1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যান্সেলর প্রার্থী পরিচিতি: আনালেনা বেয়ারবক

২২ সেপ্টেম্বর ২০২১

গত এপ্রিলে সবুজ দলের ইতিহাসে প্রথমবারের মতো একজন চ্যান্সেলর প্রার্থীর নাম ঘোষণা করা হয়৷ তিনি আনালেনা বেয়ারবক৷ বর্তমানে দলটির দুজন শীর্ষ নেতার একজন তিনি৷

Deutschland Berlin | Wahlparteitag der Grünen | Annalena Baerbock
ছবি: Michele Tantussi/REUTERS

২০১৮ সালে বেয়ারবক সবুজ দলের অন্যতম শীর্ষ নেতা নির্বাচিত হন৷ দলের আরেক শীর্ষ নেতা হলেন রোব্যার্ট হাবেক৷

হাবেক-বেয়ারবক জুটি দলের হাল ধরার পর ইউরোপীয় ও জার্মানির রাজ্য নির্বাচনগুলো সবুজ দল ভালো সফলতা দেখিয়েছে৷ এমনকি এপ্রিলের শেষ সপ্তাহের জরিপে সবুজ দলের অবস্থান জার্মানির অন্য সব দলের উপরে ছিল৷ যদিও মঙ্গলবার প্রকাশিত সবশেষ জরিপে সবুজ দলের অবস্থান তিন নম্বরে (১৭ শতাংশ)৷ সবার উপরে আছে সামাজিক গণতন্ত্রী এসপিডি (২৫ শতাংশ)৷ এর পরে আছে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ (২২ শতাংশ)৷

আগামী রোববার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর যে সরকার গঠিত হবে সেখানে সবুজ দল থাকতে পারে৷

চ্যান্সেলর প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর কিছু ব্যক্তিগত আক্রমণের শিকার হন বেয়ারবক৷ যেমন তার আনুষ্ঠানিক জীবনবৃত্তান্তে ছোট কিছু ভুল থাকার অভিযোগ আনা হয়৷ ক্রিসমাস বোনাসের উপর কর প্রদানে দেরি করার অভিযোগও উঠেছিল৷ এছাড়া তার নতুন বইয়ের কিছু অংশ নকল করা এবং এক সাক্ষাৎকারে তিনি বর্ণবাদী শব্দ ব্যবহার করেছিলেন বলেও বেয়ারবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে৷ এই সব ব্যাপারেই তিনি দ্রুত ক্ষমা চেয়েছিলেন৷ কিন্তু তারপরও বেয়ারবকের রেটিং পড়তির দিকে চলে যায়৷

ছবি: Kay Nietfeld/dpa/picture alliance

বেয়ারবকের ব্যক্তি পরিচয়

৪০ বছর বয়সি বেয়ারবক লোয়ার সাক্সোনি রাজ্যে জন্মগ্রহণ করেন৷ তবে পরিবারসহ প্রায় আট বছর ধরে তিনি ব্রান্ডেনবুর্গ রাজ্যের পটসডাম শহরে বাস করছেন৷ এবারের নির্বাচনে তিনি সেখান থেকেই প্রার্থী হয়েছেন৷ একই আসনে প্রার্থী হয়েছেন এসপিডি দলের চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস৷

জার্মানির জাতীয় ট্র্যামপোলিন জিমন্যাস্টিকসে তৃতীয় হয়েছিলেন বেয়ারবক৷ ১৬ বছর বয়সে তিনি একবছরের জন্য যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলেন৷ এরপর জার্মানির হানোফারে আইন পড়ে লন্ডন স্কুল অফ ইকোনোমিকসে গিয়ে আন্তর্জাতিক আইন পড়েছেন৷

বেয়ারবকের অঙ্গীকার

বর্তমান পরিকল্পনা অনুযায়ী জার্মানি ২০৩৮ সালের মধ্যে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করতে চায়৷ তবে বেয়ারবক তার আগেই সেটা করতে চান৷ এছাড়া জার্মানির বিশ্বখ্যাত অটোবানে গাড়ি চলাচলের গতিসীমা ঘণ্টায় ১৩০ কিলোমিটারে নির্দিষ্ট করতে চান তিনি৷ জার্মানির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোরও বিপক্ষে বেয়ারবক৷

ছবি: Michael Kappeler/dpa/picture alliance

ইয়েন্স টোমাস থুরাও/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ