1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ

২২ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতির কথা মনে রেখে নাগরিকদের আপাতত বাংলাদেশ ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রণালয়৷

রাজধানী ঢাকাতে সংঘর্ষের পরের পরিস্থিতি
পাঁচ শতাধিক মানুষকে এখন পর্যন্ত আটক করা হয়েছেছবি: REUTERS

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে রবিবার এক পোস্টে জানানো হয়, ‘‘দেশ (বাংলাদেশ) জুড়ে সহিংসতা-সংঘর্ষের কারণে কারফিউ জারি করা হয়েছে এবং মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে৷'' পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা মন্ত্রণালয়৷ সেখানে বলা হয়েছে, ‘‘আন্দোলন ও বিক্ষোভকে কেন্দ্র করে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে৷''

এছাড়া বাংলাদেশে অবস্থানরত জার্মানদের সংকটময় পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতেও বলা হয়েছে৷

এই রক্তপাতের দায় কার?

58:36

This browser does not support the video element.

কয়েকশ' মানুষ গ্রেপ্তার

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার তার নাগরিকদের সতর্ক করে দিয়ে বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে৷ এমনকি বাংলাদেশ থেকে মার্কিন কূটনীতিক এবং তাদের পরিবারকে দেশে ফিরিয়ে আনার ঘোষণাও দিয়েছে তারা৷

শুক্রবার বাংলাদেশে কারফিউ জারি করা হয়৷ সোমবার সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে পাঁচ শতাধিক মানুষকে এখন পর্যন্ত আটক করা হয়েছে৷ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ফারুক হোসেন সংবাদ সংস্থাটিকে জানান, কয়েকজন বিএনপি নেতাসহ অন্তত ৫৩২ জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে৷

এপিবি/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ