1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

১৪ জানুয়ারি ২০২৩

জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট পদত্যাগ করেছেন৷ নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে সমালোচনার মুখে সোমবার পদত্যাগ করেন তিনি৷

প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনার মুখে পড়ার বিষয়টি নতুন নয়ছবি: Johanna Geron/REUTERS

তার আগে গত সপ্তাহে  প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশটাগ পদত্যাগ করতে পারেন  এমন কথা জানিয়েছিল জার্মানির কয়েকটি সংবাদমাদ্যম৷ তবে সরকারের এক মুখপাত্র তখন বিষয়টি ‘গুজব' জানিয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি৷

নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছিলেন৷ ভিডিওতে দেখা যায়, লামব্রেশটের পেছনে আকাশে আতশবাজি ফুটছে৷ সমালোচকেরা বলছেন, ইউক্রেনের জনগণ যখন মিসাইল আতঙ্কে দিন যাপন করছেন, জার্মানিতে তখন আতশবাজি দিয়ে নববর্ষ উদযাপন চলছে, ভিডিওতে এমন একটি বৈষম্যপূর্ণ পরিস্থিতি দেখিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী৷

এমন ভিডিও দেওয়ার কারণে সংসদের বিরোধী দল সিডিইউ প্রতিরক্ষামন্ত্রীকে টোন-ডেফ অর্থাৎ এমন ব্যাক্তি যিনি ভিন্ন পরিস্থিতির পার্থক্য বুঝতে পারেন না বলে মন্তব্য করে তার পদত্যাগ দাবি করে৷

প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনার মুখে পড়ার বিষয়টি নতুন নয়৷ তার আগে গত মে মাসে তার ২১ বছরের ছেলে দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ে উত্তর জার্মানির অবকাশ যাপনের দ্বীপে সিল্টে গিয়েছিলেন৷ এ নিয়ে সেসময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন লামব্রেশট৷

আরআর/এডিকে (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ