মজুরি বাড়ানোর দাবিতে জার্মানির বেশ কয়েকটি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা ধর্মঘট পালন করছেন৷ ফলে বিমানবন্দরগুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে৷ কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে৷ এতে প্রায় আড়াই লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন৷
বিজ্ঞাপন
ঘণ্টাপ্রতি মজুরি ১৭ ইউরো থেকে বাড়িয়ে ২০ ইউরো করার দাবিতে সোমবার স্থানীয় সময় রাত ২টা থেকে ধর্মঘটে যায় ফ্রাঙ্কফুর্ট, বার্লিন, মিউনিখ, স্টুটগার্ট, হানোফার, ব্রেমেন, হামবুর্গ, ড্রেসডেন, লাইপসিশ, এরফোর্ট ও ডর্টমুন্ড বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা৷ দাবি আদায়ের জন্য পরবর্তী ১৮ ঘন্টা ধর্মঘট চালিয়ে যাবেন তাঁরা৷ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট চলবে৷ ডিবিবি ও ভ্যারডি নামে দুটি ট্রেড ইউনয়নের সদস্যরা এ ধর্মঘট চালিয়ে যাচ্ছে৷ ভ্যারডি'র পরিচালনা পর্ষদের সদস্য উটে কিট্টেল বলেন, নিরাপত্তা কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে মালিকপক্ষের কোনো ইচ্ছাই দেখা যাচ্ছে না৷ আর এ কারণে ধর্মঘট পালন করা প্রয়োজন বলে মনে করেন তিনি৷ জার্মান বিমানবন্দর অ্যাসোসিয়েশন আশঙ্কা করছে যে, নিরাপত্তা কর্মীদের এ ধর্মঘটের কারণে জার্মানির বিমান চলাচল ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে৷
যেসব দেশে বিমানবন্দর নেই
এই তালিকায় আছে পাঁচটি সার্বভৌম রাষ্ট্র, যাদের কোনো বিমানবন্দর নেই৷ তালিকার সবগুলোই ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র, যাদের বিমানবন্দর না থাকলেও আছে অন্ততপক্ষে একটি করে হেলিপোর্ট৷
ছবি: MARCEL MOCHET/AFP/Getty Images
অ্যান্ডোরা
অ্যান্ডোরায় কোনো বিমানবন্দর নেই৷ তবে তিনটি বেসরকারি হেলিপোর্ট বা হেলিকপ্টার অবতরণের বন্দর রয়েছে আর আছে একটি হাসপাতালের হেলিপ্যাড৷ জাতীয় হেলিপোর্ট নির্মাণের কাজ চলছিল, তবে তা বর্তমানে স্থগিত৷ এই দেশের সবচেয়ে কাছের বিমানবন্দরটির অবস্থান স্পেনে৷
ছবি: picture-alliance/imageBROKER/G. Fischer
লিখটেনস্টাইন
এই দেশটিতেও কোনো বিমানবন্দর নেই৷ কেবল দক্ষিণাঞ্চলের শহর বালৎসেরে একটি হেলিপোর্ট রয়েছে৷ সবচেয়ে কাছের আন্তর্জাতিক বিমানবন্দরটি সুইজারল্যান্ড এবং জার্মানিতে অবস্থিত৷
ছবি: AFP/Getty Images/F. Coffrini
মোনাকো
মোনাকোতে বিমানবন্দর না থাকলেও ফন্টভিলেতে একটি হেলিপোর্ট রয়েছে৷ সবচেয়ে কাছের বিমানবন্দরটি ফ্রান্সের নিস শহরে৷
সান মারিনো
সান মারিনোতেও নেই কোনো বিমানবন্দর৷ তবে বোর্গো মাগিওরিতে একটি হেলিপোর্ট রয়েছে৷ আর টোরাসিয়াতে আছে একটি ছোট্ট এয়ারফিল্ড, যার রানওয়ের দৈর্ঘ্য ২,২৩০ ফুট৷ সবচেয়ে কাছের বিমানবন্দরটি ইটালিতে অবস্থিত৷
ছবি: MARCEL MOCHET/AFP/Getty Images
ভ্যাটিকান সিটি
ভ্যাটিকান সিটির আয়তনই বলে দেয় এখানে কোনো বিমানবন্দর থাকা অসম্ভব৷ এর আয়তন মাত্র দশমিক ১৭ বর্গ মাইল৷ তবে এর পশ্চিম প্রান্তে একটি হেলিপোর্ট রয়েছে৷ সেটা রাষ্ট্রপ্রধান ও সরকারি কর্মকর্তারা ব্যবহার করেন৷ সবচেয়ে কাছের বিমানবন্দর ইটালির রাজধানী রোমে৷
ছবি: picture-alliance/robertharding/N. Clark
5 ছবি1 | 5
ধর্মঘটের কারণে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্তৃপক্ষ প্রায় ১২'শ ফ্লাইট বাতিল করেছে৷ তবে মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও শ্রমিকদের একটি অংশ ধর্মঘট পালন করছে, তবু তারা আরেকটি সংগঠনের নিরাপত্তা কর্মীদের মাধ্যমে কাজ চালিয়ে নেয়ার চেষ্টা করছে৷ ঘণ্টাপ্রতি মজুরি প্রায় ১৮ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছেন নিরাপত্তাকর্মীরা৷ তবে মালিকপক্ষ দুই থেকে আট শতাংশ মজুরি বাড়াতে রাজি৷ আগামী ২৩ জানুয়ারি নিরাপত্তাকর্মী ও মালিক পক্ষের মধ্যে আবারো আলোচনা হওয়ার কথা রয়েছে৷
দাবি আদায়ের উদ্দেশ্যে নিরাপত্তা কর্মীরা গত সপ্তাহেও ধর্মঘট পালন করেছেন৷ গত বৃহস্পতিবার ড্যুসেলডর্ফ, কোলন/বন ও স্টুটগার্ট বিমানবন্দরে ধর্মঘট পালন করেছে তারা৷ ধর্মঘটের কারণে এ বিমানবন্দরগুলোতে প্রায় ৬৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল৷ তার আগে গত ৭ জানুয়ারি বার্লিনের দুটি বিমানবন্দরে প্রথমবারের মতো ধর্মঘট করেছিলেন সেখানকার নিরাপত্তাকর্মীরা৷ অল্প পরিসরে ঐ ধর্মঘটের কারণে ৫০টির মতো ফ্লাইট বাতিল করা হয়েছিল৷
আরআর/এসিবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)
বিমান ভ্রমণে সিকিউরিটি চেক সহজ করার উপায়
বিমানযাত্রীরা জানেন, বিমান বন্দরে নিরাপত্তা বিষয়ক নানা জটিলতার কথা৷ ছবিঘরে থাকছে এমন কিছু পরামর্শ, যা সিকিউরিটি চেকিং সহজ করে আপনার বিমান ভ্রমণকে করে তুলতে পারে আরো আনন্দময়৷
ছবি: picture-alliance/dpa/C. Klose
অনলাইন চেকিং
অনলাইন চেকিংয়ের সুবিধা আছে কিনা তা আগেই জেনে নিন৷ থাকলে ভ্রমণের আগের দিনই অনলাইন চেকিং করে নিন৷ এতে বিমান বন্দরে লম্বা লাইনে অপেক্ষার করার সময় কিছুটা বাঁচবে৷
ছবি: Colourbox
হ্যান্ড লাগেজ
হ্যান্ড লাগেজ বা হাতে নেওয়ার ব্যাগের নির্ধারিত সাইজ রয়েছে৷ তাই সেই মাপ অনুযায়ী ব্যাগ কিনে নিন৷ ‘সস্তা’ এয়ারলাইন্সগুলোতে অনেক সময় শুধুমাত্র একটি ব্যাগ নেয়ার অনুমতি থাকে৷ বিমানের ভেতরে ক’টা ব্যাগ এবং কী সাইজের ব্যাগ নেয়া যায় তা আগে থেকে জেনে নিলে এয়ারপোর্টে বাড়তি জটিলতা এড়ানো সম্ভব৷
ছবি: picture alliance / dpa Themendienst
যেসব জিনিস না পরাই ভালো
কোমরের বেল্ট, ঘড়ি, চুড়ি –স ব বডি চেকিংয়ের সময় প্রতিবারই খুলতে হয়, যা নিঃসন্দেহে বিরক্তিকর ও সময়সাপেক্ষ৷ তাছাড়া অনেক সময় পায়ের জুতোও খুলতে হয়৷ তাই ফিতা ছাড়া জুতো পরবেন, যাতে সহজে পা থেকে খোলা যায়৷
ছবি: picture-alliance/dpa/C. Klose
স্যুটকেস গোছাতে বুদ্ধি খাটান
ইলেক্ট্রনিক জিনিসগুলো একসাথে হাতের কাছে গুছিয়ে রাখুন৷ নিয়মিত যেসব ওষুধ সেবন করতে হয় তারও একটি তালিকা তৈরি করে নিন৷ এর বাইরে ডাক্তারের দেয়া একটি চিঠিও ওষুধের সঙ্গে রাখুন, যেন প্রয়োজনে চট করে দেখাতে পারেন৷
ছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst
ভিআইপি লাইনে দাঁড়াবেন
বিমানে ওঠার আগে প্রথম লাইন অর্থাৎ ভিআইপি লাইনে দাড়ানোর সুবিধা সকলেই জানেন৷ আপনি ভিআইপি ‘না’ হলেও অনেকক্ষেত্রে কোনো কোনো এয়ারলাইন্সে সমান্য টাকার বিনিময়ে এই সুবিধা পাওয়া যেতে পারে৷ তাই আগে থেকে খোঁজ নিন৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
প্রথম লাইন
শিশু সাথে থাকলে প্রথমেই ফার্স্ট লাইনে দাঁডিয়ে যান৷ শিশু সাথে থাকলে সাধারণত অন্য যাত্রীরা তেমন কিছু বলেন না৷
ছবি: picture-alliance/dpa
ইলেক্ট্রনিক যন্ত্রগুলো আগেই চার্জ দিয়ে নিন
কারণ, সিকিউরিটি চেকিংয়ে অনেক সময় তাঁরা সেগুলো অন করে দেখাতে বলেন৷ তখন অন না হলে সমস্যা হতে পারে৷ কাজেই বাড়ি থেকে বের হওয়ার আগেই সেগুলো চার্জ দিয়ে নিন৷
ছবি: picture-alliance/dpa/P.Eckenroth
বিজনেস লুক
যাঁরা নিয়মিত ভ্রমণ করেন, তাঁদের দেখেই চেকিংয়ের লোকজন বুঝতে পারেন এবং তাঁদের সাথে কিছটা হলেও অন্যরকম, অর্থাৎ একটু বেশি ভালো ব্যবহার করেন৷ কাজেই প্লেনে ভ্রমণের সময় একটু ঠিকঠাক মতো পোশাক পরে নিন, যাতে কিছুটা হলেও ‘বিজনেস লুক’ থাকে৷ চেহারায় এমন ভাব রাখুন, যেন আপনি নিয়মিতই ভ্রমণ করেন৷ এই তথ্যগুলো জানা গেছে জার্মান নারীদের জনপ্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন ‘বিল্ড ডেয়ার ফ্রাউ’ থেকে৷