1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান প্রবীণ

আনা পেটার্স/আরবি১৪ ডিসেম্বর ২০১৩

জার্মানির প্রবীণদের সেবা শুশ্রূষার ক্ষেত্রে আরো কর্মীর প্রয়োজন৷ এজন্য অফেনবাখ শহরে একটি প্রকল্প গঠন করা হয়েছে যাতে অভিবাসীরা এই পেশাটি সম্পর্কে আগ্রহী হন৷ এতে থাকবে ভাষা শিক্ষা কোর্সসহ অন্যান্য সুব্যবস্থা৷

Seniorinnen beim Shoppen
ছবি: Getty Images

মধ্য ত্রিশে এসে আসমা হাডরি এখন নিজের জন্যও কিছু করতে আগ্রহী৷ কোনো প্রশিক্ষণ নিতে ও পেশায় ঢুকতে ইচ্ছুক৷ ১০ বছর ধরে পরিবারের জন্যই নিজেকে নিবেদিত করেছেন তিনি৷ নার্গিস ইয়েলাঘির সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে জীবনের মোড় পরিবর্তন হয়ে যায় তাঁর৷

প্রকল্পের মাধ্যমে উদ্যোগ

ফ্রাঙ্কফুর্টের কাছে অফেনবাখে একটি প্রকল্পের মাধ্যমে অভিবাসী মেয়েদের বৃদ্ধদের পরিচর্যার কাজে উদ্বুদ্ধ করতে চান ইয়ালাঘি৷ এব্যাপারে তাঁর টিম আগ্রহীদের সঙ্গে কথাবার্তা বলেন, পরামর্শ দেন৷ নার্গিস ইয়েলাঘি জানান, ‘‘প্রথমে কয়েকবার তাদের সঙ্গে আলাপ আলোচনা করি৷ তাদের জানাই এই কাজের জন্য কোন কোন গুণাগুণ প্রয়োজন৷''

প্রথম বাধা দূর হলে সহজ হয় কাজটা

প্রথম বাধাটা দূর হয়ে গেলে প্র্যাকটিক্যাল কাজ শুরু হয়৷ মেয়েরা তখন বুঝতে পারেন কাজটি তাদের উপযোগী কিনা৷ টিউনিশিয়া থেকে আসা ৩৫ বছর বয়স্ক আসমার কাছেও প্রথম দিনগুলি খুব সহজ ছিল না৷ স্বদেশে ফরাসি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি৷ তাঁর ভাষায়, ‘‘প্রথম দিন আমি বুঝতেই পারিনি, কোন কাজটা কীভাবে করবো৷'' তাঁর কাছে সব কিছুই ছিল অপরিচিত: টিম, কাজ, পরিবেশ, বৃদ্ধ নিবাসের বাসিন্দারা, সবকিছুই৷ কিন্তু দিনে দিনে ভাল লাগতে লাগলো কাজটা৷ অবশেষে বৃদ্ধ-সেবা ক্ষেত্রে একটা শিক্ষানবিশের কাজ পেয়ে যান তিনি৷ এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের কাজ পাওয়া ১৯ জনের মধ্যে তিনিও একজন৷


এই পেশার ভবিষ্যৎ আছে

জার্মানিতে ২.৪ মিলিয়ন মানুষ সেবা শুশ্রূষার ওপর নির্ভরশীল৷ ২০৩০ সালে এই সংখ্যাটা ৩.৪ মিলিয়নে দাঁড়াবে বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ সেই সময় পর্যন্ত অতিরিক্ত এক লক্ষেরও বেশি সেবক সেবিকার প্রয়োজন৷ সারা জার্মানিতে এই ধরনের মডেল প্রজেক্ট আরো কয়েকটি রয়েছে৷ এই রকম একটি প্রকল্পের সমন্বয়কারী সেরেনা কেরা জানান, জার্মানিতে বিদেশি বংশোদ্ভূত প্রবীণদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে৷ এই জনগোষ্ঠীর জন্য অভিবাসী সেবক সেবিকা ও নার্সের প্রয়োজন৷ যাতে তাদের বিশেষ চাহিদার দিকে লক্ষ্য রাখা যায়, মাতৃভাষায় কথাবার্তা বলা যায়৷ বয়োবৃদ্ধদের সেবা করা তেমন সহজ কাজ নয়৷ তবে এই পেশার ভবিষ্যৎ আছে৷

ভাষা সমস্যা

২০১৪ সালে আসমা হাডরি প্রবীণ-সেবাসহায়ক হিসাবে প্রশিক্ষণ শেষ করবেন৷ সে পর্যন্ত তাঁকে অনেক কিছু শিখতে হবে৷ তবে সমস্ত কোর্সটাই জার্মান ভাষায়৷ অন্যান্যদের সঙ্গে আসমাকেও মানবদেহের গঠন, সেবার ওপর নির্ভরশীল মানুষদের সঙ্গে আচরণবিধি ইত্যাদি শিখতে হবে৷ বিশেষ করে জার্মান ভাষাটাই তাঁর জন্য ছিল বিরাট চ্যালেঞ্জ৷ কেননা জার্মান তো তাঁর মাতৃভাষা নয়৷ এ প্রসঙ্গে নার্গিস ইয়েলাঘি বলেন, ‘‘অনেকে অল্প কিছুদিন আগে জার্মানিতে এসেছেন৷ তাই তাদের তাদের ভাষাজ্ঞানটা যথেষ্ট নয়৷ এজন্য আমরা ভাষা শিক্ষা কোর্সও দিয়ে থাকি৷''এই রকম সহায়তা পেয়ে নার্গিস হাডরির জার্মান ক্রমেই ভাল হচ্ছে৷

পরিবার ও পেশার মধ্যে সামঞ্জস্য রক্ষা করার সমস্যা

প্রকল্পে অংশগ্রহণকারী মেয়েদের ভাষা সমস্যা ছাড়াও আরেকটি সমস্যা হলো পরিবার ও পেশার মধ্যে সামঞ্জস্য রক্ষা করে চলা৷ প্রশিক্ষণের সময় মেয়েদের ভোর ছয়টায় কাজ শুরু করতে হয়৷ কিন্তু এত ভোরে তাদের বাচ্চাদের দেখাশোনা করার জন্য খুব কম ব্যবস্থাই রয়েছে৷

দুই সন্তানের মা সার্বিয়া থেকে আসা আইডা হালিলোভিচও এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন৷ ভোর সাড়ে পাঁচটায় কাজ শুরু করতে হয় তাঁর৷ তবে মা-বাবা এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ তারাই পালাক্রমে বাচ্চাদের দেখাশোনা করেন৷ এজন্য কিছুটা পরিকল্পনার প্রয়োজন, জানান আইডা৷ সার্বিয়ায় রাঁধুনির কাজ করতেন তিনি৷ অফেনবাখের প্রকল্পের মাধ্যমে সেবিকার কাজটি পেয়েছেন৷ জার্মানিতে এটাই তাঁর প্রথম কাজ৷ বয়োবৃদ্ধদের সঙ্গে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত আইডা৷ ‘‘কারণ তাঁরা খুব কৃতজ্ঞ৷ এটা আসে একেবারে অন্তর থেকে৷ খুব সুন্দর এক অনুভূতি,'' বলেন আইডা হালিলোভিচ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ