1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোট দেয়ার আহ্বান শলৎসের, ভালোকিছুর প্রত্যাশায় ম্যার্ৎস

২৩ ফেব্রুয়ারি ২০২৫

জার্মানিতে চলছে ভোটগ্রহণ৷ এর মধ্য দিয়ে আগামী দিনের সরকার নির্ধারণ করবে দেশটির নাগরিকেরা৷ ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্টসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শীর্ষপ্রার্থীরা৷

জার্মানির নির্বাচনে ভোট দিচ্ছেন এক ভোটার৷
জার্মান নির্বাচনে বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং সিডিইউ/সিএসইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে৷ছবি: Daniel Karmann/dpa/picture alliance

এবারের পার্লামেন্ট নির্বাচনে মোট ভোটার প্রায় ছয় কোটি৷ আগামী চার বছরের জন্য পার্লামেন্টের প্রতিনিধি নির্বাচন করবেন তারা৷

গত নভেম্বেরে এসপিডির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে৷ জনমত জরিপে এগিয়ে আছে রক্ষণশীল দল সিডিইউ৷

বার্লিনে ভোট দিয়েছেন প্রেসিডেন্ট

জার্মানির সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার৷ ভোটগ্রহণ শুরুর ঠিক একঘণ্টা পর রাজধানী বার্লিনের সেলেনডর্ফে একটি কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি৷

জার্মান প্রেসিডেন্ট বলেছেন, প্রত্যেক নাগরিকের উচিত ভোট দিয়ে নিজ অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা৷ছবি: Bernd von Jutrczenka/dpa/picture alliance

ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত সব কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট৷ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রত্যেক নাগরিকের উচিত ভোট দিয়ে নিজ অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা৷

তিনি আরো বলেছেন, ভোট দেয়ার সময় অবশ্যই মাথায় রাখা উচিত, আপনার ভোটই হতে পারে নির্ণায়ক৷

পসটডামে ভোট দিলেন চ্যান্সেলর শলৎস

মধ্য বামপন্থি রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটস (এসপিডি)-এর চ্যান্সেলর প্রার্থী এবং বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ভোট দিয়েছেন৷ বার্লিনের ঠিক বাইরের ব্রান্ডেনবুর্গের পটসডামের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি৷

দেশের জনগণকে ভোটকেন্দ্রে এসে নিজের সিদ্ধান্ত জানানোর আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস৷ছবি: Ralf Hirschberger/AFP/Getty Images

ভোট দেয়ার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট দিয়েছেন তিনি৷ ভিডিও বার্তায় দেশের জনগণের উদ্দেশে বলেছেন, ‘‘ভোটকেন্দ্রে আসুন এবং আপনার সিদ্ধান্ত জানান৷''

২০২১ সালে গ্রিন পার্টি ও এফডিপিকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করেছিলেন ৬৬ বছর বয়সি শলৎস৷ কিন্তু গত বছরের নভেম্বরে ভেঙে যায় জোটটি৷ অর্থনৈতিক সংস্কার ইস্যুতেই মূলত দূরত্ব বাড়ে শরিক দলগুলোর মধ্যে৷ এর জের ধরে অর্থমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বহিস্কার করেন শলৎস৷ তারই ধারাবাহিকতায় আজ জার্মানিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷

আর্নসবের্গে ভোট দিলেন ম্যার্ৎস

জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার পশ্চিমের আর্নসবের্গে ভোট দিয়েছেন এবারের নির্বাচনে আলোচিত চ্যান্সেলর প্রার্থী ও সিডিইউ/সিএসইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস৷

জার্মান নির্বাচনে জনমত জরিপে এগিয়ে রয়েছে ফ্রিডরিশ ম্যার্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল সিডিইউ/সিএসইউ৷ছবি: Oliver Berg/dpa/picture alliance

তার প্রতিদ্বন্দ্বী ওলাফ শলৎস ভোট দেয়ার কয়েক মিনিটের মধ্যেই ভোট দিয়েছেন ম্যার্ৎস৷ ভোটকেন্দ্রে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘ভালোকিছুই হবে৷''

২০২১ সালে অ্যাঙ্গেলা ম্যার্কেল সরে দাঁড়ালে সিডিইউ-এর দায়িত্ব নেন ৬৯ বছর বয়সি ম্যার্ৎস৷ নির্বাচনে সম্ভাব্য বিজয়ী হিসাবে জনমত জরিপে এগিয়ে আছেন তিনি৷ নির্বাচনি প্রচারে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ করার উপর বেশি জোর দিয়েছেন রক্ষণশীল এই নেতা৷

নুরেমবের্গ ভোট দিলেন সিডিইউ নেতা স্যোডার

বাভারিয়ান রাজ্যপ্রধান এবং সিএসইউ নেতা মার্কুস স্যোডার ভোট দিয়েছেন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর নুরেমবের্গে৷ নির্বাচনের ফল নিয়ে ‘দারুণ আত্মবিশ্বাসী' এই রাজনীতিবিদ৷

জার্মানির নুরেমবের্গ শহরের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন সিএসইউ নেতা ও বাভারিয়ার রাজ্যপ্রধান মার্কুস স্যোডার৷ছবি: Angelika Warmuth/REUTERS

তিনি বলেন, ‘‘আমি আশাকরি, অবশেষে আমাদের দেশ একটি সরকার পেতে যাচ্ছে, যার মাধ্যমে বাস্তবিক পরিবর্তনগুলো করা সম্ভব হবে এবং দেশ আর পুরানো নিয়মে চলবে না৷''

মার্কুস স্যোডারের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন রক্ষণশীল সিডিইউ-এর বাভারিয়ান সহযোগী দল৷

জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ৷ এরপরই শুরু হবে গণনা৷ বুথফেরত জনমত জরিপে ভোটের ফল কেমন হতে পারে তার একটি চিত্র হয়তো খুব তাড়াতাড়ি পাওয়া যাবে৷ তবেসব কেন্দ্রের ভোট গণনাশেষ হতে সোমবার সকাল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

টিএম/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ