1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পুলিশের সহায়তায় বিয়ে ঠেকালেন এক বাংলাদেশি তরুণী

Debarati Guha৫ ডিসেম্বর ২০১৪

ঘটনাটা ঘটে রাজধানী বার্লিনের একটি এয়ারপোর্টে৷ ১৯ বছর বয়সি এক তরুণী হঠাৎ পুলিশের কাছে গিয়ে দাবি করেন, তাঁকে বাংলাদেশে নিয়ে জোর করে বিয়ে দেয়া হবে৷ এমন একজনের সঙ্গে বিয়ে যাঁকে তিনি চেনেন না৷

Symbolbild Kindesmissbrauch häusliche Gewalt
প্রতীকী ছবিছবি: Fotolia/Gerhard Seybert

জার্মান পুলিশ দ্রুতই সহায়তায় এগিয়ে এসেছে৷ তরুণীকে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে৷ তাঁর বাংলাদেশ যাত্রা বাতিল হয়ে যায় তখনই৷ জার্মান পত্রিকা ‘টাগেস স্পিগেল' এই সংবাদ প্রকাশ করেছে বৃহস্পতিবার৷

একই দিনে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত একটি খবরও টুইটারে আলোড়ন তুলেছে৷ রূপগঞ্জে ১৪ বছর বয়সি এক কিশোরী স্থানীয় প্রশাসনের সহায়তায় নিজের বিয়ে ঠেকিয়েছেন৷ জোর করে ৩০ বছর বয়সি এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল তাঁকে৷

প্রসঙ্গত, বাংলাদেশে বাল্যবিবাহ নিয়ে গত কয়েকমাস ধরে আলোচনা চলছে৷ সরকার সম্প্রতি মেয়েদের বিয়ের বয়স কমানোর পরিকল্পনা করেছিল৷ উদ্দেশ্য এভাবে বাল্যবিবাহের হার কমানো৷ কিন্তু ব্যাপক প্রতিবাদের মুখে সরকার সেই পরিকল্পনা থেকে সরে আসে৷

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের হিসেব অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি৷ শতকরা ৬৫ ভাগ৷ তবে শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া নয়, বিশ্বের আরো অনেক দেশে বাল্যবিবাহ এক সমস্যা৷ টুইটারে ইংরেজিতে #চাইল্ডম্যারেজ এবং #টুগেদারউইক্যান হ্যাশট্যাগ ব্যবহার করে পাওয়া গেলো এ সংক্রান্ত কিছু তথ্য:

উল্লেখ্য, জার্মান পুলিশ সাধারণত কোনো সাহায্যপ্রার্থী কিংবা গ্রেপ্তারকৃতের নাম ঠিকানা প্রকাশ করেনি৷ বার্লিনের সেই বিমানবন্দর থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া মেয়েটির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি৷ তবে বিমানবন্দরে পাঠানোর আগে মেয়েটিকে শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ