1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান দলের বাংলাদেশি ভক্ত

১০ জুন ২০১৪

জার্মানির ফুটবল দল এবার বিশ্বকাপ জিতবে – এমন আশা জার্মানরাই শুধু নন, করছেন বহু বাংলাদেশিও৷ বাংলাদেশে অনেক বাড়ির ছাদে তাই ব্রাজিল, আর্জেন্টিনার পাশাপাশি জার্মানির পতাকাও উড়ছে৷ সামাজিক যোগাযোগের সাইটগুলি থেকে কিছু উদাহরণ৷

Bangladesch FIFA WM 2014 Flaggen Stimmung
ছবি: Munir Uz Zaman/AFP/Getty ImagesMUNIR UZ ZAMAN/AFP/Getty Images

পরিসংখ্যান অনুযায়ী, এখন অবধি তিনবার বিশ্বকাপ জয় করেছে জার্মানি৷ এই জয় আর্জেন্টিনার তুলনায় একবার বেশি আর ব্রাজিলের তুলনায় দু'বার কম৷ অতীত রেকর্ড আর বর্তমান জার্মান দলের অবস্থান আশাবাদী করে তুলেছে অনেককেই৷ এঁদেরই একজন কথা সাহিত্যিক, সাংবাদিক আনিসুল হক৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘বিশ্বকাপে এবার চ্যাম্পিয়ন হওয়ার ‘চান্স' বেশি জার্মানি, আর্জেন্টিনা, স্পেন ও ব্রাজিলের৷ জার্মানি ও আর্জেন্টিনার ফাইনাল হতে পারে৷''

বলাবাহুল্য, জার্মান দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্কো রয়েস ইনজুরির কারণে মূল দল থেকে বাদ পড়েছেন৷ বিষয়টি নিয়ে চিন্তিত হক৷ তিনি লিখেছেন, ‘‘...কিন্তু জার্মানির এক নম্বর খেলোয়াড় ইনজুরড৷ মারকো রিয়ুস (উচ্চারণ ঠিক জানি না)৷ সেক্ষেত্রে ব্রাজিলের ফাইনালে খেলার চান্স বেশি৷ তাহলে কি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল৷ ওরা তো হেসে খেলে হেরে জিতে জার্সি বদল করবে৷ বাঙালি তো মারামারি করে নিজেরা অকারণে মরবে৷ কী যে হবে...৷''

সামহয়্যার ইন ব্লগে অনিরুদ্ধ ইসলামের লেখার শিরোনাম, ‘‘বিশ্বকাপ কিংবদন্তি: জার্ড মুলার (গের্ট ম্যুলার)৷'' প্রথম আলো অনলাইনে এই লেখক মাঝেমাঝে তাঁর লেখা ব্লগেও শেয়ার করেন৷ জার্মান ফুটবলের কিংবদন্তি গের্ট ম্যুলার সম্পর্কে তিনি আরো লিখেছেন, ‘‘বোম্বার নিজের সেরাটা উপহার দেন ১৯৭০-এর বিশ্বকাপে৷ মাত্র ৬ ম্যাচেই করে ফেলেন ১০ গোল, যার মধ্যে বুলগেরিয়া এবং পেরুর সাথে পর পর দুই ম্যাচে করেন দুটি দর্শনীয় হ্যাট্রিক৷''

এদিকে, বাংলাদেশের দর্জিরা এখন ব্যস্ত বিভিন্ন দেশের পতাকা বানাতে৷ সামহয়্যার ইন ব্লগে এ সংক্রান্ত কয়েকটি ছবি প্রকাশ করেছেন শাহ আজিজ৷ তিনি লিখেছেন, ‘‘চারিদিকে বিশ্বকাপের প্রিয় দলের পতাকা সেলাই বেশ জোরসে চলছে৷ যারা পতাকা ফেরি করে বেঁচে তাদের অর্ডার একদিকে চলছে৷ অন্যদিকে চলছে বিশাল পতাকা তৈরির অর্ডারি কাজ, এটাতে লাভ বেশি, পার্টি ভালোবেসে দু'টাকা বেশি দিচ্ছে৷''

ঢাকায় বাড়ির ছাদে উড়ছে বিভিন্ন দেশের পতাকাছবি: Munir Uz Zaman/AFP/Getty ImagesMUNIR UZ ZAMAN/AFP/Getty Images

আজিজ লিখেছেন, ‘‘রাস্তা ঘাটে প্রিয় দলের পতাকা উড়ছে৷ আর্জেন্টিনা আর ব্রাজিলের বেশি৷ এখনো জার্মানি দলের পতাকা দেখিনি, তবে আমি নিজে একটা লাগাব৷''

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ