1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে যুক্তরাষ্ট্রের অসন্তোষ

২১ জুন ২০১৬

ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার পূর্ব ইউরোপে ন্যাটোর ‘অস্ত্রের ঝনঝনানি''-র সমালোচনা করার পর ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনব্যার্গ ও মার্কিন নৌবাহিনীর একাধিক কর্মকর্তা তার বিরোধিতা করেছেন৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার
ছবি: picture alliance/AP Photo/H. Pustina

তাঁদের মতে, রাশিয়ার পশ্চিম সীমান্তে বর্ধিত সামরিক মহড়াকে ‘‘অস্ত্রের ঝঞ্ঝনা'', অর্থাৎ শক্তিমত্তা বা বলপ্রদর্শন বলা চলে না৷ এটা স্টাইনমায়ারের মন্তব্যের পরোক্ষ নিন্দা বলে গণ্য হতে পারে৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার শনিবার জার্মানির জনপ্রিয় ট্যাবলয়েড ‘বিল্ড' পত্রিকার একটি সাক্ষাৎকারে বলেন যে, পূর্ব ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর যৌথ সামরিক মহড়া কূটনীতি ও সংলাপের জন্য ক্ষতিকর হবে ও রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়াবে৷

‘‘আমাদের এখন যেটা করা উচিৎ নয়, সেটা হলো সশব্দে অস্ত্রের ঝঞ্ঝনা আর যুদ্ধং দেহি ধ্বনি দেওয়া,'' বিল্ড পত্রিকাকে বলেন স্টাইনমায়ার৷ ‘‘জোটের পূর্ব সীমান্তে প্রতীকী সাঁজোয়া কুচকাওয়াজ আরো বেশি নিরাপত্তা আনবে বলে যারা মনে করেন, তারা ভুল করছেন৷''

স্টাইনমায়ার রাশিয়ার সঙ্গে আলাপ-আলোচনা ও কূটনৈতিক পন্থা অবলম্বনের ডাক দেন৷ তিনি বলেন যে, ‘‘এই পরিস্থিতিতে শুধু সামরিক পন্থার উপর জোর দেওয়া এবং নিরোধক নীতিতে সমাধান খোঁজা'' চরম ভুল হবে৷ তবে স্টাইনমায়ার স্বীকার করেন যে, ইউক্রেনে রাশিয়ার কার্যকলাপ ‘‘আমাদের পুবের প্রতিবেশিদের মধ্যে এমন একটি অনুভূতির সৃষ্টি করেছে'', যাকে গুরুত্ব দেওয়া আবশ্যক৷

পোল্যান্ডে ন্যাটোর দু'সপ্তাহব্যাপী সামরিক মহড়ায় জার্মানিসহ ন্যাটোর বিশটির বেশি সদস্যদেশ ও সহযোগী দেশের ৩১ হাজার সৈন্য সংশ্লিষ্ট ছিল৷ মহড়ার উদ্দেশ্য ছিল, পোল্যান্ড ও সেই সঙ্গে তিন ন্যাটো দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া আর এস্টোনিয়াকে আশ্বস্ত করা যে, তাদের ক্ষেত্রে ২০১৪ সালে ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশের মতো কোনো ঘটনা ঘটা সম্ভব নয়৷

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ'তে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোর একটি শীর্ষবৈঠক অনুষ্ঠিত হতে চলেছে৷ ন্যাটোর চারটি নতুন ভ্রাম্যমান ব্রিগেড সৃষ্টির পরিকল্পনা সেই বৈঠকে অনুমোদিত হবে বলে ধারণা করা হচ্ছে৷ প্রতিটি ব্রিগেডে থাকবে প্রায় ১ হাজার সৈন্য৷ এই ব্রিগেডগুলি পোল্যান্ড ও বালটিক দেশগুলিতে রুশ আগ্রাসন নিরোধক হিসেবে কাজ করবে, বলে প্রত্যাশা করা হচ্ছে৷

জার্মানিও এই ভ্রাম্যমান বাহিনীতে সৈন্য পাঠাবে৷ জার্মানির উদ্দেশ্য রাশিয়াকে প্ররোচিত করা অথবা মুক্ত আলাপ-আলোচনাকে বিপন্ন করা নয় - বলেছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ রাশিয়া কিন্তু তার সীমান্তে সামরিক মহড়া ও সৈন্যনিয়োগকে বৈরিসুলভ পদক্ষেপ বলে গণ্য করছে৷

ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনব্যার্গ স্টাইনমায়ারের নাম উল্লেখ না করে সোমবার বলেন যে, ন্যাটো জোট মস্কোর সঙ্গে উত্তেজনাবৃদ্ধি এড়ানোর চেষ্টা করছে, কিন্তু রাশিয়ার কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমান ব্রিগেড নিয়োগ ও মহড়াগুলির প্রয়োজন ছিল৷ মার্কিন নৌ কর্মকর্তাদের মতে পূর্ব ইউরোপে ন্যাটোর মহড়ার লক্ষ্য হলো প্রশিক্ষণ ও রাশিয়ার আগ্রাসী সম্প্রসারণ রোধ করা৷ এই প্রসঙ্গে ‘‘(আগ্রাসন) নিরোধ ও আশ্বাস (প্রদান)''-এর কথা বলেন মার্কিন নৌসচিব রে মেবুস৷

এসি/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ