1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌনকর্মীদের জীবন

ইয়ুর্গেন ইয়েনাউয়ার / জেডএইচ৯ এপ্রিল ২০১৩

একটু ভাবুন তো৷ একজন মায়ের কাছে তার ছেলে জিজ্ঞাসা করছে যে, তার হাতে থাকা রুটিটা সে আজকেই পুরোটা খাবে, নাকি কালকের জন্য কিছুটা রেখে দেবে?

Uraufführung des Theaterstückes "ROTLICHT" im Deutschen Theater in Göttingen . 3 Denia Nironen, Franziska Roloff, Nadine Nollau, Stefany Dreyer, Angelika Fornell --------------------------------- Bildlegende ROTLICHT (UA) von werkgruppe2 Premiere am 06. April 2013 im Großen Haus in Kooperation mit der Hochschule für Musik, Theater und Medien Hannover / Studiengang Schauspiel Alle Bilder von (und Belegexemplar an): Isabel Winarsch Limmerstrasse 2d 30451 Hannover Telefon: 0162-9217097 Inszenierung Julia Roesler Musikalische Leitung Insa Rudolph Ausstattung Julia Schiller Dramaturgie Anna Gerhards, Henrik Kuhlmann Recherche & Stückfassung Anna Gerhards, Silke Merzhäuser, Julia Roesler BESETZUNG SVETA Imme Beccard YVONNE / ELENA Stefany Dreyer GERDA Angelika Fornell MARIA / ANA Denia Nironen KATHARINA / SYLVIA Nadine Nollau BARBARA Franziska Roloff GESANG, KLAVIER Isabel Meisel GESANG, CEMBALO, ORGEL Insa Rudolph CELLO, GESANG Lisa Stepf
ছবি: Isabel Winarsch

এই প্রশ্নটা একবার শোনার পর যে কোনো মা'ই চাইবে সেটা যেন ভবিষ্যতে আর শুনতে না হয়, এবং এর জন্য যা করা দরকার তাই করতে চাইবে মা'টি৷ যেমনটা হয়েছে ‘স্ফেন' এর ক্ষেত্রে৷

স্ফেন একটি মঞ্চনাটকের চরিত্র৷ তবে এর জন্ম বাস্তব জগত থেকে৷ বুলগেরিয়া থেকে জার্মানিতে আসা স্ফেন এমনই পরিস্থিতির শিকার হয়ে এখন যৌনকর্মী হিসেবে কাজ করছেন৷ এর মাধ্যমে সে এখন তার দুই সন্তানের দেখভাল করছে৷

ইউলিয়া রোজলারছবি: Isabel Winarsch

তবে স্ফেনের মতো কাহিনি সব পতিতার নয়৷ অনেক যৌনকর্মী রয়েছেন যাদেরকে অর্থের লোভে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়েছে৷ এখন তারা আর চাইলেও বের হতে পারছেন না৷ আবার কেউ রয়েছেন যারা অল্পতেই অর্থ রোজগারের আশায় এই পথ বেছে নিয়েছেন৷

এমনই কিছু কাহিনি নিয়ে জার্মানিতে একটি মঞ্চনাটক হয়েছে৷ পতিতালয়ের ভেতর আসলে কি ঘটে এবং যৌনকর্মীদের মনের কথা মানুষকে জানানোর উদ্দেশ্যে নাটকটি পরিচালনা করেছেন ইউলিয়া রোজলার৷ দশ জন যৌনকর্মীর সঙ্গে কথা বলে তিনি ‘রেড লাইট' নামের এই নাটকের পাণ্ডুলিপি তৈরি করেছেন৷

গ্যোটিঙেনের জার্মান থিয়েটারের সহায়তায় ‘ভ্যার্কগ্রুপে২' এই নাটকটির মঞ্চায়ন করছে৷

উল্লেখ্য, পতিতাবৃত্তি জার্মানিতে বৈধ৷ প্রায় চার লক্ষ যৌনকর্মীর অর্ধেকই এসেছে বিভিন্ন দেশ থেকে৷ অর্থাৎ জার্মানিতে তারা অভিবাসী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ