1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ফুটবলের নতুন তারকা মানুয়েল নয়ার

২ অক্টোবর ২০১১

জার্মান ফুটবলের নতুন সেনসেশন এখন মানুয়েল নয়ার৷ বায়ার্ন মিউনিখের এই গোলরক্ষক ইতিমধ্যে এক হাজার মিনিট গোল না খাওয়ার মাইলফলক পার করেছেন৷ এখন তিনি অপেক্ষা করছেন অলিভার কানের রেকর্ড ভাঙ্গার জন্য৷

মানুয়েল নয়ারছবি: picture alliance/dpa

বুন্ডেসলিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ সব মিলিয়ে এখনও বায়ার্ন মিউনিখ মোটামুটি ভালো অবস্থানে রয়েছে৷ তাদের এই অবস্থানের পেছনে এখন সবচেয়ে বড় কৃতিত্ব দাবি করতে পারেন দলের গোলরক্ষক মানুয়েল নয়ার৷ অলিভার কান এর পর এই প্রথম জার্মানি আবারও গোলপোস্টের নীচে এক জোড়া বিশ্বস্ত হাত খুঁজে পেল৷

চলতি মৌসুমে এখন পর্যন্ত টানা ১,০১৮ মিনিট গোল না খাওয়ার রেকর্ড ধরে রেখেছেন মানুয়েল নয়ার৷ আর মাত্র চার মিনিট গোল না খেলেই তিনি ধরে ফেলবেন জার্মান কিংবদন্তী গোরক্ষক অলিভার কানকে৷ সকলেই আশা করছে খুব সহজেই এই রেকর্ড ভেঙ্গে ফেলবেন মানুয়েল নয়ার৷ নয়ারের গোল পোস্ট আগলে রাখার কারণে বায়ার্ন মিউনিখ গত ৭ আগস্টের পর আর কোন ম্যাচে হারেনি৷ উল্লেখ্য, গত বছর শালকে থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেন নয়ার৷ তখনও কিন্তু বোঝা যায়নি গোল পোস্টের নীচে তার এমন দক্ষতা৷ নয়ারের এই পারফরমেন্সে বায়ার্ন মিউনিখ অনেক ম্যাচে খারাপ খেলেও বেঁচে গিয়েছে৷

জার্মান ফুটবলের নতুন সেনসেশন এখন মানুয়েল নয়ারছবি: dapd

যেমন শনিবার তারা হফেনহাইমের কাছে হেরেও যেতে পারতো৷ বিদায়ী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে দুইবার হারানোর পর শনিবার সেই আমেজ ছিলো বায়ার্নের খেলোয়াড়দের মধ্যে৷ এছাড়া ক্লান্তির ছাপও ছিল স্পষ্ট৷ এই অবস্থাতে হফেনহাইম বেশ কয়েকবার আক্রমন চালায় বায়ার্নের ডি বক্সে৷ কিন্তু নয়ারের বিশ্বস্ত হাতের কারণে আপাতত গোলশূন্য ড্র নিয়েই ম্যাচ শেষ করতে সক্ষম হয় বায়ার্ন মিউনিখ৷ নিজের এমন দুর্দান্ত পারফরমেন্স সম্পর্কে নয়ার অবশ্য বলছেন, তিনি খুশি, কিন্তু তার কাজ গোল না খাওয়া৷

তবে বুন্ডেসলিগাতে গোলপোস্ট আগলে রাখার রেকর্ডটি কিন্তু এখনও অনেক দূরে৷ এই রেকর্ডের মালিকও অন্যজন৷ স্টুটগার্ট দলের টিমো হিল্ডেব্রান্ড ২০০৩ সালে টানা ৮৮৩ মিনিট গোলপোস্ট আগলে রেখেছিলেন৷ সেই রেকর্ডটি এখনও অক্ষুন্ন রয়েছে৷ আর নয়ারের জন্য এখনও সেটি বেশ দূরে৷ কারণ এবারের বুন্ডেসলিগায় গোলপোস্ট আগলে রেখেছেন তিনি এখন পর্যন্ত ৬৫৮ মিনিট পর্যন্ত৷ সুতরাং রেকর্ড ভাঙ্গতে হলে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে নয়ারকে৷

অন্যদিকে গোল না খাওয়ার ইউরোপীয় রেকর্ডটি আরও দূরে৷ এর মালিক বেলজিয়ামের গোলকিপার ড্যান ভেরলিন্ডেন এর৷ তিনি টানা ১,৩৯০ মিনিট পর্যন্ত গোল না খেয়ে ছিলেন৷ তার এই রেকর্ডটি ভাঙ্গার প্রায় কাছে চলে গিয়েছিলেন নেদারল্যান্ডের গোলকিপার ভ্যান ডার সার৷ ম্যানচেস্টার ইউনাইটেডের এই গোলরক্ষক ২০০৮-০৯ মৌসুমে টানা ১,৩৯০ মিনিট পর্যন্ত গোলপোস্ট আগলে রেখেছিলেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ