1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ব্যবসায়ীরাই বাংলাদেশে বিনিয়োগের পরিবেশের প্রশংসা করেছেন: মসুদ মান্নান

২৬ অক্টোবর ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফরের মূল্যায়ন করেছেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, মান্যবর মসুদ মান্নান৷

4 Photo name: Bangladeshi Ambassador to Mosud Mannan Size: Standard and Flash Description: Bangladesh embassy in Berlin arranged a program on the eve of 36th death anniversary of Sheikh Mujibur Rahman. Bangladeshi living in Germany attended the program. Keywords: Bangladesh embassy, Berlin, Mosud Mannan, Mujibur Rahman Decleration: DW freelance Journalist, Arafatul Islam, took this photo for online and radio use.
বার্লিনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নানছবি: DW

দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক থেকে শুরু করে বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশ – একাধিক বিষয় গুরুত্ব পেয়েছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দ্বিতীয় জার্মানি সফরে৷ বার্লিনে ৪ দিন ধরে তিনি চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল ছাড়াও জার্মানির বেশ কয়েকজন নেতার সঙ্গে মিলিত হয়েছেন৷ পরিবেশমন্ত্রী নর্বাট ব়্যোটগেন, উন্নয়ন সাহায্য মন্ত্রী ডির্ক নিবেল, পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে ছাড়াও তিনি জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগ'এর স্পিকার নরবার্ট লামার্ট'এর সঙ্গেও সাক্ষাৎ করেছেন৷ দুই পক্ষই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছে৷

জার্মানি ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত একটি আলোচনাসভাতেও উপস্থিত ছিলেন শেখ হাসিনা৷ বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশ কীভাবে আরও আকর্ষণীয় হয়ে উঠছে, তার ব্যাখ্যা করেন রাষ্ট্রদূত মান্নান৷ এমনকি জার্মানির শিল্প ও বাণিজ্য মহলই স্বতঃস্ফূর্তভাবে এমন মন্তব্য করছে বলে তিনি জানান৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ