1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান নাগরিকরা ইসলামবিরোধী নয়

আব্দুল্লাহ আল-ফারূক২৬ সেপ্টেম্বর ২০০৮

প্রায় দশ লাখ জনসংখ্যা অধ্যুষিত কোলন শহর উদার ও খোলামেলা বলেই পরিচিত৷ শহরের অধিবাসীদের মধ্যে ৪১.৬ শতাংশ ক্যাথলিক৷ প্রটেস্টান্ট খ্রিস্টানদের হার ১৭.৫ শতাংশ৷

ইসলামীকরন বিরোধী সম্মেলন প্রতিহত করতে রাস্তায় নামে কোলনবাসীছবি: AP

মূলত তুরস্ক থেকে আগত অভিবাসী কর্মীদের কারণে শহরের মুসলিম জনসংখ্যা ১০ শতাংশের মত৷ আর ৩০ শতাংশের মধ্যে রয়েছে অন্য ধর্মের মানুষ এবং কোন ধর্মই পালন করেন না এমন মানুষ৷ দৈনন্দিন জীবনে কোলনের বাসিন্দারা খুবই হৈচৈপ্রিয়,আমুদে এবং বেশ উদার৷ অভিবাসীদের উপস্থিতির মধ্য দিয়ে শহরে গড়ে উঠেছে এক ধরনের বহু-সাংস্কৃতিক ঐতিহ্য৷ আর সে-ঐতিহ্য নিয়ে কোলনবাসীদের গর্বও আছে৷ সেই গর্বটাকেই তাঁরা ধরে রাখলেন সম্মিলিতভাবে৷

অবস্থা বেগতিক দেখে নিরাপদ দুরত্বে অবস্থান নিয়েছেন একজন ইসলামীকরনবিরোধী সম্মেলনে অংশ নিতে আসা এক ব্যক্তিছবি: AP

কোলনের এরেনফেল্ড এলাকায় বহু তুর্কীর বাস৷ ফলে সেখানে মিনারওলা একটা মসজিদ গড়ে তোলার প্রয়োজন অনুভব করছিল তুর্কী-ইসলামী ইউনিয়ন ডিটিব৷ নামাজ পড়ার জায়গা যে নেই তা নয়৷ কিন্তু সেগুলো ঠিক প্রথাগত মসজিদ নয়৷ এরেনফেল্ড এলাকায় ডিটিব-এর কেন্দ্রীয় মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়ে কোলনেরই প্রোক্যোয়েলন নামে একটি সংগঠন জল ঘোলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷ উগ্র দক্ষিণপন্থী ভাবধারার কিছু লোক এই আপাত-নিষ্পাপ সংগঠনের আড়ালে ইসলামবিরোধী মনোভাব উশকে দিতে চাচ্ছিল৷ তারা প্রচার চালাচ্ছিল যে, এই মসজিদ তৈরি হলে শহরে মুসলমানদের প্রভাব বৃদ্ধি পাবে৷ কিন্তু এই প্রচারণায় কোন কাজ হয় নি৷ কোলনের সাধারণ মানুষকে এই পরিকল্পিত মসজিদের বিরুদ্ধে আনা যায় নি৷

কোলনেরই বিখ্যাত স্থপতি পাউল ব্যোয়েম-এর মূল নকশার কিছু রদবদল করে তৈরি হবে ডিটিব-এর কেন্দ্রীয় মসজিদ৷ থাকবে তার ৫৫ মিটার উঁচু মিনার৷ পৌর প্রশাসন এই সংশোধিত নকশা অনুমোদন করেছে৷ শীর্ষ মেয়র ফ্রিত্‌স শ্রামা নিজ দল খ্রিস্টিয় গণতন্ত্রী ইউনিয়ন সিডিইউ-র বিরুদ্ধে গিয়ে মসজিদ নির্মাণের পক্ষ নিয়েছেন৷ পৌরসভার চূড়ান্ত অনুমোদনে নাখোশ প্রোক্যোয়েলন দল ইসলামীকরণ-এর ধুয়া তুলে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা নেয়৷ তাতে উপস্থিত হবার কথা ছিল ইউরোপের অন্যান্য দেশের কিছু উগ্র দক্ষিণপন্থী রাজনীতিকের৷ কিন্তু কোলনের সর্বস্তরের মানুষের প্রতিরোধের মধ্য দিয়ে বানচাল হয়ে যায় প্রোক্যোয়েলন-এর পরিকল্পিত সম্মেলন৷ বাস কোম্পানি এই উগ্র দক্ষিণপন্থী মানুষগুলোকে বাসে তোলে নি৷ হোটেলে তারা জায়গা পায় নি৷ কোলনের ট্যাক্সিচালকরা তাদের কোথাও নিয়ে যেতে অস্বীকার করে৷ বামপন্থী ইসটাবলিশমেন্ট-বিরোধী তরুণরা কিছু গোলযোগ ঘটায়৷ তবে পুলিশ তাদের মোকাবিলায় কড়া ব্যবস্থা নেয়৷

ইসলামীকরন বিরোধী সম্মেলন রুখতে সাধারন নাগরিকদের মানববন্ধনছবি: AP

সমাবেশের বিরোধিতা করতে ৩০ থেকে ৪০ হাজার মানুষ শহরের নানা জায়গায় বিক্ষোভ করেছেন৷ এরকম একটি জমায়েতে জনৈক বক্তা বলেন, আমাদের শহরে ইউরোপের উগ্র দক্ষিণপন্থীদের এই সমাবেশ প্রতিহত করতে আমরা খ্রিস্টান, সমাজতন্ত্রী, মুসলিম, ইহুদী, শ্রমিক ইউনিয়নকর্মী, গণতন্ত্রী - কোলনের সর্ব স্তরের মানুষ এই চত্বরে সমবেত হয়েছি৷

শীর্ষ মেয়র ফ্রিত্‌স শ্রামা কোলনের জগদ্বিখ্যাত গির্জার চত্বরে প্রতিবাদী এক সমাবেশ-এর ডাক দিয়েছিলেন৷ তিনি জোর দিয়ে বলেন, এই ব্রাউনিদের জন্য আমাদের শহরে কোন স্থান নেই৷

গানে বক্তৃতায় শ্লোগানে মুখরিত হয়ে ওঠে কোলন৷

যে জায়গায় মসজিদ হবার কথা , সেখানে বহু মানুষ মানববন্ধন করেছেন, যাতে উগ্র দক্ষিণপন্থীরা সেখানে পৌঁছাতে না পারে৷ তুর্কী-ইসলামী সংগঠন ডিটিব কোলনে এই সামাজিক সংহতির প্রকাশের জন্য কোলনবাসীদের ধন্যবাদ জানিয়েছেন৷ ডিটিব মনে করে, মসজিদ নির্মাণ প্রকল্পের জন্য এটা এক সুস্পষ্ট ইতিবাচক সংকেত৷ কোলনের প্রটেস্ট্যান্ট গির্জা শহরের পুরনো এলাকায় শান্তিপ্রার্থনার আমন্ত্রণ জানিয়েছিল৷ গির্জা কর্তৃপক্ষ বলেছে, হাজার হাজার নাগরিকের প্রতিবাদ সংহতির এক দারুণ সংকেতই তুলে ধরে৷ শুধু তাই নয় আরব দুনিয়ার মুসলমানদের মধ্যেও তার ইতিবাচক প্রতিক্রিয়া অনুভূত হয়েছে৷ তারা বুঝতে পারছে, এখানকার মানুষ ইসলামবিরোধী নয় মোটেও৷ দূর হচ্ছে পরস্পর সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ