1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুলি না চালানোর প্রশিক্ষণ

ডেনিস স্টুটে/এসি৩১ আগস্ট ২০১৪

অর্থাৎ ‘গুলি চালিও না’৷ সেটাই হলো একটি গুলি চালানোর প্রশিক্ষণ কর্মসূচির শীর্ষক, জনবহুল উত্তর রাইন পশ্চিম ফালিয়া রাজ্যে৷ অবশ্য জার্মান পুলিশ অফিসাররা পারতপক্ষে গুলি চালান না, মার্কিন যুক্তরাষ্ট্রে পরিস্থিতি ঠিক যার উল্টো৷

Schießtraining bei der Polizei
ছবি: picture-alliance/dpa

ফার্গুসন-এ মাইকেল ব্রাউন হত্যার পর অ্যামেরিকা তোলপাড়৷ শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ বিভাজনের ক্ষতটা থেকে এবার যেন শুধু রক্তক্ষরণ নয়, বিস্ফোরণ ঘটতে চলেছে৷ কিন্তু মার্কিন মুলুকে ব্যক্তিস্বাধীনতার খুঁটি বলে যে বস্তুটি পরিগণ্য হয়, সেটি হলো নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার অধিকার৷ সারা দেশে সম্ভবত ৪০ কোটি আগ্নেয়াস্ত্র আছে৷ ফলে অ্যামেরিকায় গুলি চলেই থাকে, যেমন জনসাধারণ, তেমনই পুলিশের দিক থেকে: ফার্গুসন-এর ঘটনা যার সর্বাধুনিক নিদর্শন৷

কী ঘটেছে ফার্গুসন-এ? ১৮ বছরের নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণটির দিকে কেন গুলি চালালেন সংশ্লিষ্ট শ্বেতাঙ্গ পুলিশ অফিসারটি? জার্মানিতে কি এ ধরনের ঘটনা ঘটতে পারে – পুলিশের তরফ থেকে? যুক্তরাষ্ট্রে প্রতিবছর বেশ কয়েক'শো মানুষ পুলিশের গুলিতে প্রাণ হারান – ধরে নেওয়া যাক তাঁদের অধিকাংশই অপরাধী, কিন্তু তা সত্ত্বেও একটা মানুষের প্রাণ তো একটা মানুষের প্রাণই? জার্মানিতে পুলিশের গুলিতে প্রাণ হারানোর পরিসংখ্যান শুনুন: গত দু'বছরে আটজন; ১৯৯৮ সাল যাবৎ ১০৯ জন৷

জার্মানিতে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা এত কম হওয়ার একটা কারণ: এ দেশে অপরাধী কিংবা সাধারণ মানুষদের কাছে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনা কম৷ তা সত্ত্বেও বলা যায়, সত্তরের দশক যাবৎ জার্মান পুলিশের মধ্যে প্রথমেই কিংবা সামান্য প্ররোচনাতেই গুলি না চালানোর চেতনা ও মনোবৃত্তি ক্রমেই আরো গভীরভাবে দানা বেঁধেছে – এবং সেটা রাজনীতি ও পুলিশ বিভাগের ওপরওয়ালাদের সচেতন সিদ্ধান্ত হিসেবেই৷

উত্তর রাইন পশ্চিম ফালিয়া রাজ্যের পুলিশ বিভাগের রংরুটরা তাই তাদের গুলি চালানোর প্রশিক্ষণে শেখে: গুলি না চালাতে! তাদের মনে রাখতে বলা হয়, আগ্নেয়াস্ত্র বস্তুটি কোনো খেলনা নয়, বরং একটি প্রাণঘাতী অস্ত্র৷ পুলিশ রেঞ্জে টার্গেট প্র্যাকটিসের পরই শুরু হয় চাপ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার ট্রেনিং – এমনকি রোল প্লেয়িং-ও বাদ যায় না৷ তা সত্ত্বেও যে দুর্বলতাটা থেকে যায়, সেটা হলো মানুষ চিনতে ভুল করা – যে মানসিকভাবে অসুস্থ, তাকে অপরাধী বলে মনে করা৷

গত বছর বার্লিনে একজন পুলিশ অফিসার একজন উলঙ্গ পুরুষকে গুলি করে মারেন, যে ছুরি হাতে একটি ফোয়ারার পাশে দাঁড়িয়ে ছিল৷ পরে জানা যায়, সে মানসিক রোগে ভুগছিল৷ বার্লিনের একটি টিভি চ্যানেলের রিপোর্ট অনুযায়ী বিগত পাঁচ বছরে যতজন পুলিশের গুলিতে মারা গিয়েছেন, তাঁদের দুই-তৃতীয়াংশই ছিলেন মানসিক রোগগ্রস্ত এবং অনেক ক্ষেত্রে পুলিশের কাছেও সে তথ্য অজ্ঞাত ছিল না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ