তাহের মতোই ২৫ শতাংশই রয়েছে৷ অর্থাৎ, জরিপের রেটিংয়ে এখন এএফডি এবং সিডিইউ যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে৷

জার্মান জোট সরকারের আরেক অংশীদার মধ্য-বামপন্থি সামাজিক গণতন্ত্রী দল- এসপিডিও জনসমর্থনে এক পয়েন্ট হারিয়ে ১৪ শতাংশে নেমে এসেছে৷

জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগের নিম্নকক্ষে প্রতিনিধিত্বকারী অন্যান্য দলগুলোর রেটিংয়ে কোনও পরিবর্তন হয়নি৷

স্থানীয় নির্বাচনে জোট সরকারের প্রথম পরীক্ষা

১৪ আগস্ট জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ-রাইন ওয়েস্টফালিয়াতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ অনেক বিশ্লেষকই এই নির্বাচনকে সিডিইউ-এসপিডি জোট সরকারের প্রথম পরীক্ষা হিসাবে দেখছেন৷

রাজ্যটিতে কোলন, ডুসেলডর্ফ এবং ডর্টমুন্ডের মতো শহুর রয়েছে এবং এক কোটি ৮০ লাখ বাসিন্দার আবাসস্থল এটি৷

১৪ আগস্টের নির্বাচনে শহর ও পৌর কাউন্সিল, কাউন্টি কাউন্সিল, মেয়র এবং জেলা প্রশাসকদের পদে ভোট নেয়া হবে৷ মোট প্রায় ২০ হাজার আসন রয়েছে এসব কাউন্সিলে৷

রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হেন্ড্রিক ভ্যুস্ট এবং তার রাজ্য সরকারের জন্যও একটি বড় পরীক্ষা৷ সিডিইউ দলের নেতা ভ্যুস্ট ২০২২ সাল থেকে গ্রিন পার্টির সঙ্গে জোট করে রাজ্যটি পরিচালনা করছেন৷ ভ্যুস্টকে বর্তমান সিডিইউ প্রধান ম্যার্ৎেস সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে৷

নির্বাচন-পূর্ববর্তী মতামত জরিপগুলোতে গেলসেনকির্শেন এবং ডুইসবুর্গের মতো কিছু এলাকায় কট্টর ডানপন্থি এএফডির উত্থানের পূর্বাভাস পাওয়া গেছে৷

এডিকে/আরআর (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ