জার্মান পুলিশে ‘সুপ্ত বর্ণবাদ' আছে বলে মন্তব্য করেছেন জার্মানির জোট সরকারের অংশীদার এসপিডি দলের অন্যতম প্রধান সাসকিয়া এসকেন৷ এ বিষয়ে জানতে একটি গবেষণা পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার৷
বিজ্ঞাপন
গবেষণার বিষয়টি এখনও ‘ধারণার’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সরকারের এক মুখপাত্র৷
যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভ নিয়ে ফুংকে মিডিয়েনগ্রুপের সঙ্গে কথা বলেন এসপিডি নেত্রী এসকেন৷ সেই সময় তিনি জার্মানির ‘নিরাপত্তা বাহিনীতে সুপ্ত বর্ণবাদ’ আছে বলে মন্তব্য করেন৷
বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করা হয় বলে অভিযোগ করেন এসকেন৷ পুলিশের এমন আচরণ খতিয়ে দেখতে আলাদা একটি কার্যালয় তৈরির পরামর্শও দেন তিনি৷
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার অবশ্য এসকেনের বক্তব্যের সঙ্গে একমত নন৷
বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভের মুখে যেসব স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য
জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর ইউরোপ ও অ্যামেরিকায় বিক্ষোভকারীরা এমন কিছু ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ ভেঙেছে বা নষ্ট করেছে, যেগুলো দাসপ্রথা ও ঔপোনিবেশিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে আসছিলো৷
ছবি: Reuters/Mohiudin Malik
রবার্ট ই লি
ভার্জিনিয়ার রিচমন্ডে কনফেডারেট জেনারেল রবার্ট ই লি এর স্মৃতিস্তম্ভের সামনে নাচছেন দুই ব্যালেরিনা কেনেডি জর্জ এবং আভা হলওয়ে৷ রাজ্যের গভর্নর রালফ নর্দাম এই স্মৃতিস্তম্ভ অপসারণের নির্দেশ দিয়েছেন৷
ছবি: Reuters/J. Rendleman
এডওয়ার্ড ক্লস্টন
সপ্তদশ শতকের ক্রীতদাস বাণিজ্যের সাথে জড়িত এডওয়ার্ড ক্লস্টনের ভাস্কর্যটি ব্রিটিনের ব্রিস্টলে বন্দরের কাছে ফেলে দেয় বিক্ষোভকারীরা৷
ছবি: Reuters/Mohiudin Malik
রাজা দ্বিতীয় লিওপোল্ড
বেলজিয়ামে সাবেক বেলজিয়াম রাজা দ্বিতীয় লিওপোল্ডের ক্ষতিগ্রস্ত মূর্তিটি অপসারণের কাজ চলছে৷ বিক্ষোভকারীরা এটিতে রঙ দিয়েছে এবং আগুন ধরিয়ে দিয়েছে৷
ছবি: Reuters/ATV - Antwerp Television
রবার্ট মিলিগান
মিউজিয়াম অফ লন্ডন ডকল্যান্ডস এর বাইরে রবার্ট মিলিগানের ভাস্কর্য কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন বিক্ষোভকারীরা৷
ছবি: Reuters/J. Sibley
রবার্ট মিলিগান
লন্ডনের ক্যানারি ওয়ার্ফ এর কাছে মিউজিয়াম অফ লন্ডন ডকল্যান্ডস এর বাইরে রবার্ট মিলিগানের ভাস্কর্য অপসারণ করছে কর্মীরা৷
ছবি: Reuters/J. Sibley
উইস্টন চার্চিল
লন্ডনে পার্লামেন্ট স্কয়ারের সামনে উইস্টন চার্চিলের ভাস্কর্য রয়েছে৷ বিক্ষোভকারীরা এই ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে শ্লোগান দিচ্ছে ‘ব্ল্যাক লাইফ ম্যাটার’৷ চার্চিলের বেশ কয়েকটি মূর্তির সামনেই এমন বিক্ষোভ হয়েছে৷
ছবি: Reuters/
হেনরি গ্রেডি
জর্জিয়ার আটলান্টায় বিক্ষোভকারীরা হেনরি গ্রেডি’র ভাস্কর্য সরানোর জন্য শ্লোগান দিচ্ছে৷ গ্রেডি একজন সাংবাদিক ছিলেন, যিনি লিখেছিলেন দক্ষিণাঞ্চলে শ্বেতাঙ্গদের যে উচ্চবর্ণের আভিজাত্য রয়েছে, তা সারাজীবন বজায় রাখা উচিত৷
ছবি: Reuters/D. Chambers
7 ছবি1 | 7
বিচারমন্ত্রী ক্রিস্টিন লামব্রেশট, যিনি এসকেনের এসপিডি দলেরও একজন সদস্য, তিনি বলেন, এই বিষয়ে পুলিশে থাকা আলাদা বিভাগ ইতিমধ্যে কাজ করছে৷ ফলে নতুন করে আরেকটি অফিস খুললে সেটা বাহুল্য হবে৷ পুলিশ বাহিনীতে ‘নির্দিষ্ট ও কাঠামোগত বর্ণবাদ সমস্যা’ আছে বলেও মনে করেন না তিনি৷
এদিকে, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলে ম্যার্কেলের স্থলাভিষিক্ত হতে আগ্রহী ফ্রিডরিশ ম্যার্ৎস জার্মান পুলিশে ‘সুপ্ত বর্ণবাদ’ নেই বলে মন্তব্য করেছেন৷ ‘‘যুক্তরাষ্ট্রে দাসত্বের ইতিহাস রয়েছে৷ তারা ‘এখনও বর্ণবাদের সমস্যার সমাধান করতে পারেনি’, কিন্তু জার্মানিতে বিষয়টা অন্যরকম,’’ বলেন তিনি৷