জার্মান নাগরিকত্ব আইন: ৫০ হাজার তুর্কি আবেদন করতে পারেন
২০ জানুয়ারি ২০২৪জার্মানির তুর্কি সম্প্রদায়ের একজন প্রতিনিধি বলেছেন, সমস্ত আবেদনকারীদের প্রক্রিয়াকরণ সামলাতে ভালই ঝক্কি পোহাতে হবে কর্মকর্তাদের।
জার্মানির তুর্কি সম্প্রদায় বলেছে, দেশটির নাগরিকত্ব আইন সংস্কারের পর আগামী বছরগুলোয় তুরস্কে শিকড় রয়েছে এমন ব্যক্তিসহ প্রায় ৫০ হাজার জন 'ন্যাচারালইজেশন'-এর আবেদন করবে বলে আশা করা হচ্ছে।
জার্মানির সংস্থা গোকে সোফোউগলুর তুর্কি সম্প্রদায়ের প্রধান, মিডিয়া গ্রুপ রেডাকশনসনেটসৎভের্ক ডয়েচল্যান্ডকে বলেছেন, "আমি ধরে নিচ্ছি দীর্ঘমেয়াদে, জার্মানিতে থাকা তুর্কি বংশোদ্ভূত ১৫ লাখ নাগরিক যাদের এখনও জার্মান নাগরিকত্ব নেই, তারা দ্বৈত নাগরিকত্ব পাবে।"
শুক্রবার, জার্মান সংসদের নিম্নকক্ষ, বুন্দেস্টাগ, একটি আইন অনুমোদন করেছে। সরকার মনে করছে, এই আইনের মাধ্যমে দেশটি দক্ষ কর্মীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে৷ এতে কর্মী সংকট লাঘব হবে৷
সোফোউগলু বলেন, "নতুন আইনে যা বলা হয়েছে, সেই অনুযায়ী ন্যাচারালাইজেশনের জন্য আবেদনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাবে।"
তিনি আশঙ্কা করেছেন, জার্মান কর্তৃপক্ষকে সমস্ত আবেদন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে রীতিমতো সংগ্রাম করতে হবে। কারণ তারা ইতিমধ্যে 'ওভারহোয়েল্মড'।"
আপনিও জার্মানির মানুষ: শলৎস
জার্মানিতে তুর্কি অভিবাসনের প্রথম ঢেউ আছড়ে পড়ে ষাটের দশকে। তখন জার্মান কোম্পানিগুলো যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে সাহায্য করার জন্য বিদেশ থেকে কর্মী নিয়োগ করেছিল। বর্তমানে তুর্কি ঐতিহ্য রয়েছে, এমন অন্তত ৩০ লাখ মানুষ জার্মানিতে থাকেন। জার্মানির মোট জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি। জার্মানিতে ৩০ লাখ তুর্কি লোকের মধ্যে প্রায় ১৫ লাখ এখনো তুরস্কের নাগরিক।
শুক্রবার, চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, জার্মানি তাদের কাছে "প্রচুর পরিমাণে" ঋণী।
তার কথায়, "নতুন নাগরিকত্ব আইনের মাধ্যমে, আমরা তাদের সবাইকে বলতে চেয়েছি; যারা জার্মানিতে কয়েক দশক ধরে বসবাস করেছেন, কাজ করেছেন, যারা আমাদের আইন মেনে চলেন, যাদের বাড়ি এখানে, তারা সবাই জার্মানিরই মানুষ।"
জার্মান নাগরিকত্ব পাওয়ার উপায় সহজতর
জার্মানিতে বসবাসকারী প্রায় ১৪% মানুষ জার্মান নাগরিক নন৷ ২০২২ সালের একটা সমীক্ষায় দেখা গিয়েছে, "অভিবাসী শিকড় বা অভিবাসী ইতিহাস" সহ প্রায় একই সংখ্যক জার্মান নাগরিক রয়েছেন। অর্থাৎ তাদের 'ন্যাচারালাইজেশন' হয়েছে, বা কমপক্ষে একজন অভিবাসী বাবা-মা রয়েছে। ২০২২ সালে, এক লাখ ৬৮ হাজার ৫০০ জনকে জার্মান নাগরিকত্ব দেওয়া হয়। এটা ছিল রেকর্ডসংখ্যক নাগরিকত্ব।
এই রেকর্ড দ্রুত ভেঙে যেতে পারে, কারণ নতুন আইনের লক্ষ্য হলো, নতুন আইনের অধীনে জার্মানিতে পাঁচ বছর বসবাস করলেই বিদেশিরা জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, বর্তমান নিয়মে যা আট বছর৷ এমনকি ইন্টিগ্রেশন বা জার্মান সমাজে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ‘অসাধারণ যোগ্যতা' অর্জন করলে তিন বছরের মধ্যেই নাগরিকত্ব অর্জনের সুযোগ রাখা হয়েছে৷ অভিবাসী যে দেশেরই হন না কেন নতুন আইনে তিনি দ্বৈত পাসপোর্ট রাখার সুযোগ পাবেন, বর্তমানে যা সাধারণত ইইউর অন্য সদস্য দেশ ও সুইজারল্যান্ডের নাগরিকেরা পেয়ে থাকেন৷
আরকেসি/এআই (ডিপিএ, রয়টার্স, এপি)