1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির জন্য ভালোবাসা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ জুলাই ২০১৪

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশে টপ ফেভারিট ব্রাজিল-আর্জেন্টিনা৷ তবে দর্শকদের বড় একটি অংশ জার্মানির ফুটবল দলের সমর্থক৷ এই সমর্থকরা জার্মানির জন্য অনেক কিছু করতে প্রস্তুত৷

Fußball WM 2014 Deutschland Frankreich Viertelfinale
ছবি: Reuters

বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন জার্মানির প্রচুর পতাকা৷ বিভিন্ন ভবন বা যানবাহনে জার্মানির পতাকা শোভা পাচ্ছে৷ আবার কোনো কোনো সমর্থক জার্মানির জার্সি গায়ে ঘুরে বেড়াচ্ছেন৷ এটা অনেকটা স্বাভাবিক ঘটনা৷ সমর্থকরা এরকম করেই থাকেন৷

পতাকা কিনতে জমি বিক্রি

কিন্তু ব্যতিক্রম মাগুড়ার কৃষক আমজাদ হোসেন (৬৫)৷ জার্মান ফুটবলের ভক্ত এই কৃষক জমি বিক্রি করে প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল জার্মান পতাকা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন৷ তিন হাজার ৫৫০ গজের এই পতাকা তৈরিতে তিনি ব্যয় করেছেন প্রায় দেড় লাখ টাকা৷ আর এই খরচ যোগড় করেছেন ৫০ শতক আবাদি জমি বিক্রি করে৷

তাঁর জার্মান ফুটবল দলের ভক্ত হওয়ার পেছনে আছে এক কাহিনী৷ মাগুরার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের নেহাল উদ্দিন মোল্যার ছেলে আমজাদ হোসেন ১৯৮৭ সালে কঠিন এক রোগে আক্রান্ত হন৷ সেই সময় চিকিত্‍সার জন্য অনেকের কাছে গেছেন৷ কিন্তু কিছুতেই কিছু হয় না৷ অবশেষে জার্মানি থেকে আনা ওষুধ সেবনের পরই তিনি আরোগ্য লাভ করেন৷ তারপর থেকেই জার্মান ফুটবলের ভক্ত হয়ে গেছেন তিনি৷ যার বহিঃপ্রকাশ হিসেবে আমজাদ হোসেন নিজ খরচে তৈরি করেছেন এই পতাকা৷ যা নিয়ে এখন গ্রামে গ্রামে ঘুরে তিনি জড়ো করছেন নিজ দলের সমর্থকদের৷

টোটাল ফুটবলের ভক্ত শাফিন

খ্যাতিমান সংগীত শিল্পী শাফিন আহমেদ জার্মান ফুটবল দলের ভক্ত তাদের টোটাল ফুটবলের কারণে৷ শাফিন আহমেদের ভাষায় তাদের মেসি-নেইমার না থাকলে কী হবে, দলীয়ভাবে জার্মানি খুবই সুসংহত৷ জার্মানি কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভরশীল না, তারা পুরো দল হিসেবে খেলে৷ তাঁর আশা, এবারের বিশ্বকাপ জিতবে জার্মানি৷

ঢাকায় সাংবাদিকদের মধ্যে জার্মান দলের সমর্থক তুলনামূলকভাবে বেশি৷ তাঁদেরও একই কথা, কোনো একজন খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভরশীল নয় জার্মানির ফুটবল দল৷ জার্মানি পুরো দল হিসেবে খেলে৷ তাদের খেলা পরিচ্ছন্ন এবং উপভোগ্য৷

জার্মান ফুটবল দলের ভক্ত সাংবাদিক সমীর কুমার দে মনে করেন, জার্মানির অতীত রেকর্ড আর এবারের বিশ্বকাপের তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে এটা বলা যায় সেমিফাইনালে ব্রাজিলকে টপকে ফাইনালে যাবে জার্মানি৷ আর শেষ পর্যন্ত বিজয়ীর কাপটিও তারা ঘরে নেবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ