1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিসট্যান্ট ই-লার্নিং

৫ মার্চ ২০১২

পড়াশোনার জন্য সবসময়ই প্রয়োজন নির্দিষ্ট সময়ের৷ ক্লাসে যাওয়া, লাইব্রেরি ওয়ার্ক করা, গ্রুপ স্টাডিজ – এসবের জন্য৷ কিন্তু যদি সময় না থাকে তখন? এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ডিসট্যান্ট ই-লার্নিং৷

ছবি: DW/Potts

গোটা জার্মানিতে প্রায় চার লক্ষ জার্মান ছাত্র-ছাত্রী ডিসট্যান্ট ই-লার্নিং-এর সাহায্যে পড়াশোনা করছে৷ ডিসট্যান্ট ই-লার্নিং-এর ওপর ইদানিং ছাত্র-ছাত্রীরা আগ্রহ দেখাচ্ছে৷ এই পদ্ধতিতে পড়াশোনা করার জন্য বেশ কিছু বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের আগ্রহী করে তেলার চেষ্টা করছে৷ এই বিশ্ববিদ্যালয়গুলো হাতে নিয়েছে বেশ কিছু প্রকল্প৷ গত ২৪ ফেব্রুয়ারি গোটা জার্মানিতে পালন করা হয়েছে ‘ডিসট্যান্ট লার্নিং ডে'৷ বার্লিনের বিশ্ববিদ্যালয় ‘ডয়চে উনিভ্যার্সিটেট ফ্যুর ভাইটার বিল্ডুং' অর্থাৎ উত্তরোত্তর শিক্ষার জন্য বার্লিনের একটি বিশ্ববিদ্যালয় তাদের একটি বিষয় পুরোপুরি ডিসট্যান্ট ই-লার্নিং-এর আওতায় নিয়ে এসেছে৷

মিশরীয় ছাত্রী কিসমত আস-সাজেদ মনে করেন এ ধরণের পড়াশোনা সুযোগ অনেক দিন ধরেই ছাত্র-ছাত্রীরা খুঁজছে৷ ৩৬ বছর বয়স্ক এই ছাত্রী মিশরে একটি অনলাইন পত্রিকায় কাজ করছেন৷ পত্রিকার নাম আল-মাসরি উম অর্থাৎ আজকের মিশর৷ মিশরের রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন এবং বিশেষ জরুরি আইন বলবৎ থাকার পরও কিসমত সিদ্ধান্ত নিয়েছেন বার্লিনের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, ইন্টারন্যাশনাল মিডিয়া ইনোভেশন ম্যানেজমেন্টে মাস্টার্স করার৷ কিসমত বললেন, ‘‘আমি একটি বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ খুঁজছিলাম যা আমাকে পেশাগত দিক থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে৷ কারণ শুধু ছাত্রী হয়ে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাসে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়৷ আমি কিছুতেই আমার চাকরি ছাড়তে পারবো না৷ এছাড়া আমার মনে হয় ইন্টারনেটের সাহায্যে পড়াশোনা আগের চেয়ে অনেক সহজ হয়েছে৷ আমার মনে হয় ভবিষ্যতে পড়াশোনার ধরণ এরকমই হবে৷ ক্লাস, ওয়ার্কশপ বা সেমিনারে যাওয়ার সময় কারো থাকবে না৷''

বার্লিনের বিশ্ববিদ্যালয় ‘ডয়চে উনিভ্যার্সিটেট ফ্যুর ভাইটার বিল্ডুং'ছবি: DW

গত বছরের অক্টোবর মাসে কিসমত ভর্তি হন বার্লিনের বিশ্ববিদ্যালয়ে৷ দুই বছরের কোর্স৷ পড়াশোনার মাধ্যম হিসেবে বেছে নেয়া হয়েছে ইংরেজি ভাষাকে৷ বেশির ভাগ ক্লাসই নেয়া হয় অনলাইনে৷ কোন বিষয়ে পরবর্তী ক্লাস হবে বা জানা প্রয়োজন তা ই-মেলের সাহায্যে জানিয়ে দেয়া হয়৷ ক্লাস চলে অনলাইনে, ওয়েবক্যামেরার মাধ্যমে৷ নতুন এই পদ্ধতির নাম ওয়েব সেমিনার সংক্ষেপে ‘ওয়েবিনার'৷ এর অর্থ হল ছাত্র বা ছাত্রীকে একাই পড়াশোনার কাজটি করতে হবে, নিজ দায়িত্বে৷ এভাবেই মিডিয়া জগতের বিভিন্ন দিক যেমন– মিডিয়া অর্থনীতি, মিডিয়ার বিভিন্ন নীতি, আইন এবং মিডিয়া আর রাজনীতির মধ্যে সম্পর্ক বোঝানো হয়৷ প্রফেসরদের সঙ্গে যোগাযোগও করা হয় ওয়েবিনারের সাহায্যে৷

কোর্সের শুরুতে একটানা দশ দিনের একটি সেমিনার ছিল৷ এরকম চারটি সেমিনার রয়েছে প্রথম সেমেস্টারে৷ অক্টোবরের সেই কোর্সে ভর্তি হয়েছে আটটি দেশ থেকে ১৪জন ছাত্র-ছাত্রী৷ জার্মানি ছাড়াও অস্ট্রিয়া, স্পেন, এমনকি অ্যামেরিকা থেকেও ছাত্র-ছাত্রীরা ভর্তি হয়েছে এই কোর্সে৷ কিসমত আরো জানান, ‘‘সোশ্যাল নেটওয়ার্কের সাহায্যে আজকাল সবার সঙ্গে অতি দ্রুত যোগাযোগ করা যায় এবং খুব সহজেই তা সম্ভব৷ এমনকি ক্লাস চলাকালেও অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব৷ এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যেন আমরা বাধ্য হই সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বিভিন্ন প্রকল্পে একসঙ্গে কাজ করতে৷ অর্থাৎ একই জায়গায় না থেকেও আমরা বাধ্য হই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে, প্রফেসরদের দেয়া প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে৷''

এই ধরণের পড়াশোনাকে প্রফেসর আডা পেলার্ট বলছেন ব্লাইন্ড লার্নিং৷ যেখানে শুধু ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ৷ তিনি বার্লিনের ‘ডয়চে উনিভ্যার্সিটেট ফ্যুর ভাইটার বিল্ডুং'-এর প্রেসিডেন্ট৷ ডিসট্যান্ট ই-লার্নিং প্রকল্পের দায়িত্বে রয়েছেন তিনি৷ ভবিষ্যতে আরো বেশি ছাত্র-ছাত্রী যেন বার্লিনের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করে সেই চেষ্টাই তিনি করছেন৷ আন্তর্জাতিক অঙ্গনে তিনি ইন্টারন্যাশনাল মিডিয়া ইনোভেশন ম্যানেজমেন্ট বিষয়টিকে তুলে ধরতে চান৷ প্রফেসর আডা পেলার্ট বললেন, ‘‘আমি মনে করি যারা এই কোর্সে ভর্তি হয়েছে তারা তাদের নিজস্ব ক্ষেত্রে কাজ করছে এবং একই সঙ্গে পড়াশোনা করছে৷ আমরা কাউকেই তাদের কর্মক্ষেত্র থেকে সরিয়ে আনছি না৷ এবং এটাই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি লক্ষ্য৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ