1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ভোটারদের মূল বিবেচনায় জলবায়ু পরিবর্তন

১৩ মে ২০১৯

আর কয়েকদিন পরই ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন৷ সেই নির্বাচনে জার্মানরা ভোট দেয়ার সময় জলবায়ু পরিবর্তনের বিষয়টি সবচেয়ে বেশি মাথায় রাখবেন বলে এক জরিপে জানা গেছে৷

Deutschland Mehr als 10 000 Schüler demonstrieren in Berlin - Greta Thunberg dabei
ছবি: Reuters/F. Bensch

গবেষণা প্রতিষ্ঠান ইউগভ ইউরোপের আট দেশের আট হাজার নাগরিকের উপর জরিপটি পরিচালনা করে৷ এই সময় ভোটারদের সামনে ১৬টি বিষয় উপস্থাপন করা হয়৷

সোমবার প্রকাশিত ফলাফল বলছে, ৩৪ শতাংশ জার্মান ভোটারের কাছে  জলবায়ু পরিবর্তন বেশি গুরুত্ব পাচ্ছে৷ এরপর আছে অভিবাসন৷

অবশ্য আট দেশের ভোটারদের বিবেচনায় অভিবাসন বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে৷ তার পরে আছে পরিবেশ ও জলবায়ু নিরাপত্তা৷

২০১৫ সালে ইউরোপে অনেক বেশি শরণার্থী এসেছিল৷ এখনো তা বহাল আছে, তবে সংখ্যা অনেক কমেছে৷ এ কারণে ইউরোপীয় ভোটারদের কাছে অভিবাসন বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷

২০১৫ সালের আগে জার্মান সরকারের অগ্রাধিকার তালিকায় পরিবেশ শীর্ষে থাকলেও শরণার্থী আসা শুরুর পর তাতে পরিবর্তন আসে৷ বর্তমানে  অভিবাসন ছাড়া অর্থনীতি নিয়েও আরো বেশি ভাবছে জার্মান সরকার৷

সম্প্রতি জার্মানির অন্যতম পুরনো বন ‘হামবাখ ফরেস্ট' কেটে সেখানে কয়লাখনির জন্য জায়গা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এতে পরিবেশ রক্ষায় একসময় বিশ্বব্যাপী জার্মানির যে ভাবমূর্তি গড়ে উঠেছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে৷

ইউগভ-এর জরিপে ভোটারদের কাছে তাঁদের নিজ দেশের ইইউ সদস্যপদ কতখানি গুরুত্বপূর্ণ, তা-ও জানতে চাওয়া হয়েছিল৷ এতে অধিকাংশ ভোটার ইইউতে থাকার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেছেন৷ তবে এ ব্যাপারে সবচেয়ে বেশি সমর্থন এসেছে জার্মান ও পোলিশদের কাছ থেকে৷

আগামী ২৩ থেকে ২৬ মে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷

জেডএইচ/এসিবি (এএফপি, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ