মার্কিন নির্বাচনে সোশ্যাল বটস থেকে পাঠানো ‘ফেক নিউজ' ডোনাল্ড ট্রাম্পকে জিততে সাহায্য করেছে বলে শোনা গেছে৷ আগামী বছর জার্মান নির্বাচনেও তা ঘটতে পারে বলে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও আশঙ্কা করছেন৷
বিজ্ঞাপন
ম্যার্কেল তাঁর খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের কার্যনির্বাহী পরিষদকে এই বিপদ সম্পর্কে অবহিত করার জন্য একজন ডাটা ও সফ্টওয়্যার বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছেন৷ প্রফেসর জিমন হেগেলিশ মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পলিটিক্যাল ডাটা সায়েন্স বিষয়ের অধ্যাপক৷ সিডিইউ দলের নির্বাহী কমিটিকে তিনি সোশ্যাল বটস ও তার ব্যবহার সম্পর্কে জানাবেন৷
এই নতুন ধরনের সফ্টওয়্যার সবে দেখা দিতে শুরু করেছে৷ ‘সোশ্যাল বট' মানে সোস্যাল রোবট, যারা মানুষের আচরণ অনুকরণ করে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে মেসেজ দিতে বা অন্যের পোস্ট লাইক করতে পারে৷ সোশ্যাল বটস ব্যবহার করে ভুল খবর ছড়ানো যায় বা রাজনৈতিক বিভ্রান্তির সৃষ্টি করা যায়৷
সত্যের অপলাপ
জিমন হেগেনিশের বক্তব্য হলো, এই নতুন প্রযুক্তি প্রথাগত জার্মান রাজনৈতিক দলগুলির বিরুদ্ধেও প্রয়োগ করা সম্ভব৷ এবং তাঁর বক্তব্য হলো, খবর, তা ঠিক হোক বা ভুল, তা মানুষের মত বদলানোর ক্ষমতা রাখে৷ এ বিষয়ে হেগেলিশ গত বৃহস্পতিবার জার্মান জেডডিএফ টেলিভিশনকে বলেছেন, বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর ‘সোশ্যাল বট'-দের প্রভাব এখনও পুরোপুরি গবেষণা করে দেখা হয়নি৷
জার্মান রাজনৈতিক মহল, বিশেষ করে একাধিক মন্ত্রীর দুশ্চিন্তা হলো এই যে, পপুলিস্ট বা লোক-খেপানো এএফডি দল সোশ্যাল বটসের ব্যবহার থেকে লাভবান হতে পারে - যদি এএফডি দল তা সরাসরি ব্যবহার না-ও করে৷ কিছু বিশেষজ্ঞের আবার বিশ্বাস যে, জার্মানির বাইরে থেকে ম্যার্কেল ও তাঁর মিত্রদের দুর্বল করার চেষ্টা চলতে পারে৷ মার্কিন ও জার্মান গুপ্তচর সংস্থাগুলি উভয় দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে রাশিয়ার হস্তক্ষেপের সম্ভাব্য প্রচেষ্টার কথা বলেছে৷ অপরদিকে সব জার্মান রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা নির্বাচনের ফলাফল প্রভাবিত করার জন্য সোশ্যাল বট ব্যবহার করবে না৷
সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ?
গত রবিবার ম্যার্কেল ঘোষণা করেন যে, তিনি চ্যান্সেলর হিসেবে একটি চতুর্থ কর্মকালের জন্য দাঁড়াচ্ছেন৷ এর তিন দিন পরে সংসদে প্রদত্ত একটি ভাষণে তিনি ফেক নিউজ, বটস, ট্রলস প্রভৃতি কিভাবে জনমত প্রভাবিত করে, সে বিষয়ে বিতর্কের দাবি জানান৷ ‘‘আমাদের এই ব্যাপারটার মোকাবিলা করতে হবে; প্রয়োজনে তা নিয়ন্ত্রণ করতে হবে,'' বলেন ম্যার্কেল৷ এই প্রসঙ্গে ম্যার্কেল সোশ্যাল নেটওয়ার্কগুলির জন্য একটি নীতিমালা বা আচরণবিধির কথা বলেন৷
এসি/এসিবিন (রয়টার্স, ইপিডি)
তথ্য গোপন রাখার সাতটি সহজ উপায়
আধুনিক প্রযুক্তির কারণে মানুষের সুযোগ-সুবিধা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে তথ্য চুরির ঘটনা৷ ফোর্বস জানাচ্ছে কোন সাতটি উপায়ে আপনি খুব সহজেই ব্যক্তিগত তথ্য রক্ষা করতে পারেন৷
ছবি: Fotolia/davidevison
পাসওয়ার্ড নিজের কাছে রাখুন
কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটের পাসওয়ার্ড যেন কখনই এক না হয়৷ আর ব্যাংক কার্ড-এর সঙ্গে যেন এই পাসওয়ার্ডের মিল না থাকে৷ এছাড়া কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটে কোনো পাসওয়ার্ড লিখে রাখবেন না৷ এর ফলে আপনার তথ্য চুরির সম্ভাবনা অনেক বেড়ে যায়৷ বাড়ির বাইরে গেলে এগুলি ‘লক’ করে যাবেন৷
ছবি: Sergey Nivens - Fotolia.com
নামে ‘গুগল অ্যালার্ট’ ব্যবহার করুন
এটা খুব সহজ পন্থা, আপনি যদি দেখতে চান ইন্টারনেটে আপনার সম্পর্কে সবাই কী বলছে৷ সোজা এই ঠিকানায় যান – http://www.google.com/alerts এবং আপনার নাম লিখুন৷ তারপর আপনার নামের বিভিন্ন ধরন লিখে, তার আগে ও পরে ‘কোটেশন মার্ক’ জুড়ে দিন৷
ছবি: picture-alliance/dpa/O. Berg
ব্যবহারের পর লক্ষ্য রাখা
আপনি যদি অন্য কারো কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করেন, তবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখা প্রয়োজন৷ আপনার পর যিনি সেটা ব্যবহার করবেন, তিনি যাতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে – সেটা খেয়াল রাখুন৷ আপনি যদি এটা করতে ভুলে যান, তাহলে ফলাফল ভয়াবহ হতে পারে৷
ছবি: AFP/Getty Images
ফোন, ই-মেল বা জিপ কোড ব্যবহার করতে না দেয়া
অচেনা কোনো মানুষ এই নম্বরগুলো জানতে চাইলে, আপনারা দেবেন না৷ দেখা যায় কোনো অফিস তাঁর কর্মীর কাছ থেকে এ সব তথ্য চাইলে, অনেকেই সেচ্ছ্বায় তা দিয়ে দেয়৷ বহু অফিস এ নিয়ে একটি প্রোফাইল তৈরি করে৷ আপনার কিন্তু এ সব তথ্য না দেয়ার অধিকার আছে৷ তাই আপনি যদি এতে স্বাচ্ছ্বন্দ্যবোধ না করেন, তবে দেবেন না৷
ছবি: picture-alliance/ZB
কার্ড নয় ক্যাশ
আপনি যদি চান আপনি যে পণ্যটি কিনছেন, সেই কোম্পানি আপনারা পরিচয় না জানুক, তবে নগদ অর্থে জিনিস কিনুন৷
ছবি: AP
ফেসবুকে নিরাপত্তার জন্য ‘ফ্রেন্ডস’ ব্যবহার করুন
ফেসবুকে সবসময় ‘সিকিউরিটি’ বা নিরাপত্তা পরীক্ষা করুন৷ পোস্ট করার পর লক্ষ্য রাখুন আপনি আপনার ছবি বা মন্তব্য ‘ফ্রেন্ডস’ করে রেখেছেন, নাকি ‘পাবলিক’ করেছেন৷ আপনি যদি ‘স্পেশ্যাল’ নির্বাচন করেন এবং ঠিক করে দেন কে কে আপনার পোস্ট দেখতে পাবে, তবে সেটা আপনার তথ্য নিরাপত্তার জন্য তুলনামূলকভাবে ভালো৷
ছবি: picture-alliance/dpa/T. Bozoglu
‘হিস্ট্রি’ এবং ‘কুকিস’ মুছে ফেলুন
আপনি সবশেষ কবে এটা করেছেন? আপনি যদি নিশ্চিত না হন, ব্রাউজারে গিয়ে এটা পরিবর্তন করুন৷ ব্রাউজারের ‘প্রাইভেসি সেটিংস’-এ যান, সেখানে ‘নেভার রিমেমবার হিস্ট্রি’ নির্বাচন করুন৷ এর ফলে ইন্টারনেটে আপনাকে ‘ট্র্যাক’ করাটা হ্যাকারদের জন্য কঠিন হবে৷ এছাড়া আপনি ‘অ্যাড অন’-ও ব্যবহার করতে পারেন৷