1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পুনরেকত্রীকরণের বিশতম বার্ষিকী উৎসব শুরু হল

২ অক্টোবর ২০১০

এটি যে একটি উৎসবের উপলক্ষ্য, সে বিষয়ে কারো সন্দেহ না থাকলেও, পুনরেকত্রীকরণের ধারা, গতিবেগ এবং পূর্ণাঙ্গতা নিয়ে জার্মানিতে ঠিক বিতর্ক না হলেও, এক ধরণের প্রকাশ্য আলোচনা কোনোকালেই বন্ধ হয়নি৷

জার্মান পুনরেকত্রীকরণের বিশতম বার্ষিকী কাল

মূল কেন্দ্রীয় অনুষ্ঠানটি এবার উত্তরের ব্রেমেন শহরে৷ শুক্রবার রাত্রেই সেখানে পূর্ব জার্মানির জনপ্রিয় ‘কারাট' সঙ্গীত গোষ্ঠীর একটি জলসা দিয়ে উৎসব শুরু হয়৷ পূর্ব জার্মানি বলতেই বামদল৷ সেই বামদলের দুই সভাপতি ক্লাউস এর্নস্ট এবং গেজিনে লোয়েৎস শনিবার বার্লিনে বলেছেন: ‘‘পুনরেকত্রীকরণের বিশ বছর পরেও জার্মানির ঐক্য পূর্ণাঙ্গ কিংবা সম্পন্ন হয়নি৷''

অপরদিকে ইউরোপীয় সংসদে বাম গোষ্ঠীর সভাপতি লোথার বিস্কি কিন্তু শনিবার সকালেই জার্মান বেতারে বলেছেন: ‘‘জার্মান পুনরেকত্রীকরণের জন্য কৃতজ্ঞ হওয়া চলে৷ স্বভাবতই পুরোপুরি সন্তুষ্ট হওয়া সম্ভব নয়, কিন্তু জার্মান ঐক্য যে সম্ভব হয়েছে, সেটা শুভ৷... এবং এর একটি বিরাট লাভ আছে, যা আমি মাঝেমধ্যে কমরেডদের বলে থাকি: (একীকৃত জার্মানিতে) নিজের মতামত প্রকাশ করা চলে, সরকারের সমালোচনা করা চলে৷ সেজন্য কাউকে গ্রেপ্তার হতে হয় না৷ সেটাই অনেক৷''

পুনরেকত্রীকরণের জন্য হেলমুট কোল'এর নাম ইতিহাসে লেখা রয়েছেছবি: AP

জার্মান পুনরেকত্রীকরণের তথা ঐক্যের চ্যান্সেলর হিসেবে হেলমুট কোল'এর নাম আজ ইতিহাসে লেখা৷ তাঁর খ্রীস্টিয় গণতন্ত্রী দল শুক্রবার একটি সংবর্ধনা সভায় ঠিক সেকথাই স্মরণ করে৷ তাঁরই দলের চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন: ‘‘ঈশ্বরকে ধন্যবাদ যে দ্রষ্টা এবং বাস্তববাদীরা আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করেছেন - যারা দ্বিধাগ্রস্ত, যাদের সাহসের অভাব, তারা নয়৷''

অপরদিকে বর্তমান অর্থমন্ত্রী ভোলফগাং শয়েবলে স্মরণ করেছেন পোল্যান্ড এবং মস্কো থেকে প্রাপ্ত সাহায্যের কথা৷ গোটা স্বাধীনতা আন্দোলনের সূচনা ঘটে ডানজিগে, বলেন তিনি৷ সেভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভের ভূমিকা ছাড়া শান্তিপূর্ণভাবে পুনরেকত্রীকরণ সম্ভব ছিল না৷ এমনকি শয়েবলে এ'ও বলেন যে, ‘‘একটি নতুন বিশ্বযুদ্ধ ছাড়া যে পুনরেকত্রীকরণ সম্ভব হয়েছে, তা'তে বহু মানুষের অবদান ছিল৷'' অপরদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট ব্রনিস্লাভ কমোরভস্কি'ও পুনরেকত্রীকরণের বিশতম বার্ষিকী উপলক্ষে জার্মানদের অভিনন্দন জানিয়ে লিখেছেন: ‘‘এটা আমাদের যৌথ উৎসবের দিন!''

শুধু সে আমলের পররাষ্ট্রমন্ত্রী হান্স-ডিট্রিশ গেনশার তেসরা অক্টোবরের পরিবর্তে ৯ই অক্টোবরকে পুনরেকত্রীকরণের দিন করলে ভালো হতো বলে মনে করেন৷ কেননা লাইপজিগের যে স্বাধীনতা মিছিলে সব কিছু নির্ধারিত হয়, তার তারিখ ছিল ৯ই অক্টোবর৷ - আর জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ স্মরণ করিয়ে দিয়েছেন, বিগত বিশ বছরে জার্মানিতে, বিশেষ করে জার্মানির পূর্বাঞ্চলে, কি বিপুল পরিবর্তন এসেছে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ