1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান নির্বাচন: বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ/সিএসইউ

২৩ ফেব্রুয়ারি ২০২৫

জার্মান নির্বাচনে শেষ হলো ভোটগ্রহণ৷ বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে এগিয়ে আছে রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ৷ দ্বিতীয় অবস্থানে আছে কট্টর ডানপন্থি দল এএফডি৷ আর তৃৃতীয় অবস্থানে এসপিডি৷

সিডিইউ/সিএসইউ প্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস
বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, সিডিইউ/সিএসইউ প্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস হতে পারেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর৷ছবি: Sascha Schuermann/AFP/Getty Images

 

জার্মান পার্লামেন্ট নির্বাচনে শেষ হলো ভোটগ্রহণ৷ স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোট৷ একটানা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ এখন চলছে গণনা৷ ধারণা করা হচ্ছে, আগামীকাল সকাল নাগাদ শেষ হবে পূর্ণ ভোট গণনা৷

তবে বুথ ফেরত জরিপ থেকে নির্বাচনের ফল সম্পর্কে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে৷ এতে দেখা গেছে, রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ ২৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে৷ দ্বিতীয় অবস্থানে আছে কট্টর ডানপন্থি দল এএফডি৷ তারা পেয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ ভোট৷

বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন এসপিডি রয়েছে তৃতীয় অবস্থানে৷ এই দলটিকে ভোট দিয়েছে ১৬ শতাংশ জার্মান৷

সিডিইউ/সিএসইউ প্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস হতে পারেন জার্মানির পরবর্তী চ্যান্সেলর৷ তারা হয়তো এসপিডি বা গ্রিনের সঙ্গে জোট করে সরকার গঠন করবে৷

কিন্তু এএফডি-এর কট্টর অবস্থানের কারণে তাদের এড়িয়ে চলছে সবকটি রাজনৈতিক দল৷ তাই জোট সরকারে দলটিকে দেখা না যাওয়ার সম্ভাবনা প্রবল৷ 

এবারের পার্লামেন্ট নির্বাচনে মোট ভোটার প্রায় ছয় কোটি৷ এবারের নির্বাচনে ৮৩-৮৪ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে৷ জার্মানির সাম্প্রতিক জাতীয় নির্বাচনে এটি রেকর্ড৷

গত নভেম্বেরে এসপিডির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে৷ জনমত জরিপে এগিয়ে আছে রক্ষণশীল দল সিডিইউ৷

টিএম/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ