বিদেশি ভাষা হিসাবে জার্মান ভাষা শেখার ধুম পড়েছে বিশ্বজুড়ে৷ বিশেষ করে নিত্যদিনের ও অর্থনৈতিক ভাষার চাহিদা বাড়ছে৷ তাই জার্মানভাষার শিক্ষকরা এখন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন৷ গ্যোটে ইন্সটিউটগুলি প্রস্তুত হচ্ছে৷
বিজ্ঞাপন
৮০-এর দশকে ইনগ্রিড ক্যোস্টার যখন ভারতে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যোটে ইন্সটিটিউটে জার্মান পড়াতেন, তখন পাঠ্যসূচিতে জার্মান সাহিত্য বাধ্যতামূলক ছিল৷ গ্যোটে, শিলার, কান্ট সম্পর্কে মূল ভাষায় পড়তে হতো অগ্রবর্তী কোর্সগুলিতে৷
শিক্ষার্থীদের সময় কম
‘‘আজ আমাদের কোর্সে অংশগ্রহণকারীদের সময় কম৷ তাঁরা জার্মানিতে প্রাকটিক্যাল ক্লাস কিংবা এক সেমিস্টার পড়তে চান অথবা ব্যবসায়ী সহযোগীর সঙ্গে যোগাযোগ করতে চান৷'' বলেন বর্তমানে মিউনিখের গ্যোটে ইন্সটিটিউটের পরিচালক ইনগ্রিড ক্যোস্টার৷
জার্মান ভাষা জানার বিকল্প নেই
জার্মান ভাষা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত৷ ভারত-বাংলাদেশের মতো বিশ্বের আরো অনেক দেশে এ ভাষা শেখার জন্য রয়েছে গ্যোটে ইন্সটিটিউট৷ তবে জার্মানিতে থেকে সে’ দেশের ভাষা না জানলে যে পদে পদে সমস্যা!
ছবি: POOSHdesign/Reza Alaeddini
যদি ভাষা জানেন, সুবিধা পাবেন
যে কোনো দেশে থাকতে হলে সে দেশের ভাষা জানা খুবই জরুরি৷ তা না হলে নিজের যোগ্যতা প্রমাণ করার তেমন কোনো সুযোগই থাকেনা৷ ভাষা না শেখার কারণে খালিদ, আইচো, শিরিয়া, আরিয়ানা বা রাইসার মতো অনেকেই নিজের দেশে চেয়ার টেবিলে বসে কাজ করলেও জার্মানিতে শ্রমিকের কাজ করতে হচ্ছে৷
ছবি: Doc RaBe - Fotolia.com
সেবিকা থেকে ক্লিনার
শিরিয়া কসোভো থেকে বেশ কয়েকবছর আগে স্বামী, সন্তান নিয়ে জার্মানিতে এসেছে৷ নিজের দেশে একটি হাসপাতালে নার্স বা সেবিকা হিসেবে কাজ করতো৷ প্রথমে ভাষা শেখাটাকে তেমন গুরুত্ব দেয়নি বলে আর শেখাও হয়নি৷ বেঁচে থাকার জন্য এখন তাকে অন্যের বাড়িতে ক্লিনারের কাজ করতে হচ্ছে৷ জার্মান ভাষা জানা থাকলে সহজেই নিজের যোগ্যতা প্রমাণ করে হয়তো আবারও সেবিকার কাজ পেতে পারতো৷
ছবি: picture-alliance/dpa
খালিদের অনেক দুঃখ
খালিদ পোল্যান্ডের একটি কন্সট্রাকশন ফার্মে সুপারভাইজারের দায়িত্ব পালন করতো৷ ভাষা শেখেনি, তাই এখন নিজেকেই এ সব কাজে হাত লাগাতে হচ্ছে৷ ভাষা না শেখার কারণ জানতে চাইলে কিছুই বলেনা৷ তবে এখন বুঝতে পারছে সে ভাষা না শিখে ভুল করেছে এবং মানসিকভাবে অনেক কষ্টও পাচ্ছে৷ যদিও জার্মানিতে কম আয়ের বিদেশিদের জন্য বিনে পয়সায় ভাষা শিক্ষার কোর্স রয়েছে৷
ছবি: Kzenon - Fotolia.com
আরিয়ানা
কিন্ডারগার্টেন শিক্ষিকা আরিয়ানা প্রায় দশ বছর আগে ইউক্রেন থেকে এসেছে৷ নিজের দেশে টুকটাক জার্মান ভাষা শিখেছিলো, তবে জার্মানিতে এসে আর শেখা হয়নি কোলে বাচ্চা থাকায়৷ তবে ওর স্বামীর জার্মান ভাষা মোটামুটি শেখাতে একটি চাকরি এবং জার্মানিতে থাকার অনুমতি পেয়েছে৷ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে আরিয়ানাকেও কাজ করতে হয়৷ স্বামীর সহায়তায় অগত্যা একটি সরকারি অফিসে মেঝে মোছার কাজই করছে সে এখন৷
ছবি: picture-alliance/dpa
বসনিয়ার মেয়ে মারিয়ম
১৫ বছর বয়সে বাবা মায়ের হাত ধরে জার্মানিতে এসেছে মারিয়ম৷ প্রথমদিকে কিছুটা অসুবিধা হলেও বাবা মায়ের উৎসাহে এবং নিজের মনোবলের কারণে ভালোভাবেই জার্মান ভাষা রপ্ত করতে পেরেছে৷ এখন সে নিজেই চাকরির জন্য অফিসে দরখাস্ত করছে৷ ওর চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে৷
ছবি: Bilderbox
জব সেন্টারে ঘোরাঘুরি
অনেকে প্রতি সপ্তাহেই চাকরির খোঁজে জব সেন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে৷ ভাষা না জানার কারণে ওদের জন্য তেমন কোনো চাকরির সুখবরও থাকেনা৷ তবে এরা সরকার থেকে বেকার ভাতা বা সামাজিক ভাতা পায় নিয়মিত৷
ছবি: dpa
ভাষা শিখে স্বপ্ন পূরণ
লায়লা ছোটবেলা থেকেই বাচ্চা ভালোবাসে তার ইচ্ছে বাচ্চাদের সাথে কাজ করবে৷ লায়লার জন্য ভাষা শেখা কোনো সমস্যাই ছিলোনা৷ সাধারণ স্কুলের পাশাপাশি আলাদাভাবে জার্মান ভাষা শেখার ক্লাস সে করেছে৷ যার ব্যয়ভার জার্মান সরকার বহন করেছে৷ কিন্ডারগার্টেনের ট্রেনিং শেষে পছন্দের চাকরিও সে পেয়ে গেছে৷
ছবি: picture-alliance/dpa
বখাটে তরুণ
যারা জার্মান ভাষা শেখেনা, তারা নানা সমস্যার সম্মুখীন হয়৷ কোনো প্রয়োজনীয় চিঠিপত্র এলেও সেগুলো তারা পড়তে বা বুঝতে পারেনা৷ ফলে সবসময়ই অন্যের ওপর নির্ভরশীল হয়৷ ভাষা না জানা এই প্রজন্মের অনেক ছেলে মেয়েকে পয়সার জন্য অন্যায় পথে পা বাড়াতেও দেখা যায়৷ কেউ কেউ আবার অন্য বাড়ির দরজায় গিয়ে সাহায্য প্রার্থনা করে৷
ছবি: fotolia/imageteam
জন্ম থেকে জার্মানিতে, জার্মান ভাষার প্রতি আগ্রহ নেই
জার্মানিতে প্রায় ৪০ লাখ তুর্কি রয়েছে৷ যাদের জন্ম জার্মানিতে, জার্মান স্কুলে পড়ে – তারপরও অনেকেই তেমন ভালো জার্মান ভাষা জানেনা৷ কারণ হিসেবে অনেক সময় বলা হয় জার্মান স্কুলের বাইরে অর্থাৎ নিজেদের মধ্য এরা সবসময়ই তুর্কি ভাষায় কথা বলে৷
ছবি: picture-alliance/ZB
নারীদের ভাষা শেখার আগ্রহ খুব কম
নিজ দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকেই জার্মানিতে পাড়ি জমিয়েছেন৷ তাদের মধ্যে পুরুষরা কিছুটা জার্মান ভাষা শিখে বিভিন্ন দোকান, কারখানা, রেস্তোরাঁতে কাজ করছেন৷ এদেশে স্কুলে যাওয়া বাধ্যতামূলক বলে বাচ্চারাও স্কুলে যায়৷ তবে এসব পরিবারের খুব কম নারী জার্মান ভাষা শেখে৷ অনেক বছর থাকার পরও কথা বলতে পারেন না৷ যদিও এদেশে তুর্কি নারী সংখ্যা বেশি থাকায় তাদের জন্য আলাদাভাবে ভাষা শেখার ব্যবস্থা রয়েছে৷
ছবি: picture-alliance/dpa
তিন বোন
পোল্যান্ড থেকে আসা এক পরিবারের তিনজন৷ ছোটবোন ভালো জার্মান ভাষা শিখেছে বলে মোটামুটি ভালো বেতনে দোকানে সেলস গার্লের চাকরি করছে৷ দ্বিতীয়জনের জার্মান ভাষার জ্ঞান আরো কম বলে সে একটি ফ্যাক্টরিতে জিনিসপত্র গোছানোর কাজ করে, যেখানে তাকে বেশি কথা বলতে হয়না৷ এবং স্বাভাবিকভাবেই বেতন বেশ কম৷ আর সবচেয়ে বড় বোন একদমই ভাষা জানেনা৷ তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কোন বাড়িতে ক্লিনারের কাজও কেউ দিতে চায়না৷
ছবি: POOSHdesign/Reza Alaeddini
11 ছবি1 | 11
জার্মান সাহিত্য ও দর্শনের পরিবর্তে দৈনন্দিন জীবনের ভাষা ও নিজ নিজ পেশা সম্পর্কিত শব্দ শিখতে চান শিক্ষার্থীরা৷ ‘‘এই বিষয়টির প্রতি আমাদের শিক্ষকদের লক্ষ্য রাখতে হয়৷ বর্তমানের চলতি ভাষায় দখল থাকতে হয়৷ এক্ষেত্রে নতুন মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ৷'' বলেন শিক্ষাবিদ ক্যোস্টার৷
গ্যোটে ইন্সটিটিউটগুলি জার্মান ভাষা শিক্ষকদের এ ব্যাপারে প্রস্তুত করার চেষ্টা করছে৷ এই লক্ষ্যে ‘গ্র্যুনে প্রোগ্রাম' নামে একটি ট্রেনিং প্রোগ্রাম তৈরি করা হয়েছে৷ অন্যান্য কয়েকটি দেশের সাথে ভারতেও পরীক্ষমূলকভাবে চালানো হচ্ছে এই কর্মসূচি৷ এই বছরের শেষ নাগাদ নিয়মিত চালু করা হবে কোর্সটি৷
সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
২০০৩ সাল থেকে আজ পর্যন্ত জার্মান ভাষা শিক্ষার্থীর সংখ্যা ৬০ শতাংশ বেড়ে গিয়েছে৷ এখন সারা বিশ্বে গ্যোটে ইন্সটিটিউটগুলিতে সবমিলিয়ে ২২০,০০০ শিক্ষার্থী জার্মান শিখছেন৷
শিক্ষা বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার সবচেয়ে বড় জার্মান প্রতিষ্ঠান ডিএএডি৷ বলা বাহুল্য, এই প্রবণতা লক্ষ্য করেছে তারাও৷ প্রতিষ্ঠানটি ২০১৩ সালে ৫০,০০০-এরও বেশি বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের ছাত্র বিনিময় কর্মসূচির আওতায় সহায়তা দিয়েছে৷ আগের বছরের তুলনায় ছয় শতাংশ বেশি৷ অধিকাংশই নিজ দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশে আসার প্রস্তুতি হিসাবে জার্মান কোর্সে অংশ নেন৷ বেশ কয়েক বছর ধরে ডিএএডি জার্মান শিক্ষকদের নিজস্ব কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দিচ্ছে৷
চাহিদার পরিবর্তন
জার্মান শিক্ষার্থীদের চাহিদার পরিবর্তন হচ্ছে, বলেন উরসুলা পেইন্টনার৷ ডিএএডি-তে ‘বিদেশি ভাষা হিসাবে জার্মান ভাষা' বিভাগের পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি৷ ‘‘আমাদের কোর্সে এমন সব শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যাঁরা স্কুলে মূলত ইংরেজি শিখেছেন৷ জার্মান মোটেও জানেন না৷'' এ জন্য বিভিন্ন স্তরের ভাষাক্লাস থাকা উচিত৷ আজকের শিক্ষার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের বিষয়ের ভাষা, যেমন ইঞ্জিনিয়ারিং ও অর্থনীতিবিষয়ক ভাষা শিখতে আগ্রহী৷
এই প্রবণতাটা বিশেষ করে চীনে লক্ষ্য করা যায়৷ জানান উরসুলা পেইন্টনার৷ দেশটিতে জার্মান ইঞ্জিনিয়ার, গাড়ির শিল্পকারখানা এবং উন্নতমানের যন্ত্রপাতির অত্যন্ত সুনাম রয়েছে৷
বিভিন্ন মতামত
‘‘আমার জন্য এটা স্পষ্ট ছিল যে, হবু ইঞ্জিনিয়ার হিসাবে জার্মানিতে পড়াশোনা করতে হবে৷'' বলেন চাও হে৷ আখেন শহরে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ ডক্টরেট করছেন তিনি৷ জার্মানির ২৫,০০০ চীনা শিক্ষার্থীর মধ্যে চাও হে একজন৷ ‘‘জার্মান কোর্সে দৈনন্দিন জীবনের ভাষা কিছুটা আয়ত্ত করতে পারলেও কারিগরি ও বিজ্ঞানের ভাষা এখনও বেশ কঠিন মনে হয়৷'' জানান হে৷
জার্মানিতে বিদেশি বংশোদ্ভূত শিশুরা
ফটোগ্রাফার মার্টিনা হেন্সকে ও লেখক টাটিয়ানা লাইশারিং জার্মানির বিভিন্ন জায়গা স্কুল ঘুরে বিদেশি বংশোদ্ভূত শিশুদের ছবি তুলেছেন৷ এই ছবিঘরে সেই শিশুরাই জানাচ্ছে ওরা কিভাবে জার্মানির জীবনধারার সাথে একাত্ম বোধ করে৷
ছবি: Martina Henschke
আমার দেশ খুবই সুন্দর!
লাউরা ওর নিজের দেশ পর্তুগালকে নিয়ে খুব গর্ব বোধ করে৷ ‘‘টেলিভিশনে পর্তুগালের ছবি দেখে আমার সেখানে যেতে ইচ্ছে করে৷’’ লাউরার জন্ম জার্মানিতে হলেও ও পর্তুগালে গিয়ে পর্তুগিজ ভাষা শিখেছে৷ তবে ওর বাবা ওকে পর্তুগিজে প্রশ্ন করলে লাউরা জার্মানে উত্তর দেয়৷ জার্মানিতে জন্ম নেওয়া বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য৷ ঠিক এ বিষয়টিই হিল্ডেসহাইম বিশ্ববিদ্যালয়ের একটি প্রদর্শনীতে দেখানো হয়েছে৷
ছবি: Martina Henschke
‘সোমালিয়া আমার জীবনের অঙ্গ’
দিকার ভাষায়, ‘‘আমি সোমালীয়, ইংরেজি, জার্মান ভাষা জানি, জানি কিছুটা ফ্রেঞ্চ, আরবী এবং অল্প কিছুটা তুর্কি ভাষাও৷’’ দিকার মতে, ভাষগুলোর মধ্যে কিছুটা মিল রয়েছে৷ তাছাড়া ও এটাও লক্ষ্য করছে যে, ওর পরিবারের মানুষজন আফ্রিকান এবং আরবী – এই দুই ভাষা মিলিয়ে কথা বলে৷
ছবি: Martina Henschke
মাঝে মাঝে অসুবিধা হয়
বিভিন্ন ভাষা জানার যে বিশেষ সুবিধা রয়েছে, সে কথাই বোঝানো হয়েছে হিল্ডেসহাইম বিশ্ববিদ্যলয়ের এই প্রদর্শনীটিতে৷ ফেরিদে অনেকগুলো ভাষা শোনার মধ্য দিয়েই বেড়ে উঠছে৷ ওর ভাষায়,‘‘জার্মান এবং তুর্কি ভাষা আমি জানি আর ইংরেজি জানি সামান্য, স্কুলে শিখছি৷’’ মায়ের সাথে ফেরিদে খুব কমই তুর্কি ভাষায় কথা বলে৷ ভাই-বোনদের সাথে তুর্কি/জার্মান দুটোই আর তুর্কি বংশোদ্ভূত জার্মান বন্ধুদের সাথে শুধু জার্মান ভাষায় কথা বলে সে৷
ছবি: Martina Henschke
খেলার মাঠে ভাষা চর্চা
বাড়ির কাছেই খেলার মাঠে বিভিন্ন দেশের মানুষ একসাথে হলে তাদের নানা অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়৷ ইব্রাহিমের কিন্তু এভাবেই ভাষা শেখার প্রতি আগ্রহ বেড়েছে৷ ইব্রাহিম বসনীয় এবং জার্মান – এই দুই ভাষার মধ্য দিয়েই বড় হচ্ছে৷ তবে ইটালিয়ান ভাষা শিখতে ইব্রাহিম খুবই আগ্রহী, কারণ ওর বেশিরভাগ বন্ধুই যে এই ভাষায় কথা বলে!
ছবি: Martina Henschke
‘আমি কিন্তু সুপারম্যান হতে চাই’
রামসেস বাড়িতে ওর মায়ের সাথে স্প্যানিশ ভাষায় কথা বলে৷ তবে ওর দুটো পাসপোর্ট – জার্মান এবং কলোম্বিয়ান৷ রামসেস-এর ভাষায়, ‘‘আমার জন্ম যেখানেই হোক না কেন, আমি মনে করি আমি জার্মানিতেই জন্মেছি, ভাষা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই৷’’ তবে ওর সমস্ত ভাবনা জুড়ে রয়েছে শুধু একটাই, রামসেস-এর ভাষায়, ‘‘আমি সুপারম্যান হয়ে আকাশে উড়ার স্বপ্ন দেখি৷’’
ছবি: Martina Henschke
স্বপ্ন দুই ভাষায়ই দেখি
এরমালের জন্ম জার্মানির ফ্রাংকফুর্ট শহরে৷ ও এখন ক্লাস ওয়ানে পড়ে৷ এরমানের সবচেয়ে ভালো লাগে বই পড়তে আর অঙ্ক করতে৷ ‘‘আমার নিজের কোনো বই নেই, তবে আমি প্রতি সপ্তাহেই লাইব্রেরি থেকে একসাথে অনেকগুলো ডাইনোসরাসের বই নিয়ে আসি৷’’ এরমাল ওর বাবা-মায়ের সাথে বেশিরভাগ সময় আলবেনীয় ভাষায় কথা বললেও ও স্বপ্ন দেখে জার্মান এবং আলবেনীয় ভাষাতে৷ ‘‘আমি তো এর চেয়ে বেশি ভাষা জানি না’’, বলে এরমাল৷
ছবি: Martina Henschke
‘‘আমি কিন্তু কিছুটা জার্মান’’
হাজার নামের এই মেয়েটির স্বপ্ন যে, ও বড় হয়ে ডাক্তার অথবা উকিল হবে৷ হাজার ওর ভাই-বোন এবং স্কুলের বন্ধুদের সাথে জার্মান ভাষায় কথা বলেলেও বাবা-মায়ের সাথে সে কথা বলে বার্বার ভাষায়৷ স্কুলে অবশ্য ইংরেজি শিখছে হাজার৷ ওর জন্ম জার্মানিতে, তবে বাবা-মা এসেছেন মরক্কো থেকে৷ হাজার নিজের সম্পর্কে বলে, ‘‘আমি মরোক্কান হলেও এখন অবশ্যই কিছুটা জার্মান৷’’
ছবি: Martina Henschke
‘আমার বন্ধুরা টিউনিশিয়ায়’
ইহেব্স-এর বাবা এসেছে টিউনিশিয়ায় থেকে আর মা ও নানা জার্ডান থেকে৷ ইহেব্স-এর আরবী ভাষা জানা থাকায় টিউনেশিয়ায় অনেকের সাথে ওর বন্ধুত্ব হয়েছে৷ ওর ভাষায়, ‘‘আমি আসলে টিউনেশিয়ান, জার্মান নই৷’’ ওর ধারণা ও যেহেতু সবসময় জার্মান ভাষায় কথা বলে না, তাই সে জার্মান নয়৷ ভাষার মাধ্যমেই নিজের পরিচয় দিতে পছন্দ করে ইহেব্স৷ তবে ও সারা জীবন পরিবারের সাথে জার্মানিতেই কাটাতে চায়৷
ছবি: Martina Henschke
সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে
ইওয়ানে-র প্রিয় বিষয় জার্মান ভাষা আর সাঁতার কাটা৷ ওর মতে, জার্মান ভাষাটাই ও ভালো জানে৷ এর কারণ, ইওয়ানে-র জন্ম জার্মানিতে৷’’ ও কখনো থাইল্যান্ডে না গেলেও মায়ের সাথে থাই ভাষাতেই কথা বলে৷ তবে ওদের পরিবারের লোকজন বিশ্বের নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ ফলে সবার সাথে যোগাযোগ রাখাটা প্রায় সম্ভবই হয়ে ওঠে না৷ ‘‘আমার ‘কাজিন’ থাকে লন্ডনে, আর আমি জার্মানিতে৷ কাজেই আমরা একে অপরের সাথে নিয়মিত কথা বলতে পারি না৷
ছবি: Martina Henschke
জায়গা পরিবর্তন
ক্রিস্টিয়ান প্রথমে নাস্তা করে, তারপর দাঁত ব্রাশ করে তার দিন শুরু করে৷ পরে আবারো বিছানায় শুয়ে আরাম করে একটু গড়িয়ে নেয়৷ আচ্ছা, ‘‘জার্মান বলতে আসলে কাদের বোঝায়? যাঁদের জন্ম জার্মনিতে আর যাঁদের বাবা-মা জার্মান, তাঁদের?’’ প্রশ্ন তার৷ এর ব্যাতিক্রমও রয়েছে কিন্তু বলে সে৷ ক্রিস্টিয়ান লক্ষ্য করেছে, অনেকেই অন্যান্য দেশ থেকে জার্মানিতে আসেন, টাকা-পয়সা রোজগার করে ভালোভাবে জীবন কাটাতে৷
ছবি: Martina Henschke
10 ছবি1 | 10
অন্যদিকে ব্রাজিল থেকে আসা ভিক্টর স্ট্রাজেরি-র ধারণা ভিন্নরকম৷ তাঁর মতে, পর্তুগিজ ও জার্মান ভাষার মধ্যে পার্থক্যটা খুব বেশি নয়৷‘‘কিন্তু তরুণ জার্মানরা কিভাবে কথা বলেন, চিন্তা করেন, এ সব জার্মান কোর্সে তুলে ধরা হয় না৷'' কিছুটা সমালোচনার সুরে বলেন ২৮ বছর বয়সি এই তরুণ৷ কয়েক মাস ধরে বার্লিনে সমাজবিজ্ঞানে ডক্টরেট করছেন তিনি৷ ‘‘তাঁরা রীতিনীতি নিয়ে মাথা ঘামান না৷ আমি যা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি খোলামেলা৷'' বলেন ভিক্টর৷ দৈনন্দিন জীবনের আধুনিক জার্মান ভাষা ও বিষয়ভিত্তিক ভাষা অল্প সময়ের মধ্যে শিখতে চান ভাষাশিক্ষার্থীরা৷
ভাষাটা দ্রুত শিখতে চান
‘‘গ্রিসে জার্মান ভাষা শিখতে আমার কাছে অনেকে আসেন, যাঁরা ভাষাটা একেবারেই জানেন না, কিন্তু জার্মানিতে কাজ করতে চান৷ তাঁরা কয়েক সপ্তাহের মধ্যে ভাষা শিখতে চান, যা মোটেও বাস্তবসম্মত নয়৷'' কোনো ভাষা শিখতে হলে অন্তত দুই বছর নিয়মিত ক্লাস করা প্রয়োজন৷
শিক্ষক সংকটের দরুণ গ্রিসের স্কুলগুলিতে জার্মান শিক্ষার হার বেশ কমে যাচ্ছিল৷ অন্যান্য দেশেও অনেকটা একই ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল৷ ধীরে ধীরে বাতাসটা উল্টোমুখী হচ্ছে৷ লক্ষ্য করেছেন ইনগ্রিড ক্যোস্টার৷
শক্তিশালী অর্থনীতি, উন্নতমানের গাড়ি ও যন্ত্রপাতি ইত্যাদি কারণে জার্মানির সুনাম বিশ্বজোড়া৷ এছাড়া ফুটবল খেলা তো রয়েছেই৷ ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল জার্মান ভাষা শেখার আগ্রহ আরো বাড়িয়ে দেবে বলে আশা করেন ক্যোস্টার৷ এই ধরনের প্রবণতা দেখা গিয়েছিল ২০০৬ সালেও৷ সেই সময় বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ হিসাবে জার্মানি ব্যাপক খ্যাতি অর্জন করেছিল৷