1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পুলিশ কর্মীদের উপর পাকিস্তানের গোয়েন্দাগিরির অভিযোগ নিয়ে বিভ্রান্তি

৩১ অক্টোবর ২০১১

সীমান্তের দুই দিকেই তালেবান যোদ্ধাদের মদত দেওয়া, মার্কিন সৈন্যদের হত্যার ষড়যন্ত্রে হাক্কানি নেটওয়ার্ককে সহযোগিতা করার মতো অভিযোগ তো ছিলই, এবার পাকিস্তানের বিরুদ্ধে জার্মান সেনাবাহিনীর উপর গোয়েন্দাগিরির অভিযোগও উঠলো৷

জিপিপিটি প্রকল্পের আওতায় আফগানিস্তানে সক্রিয় জার্মান পুলিশ অফিসাররাছবি: picture-alliance/ dpa

জার্মানিতে রবিবার প্রায় সব সংবাদপত্রই বন্ধ থাকে৷ শনি-রবি মিলিয়ে একটি সংস্করণই প্রকাশিত হয়৷ ‘বিল্ড আম সনটাগ' তার ব্যতিক্রম৷ এই সংবাদপত্রই রবিবার বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করেছে৷ তাতে বলা হয়েছে, জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিএনডি পাকিস্তান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক করে দিয়েছে৷ তাদের সূত্র অনুযায়ী যে ১৮০ জন জার্মান পুলিশ অফিসার আফগানিস্তানে প্রশিক্ষণের কাজে সক্রিয় রয়েছেন, তাদের উপর গোয়েন্দাগিরি চালিয়েছে পাকিস্তান৷ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জার্মান পুলিশ প্রজেক্ট টিম – বা জিপিপিটি'র যোগাযোগ ব্যবস্থায় আড়ি পেতে তাদের ব্যক্তিগত টেলিফোন কল, জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো বার্তা, সামরিক অভিযান সংক্রান্ত নির্দেশ, পুলিশ অফিসারদের নামের তালিকা ইত্যাদি অনেক তথ্য জেনে ফেলেছে৷ বিল্ড সংবাদপত্রের সূত্র অনুযায়ী বিএনডি'র আশঙ্কা, সেই তথ্য শেষ পর্যন্ত তালেবানের হাতে তুলে দেওয়া হয়েছে বা হচ্ছে৷

আফগানিস্তানে দেশ গড়ার ক্ষেত্রে পুলিশ প্রশিক্ষণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জার্মানিছবি: picture-alliance/dpa

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১১ই অক্টোবর তাদের জানানো হয়েছিল, যে আইএসআই আড়ি পেতে একটি বার্তা সংগ্রহ করেছে৷ কিন্তু এর সপক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নি৷ তাছাড়া সেপ্টেম্বর মাসেই যোগাযোগ প্রযুক্তির কাঠামো পরীক্ষা করে দেখা হয়েছে এবং তাতে কোনো ফাঁক-ফোকর পাওয়া যায় নি৷ আফগানিস্তানে জিপিপিটি প্রকল্পে যে চারটি ল্যাপটপ ব্যবহার করা হয়, সেগুলিতে সর্বাধুনিক নিরাপত্তা সফটওয়্যার বসানো হয়েছে৷

এই ধরণের অভিযোগের ক্ষেত্রে যা হয়ে থাকে, পাকিস্তান ঠিক তেমনই প্রতিক্রিয়া জানিয়েছে৷ সেদেশের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর-জেনারেল আতহার আব্বাস এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেছেন, এ নিয়ে মন্তব্য করারও কোনো অর্থ হয় না৷

ইদানিং এই ধরণের একের পর এক অভিযোগ খণ্ডন করতে ব্যস্ত পাকিস্তান৷ যেমন মার্কিন প্রশাসনের অভিযোগ, আইএসআই'এর একাংশ সক্রিয়ভাবে তালেবানকে সাহায্য করে চলেছে৷ ২০১৪ সালে ন্যাটো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পর সেদেশে নিজস্ব প্রভাব বিস্তার করতেই পাকিস্তান গোপনে তালেবানের সহায়তা করে চলেছে বলে ওয়াশিংটন সহ অনেক দেশের অভিযোগ৷ সম্প্রতি বিবিসি পাকিস্তানের সঙ্গে তালেবানের যোগাযোগ সম্পর্কে যে তথ্যচিত্র প্রচার করেছে, তাতে উল্লিখিত তথ্যগুলিও উড়িয়ে দিয়েছে পাকিস্তান৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ