1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বাল্যবিবাহ নিষিদ্ধ

৮ এপ্রিল ২০১৭

জার্মান সরকার বাল্যবিবাহ নিষেধ সংক্রান্ত একটি নতুন আইনের খসড়া সম্পর্কে একমত হয়েছেন৷ ২০১৬ সালের জুলাই মাসে জার্মানিতে অ-জার্মান বংশোদ্ভূত ১,৫০০ অপ্রাপ্তবয়স্ক বিবাহিত হিসেবে নথিভুক্ত ছিল৷

Italien Kinder Zwangsheirat Amnesty
ছবি: Getty Images/AFP/G. Bouys

জার্মান আইনমন্ত্রী হাইকো মাস-এর প্রস্তাবিত খসড়া অনুযায়ী জার্মানিতে বিবাহের ন্যূনতম বয়স হবে ১৮ এবং বিবাহের সময় যে সব পাত্র বা পাত্রীর বয়স ১৬-র নীচে ছিল, সে সব বিবাহ অকার্যকরি বলে গণ্য করা হবে৷ এছাড়া বিয়ের পাত্র বা পাত্রীর একজনের বয়স যদি ১৬ ও ১৮ বছরের মধ্যে হয়ে থাকে, তবে আদালত সে বিবাহ বাতিল বলে ঘোষণা করতে পারবেন৷

‘‘অপ্রাপ্তবয়স্কদের স্বাভাবিক বিকাশের হানি ঘটাতে পারে, এমন বিবাহ আমরা অনুমোদন করতে পারি না'', বলেছেন মাস৷ জার্মানি সব ধরনের বিবাহের ‘এজ অফ কনসেন্ট' বা ন্যূনতম আইনসঙ্গত বয়স ছিল ১৬; এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ১৮ বছর বয়সিরা ১৬ বছর বয়সিদের বিবাহ করতে পারত৷

১৪ বছরের কম বয়সি ৩০০ শিশু বিবাহিত

জার্মান আইনমন্ত্রী হাইকো মাসছবি: picture-alliance/dpa/K. Nietfeld

আইনমন্ত্রী বলেন যে, বিশেষ করে জার্মানির বাইরে সম্পাদিত বিবাহের ক্ষেত্রে নতুন আইন আরো কড়া হবে৷

কোলন শহরে রাখা বৈদেশিক নাগরিকদের নিবন্ধ অনুযায়ী ২০১৬ সালের জুলাই মাসের শেষে জার্মানিতে অ-জার্মান বংশোদ্ভূত প্রায় ১,৫০০ অপ্রাপ্তবয়স্ক বিবাহিত হিসেবে নথিভুক্ত ছিল – তাদের মধ্যে ৩৬১ জনের বয়স ছিল ১৪ বছরের নীচে৷

এদের মধ্যে বৃহত্তম গোষ্ঠী ছিল সিরিয়া থেকে আগত: মোট ৬৬৪ জন; দ্বিতীয় স্থানে আফগানিস্তান: ১৫৭ জন; এছাড়া ইরাক থেকে ১০০ জন ও বুলগেরিয়া থেকে ৬৫ জন৷

ব্যতিক্রমের ব্যবস্থা রাখা হচ্ছে

প্রস্তাবিত আইন অনুযায়ী যে সব ‘শিশুর' বিদেশে বৈধভাবে বিবাহ হয়েছে, যুবকল্যাণ বিভাগের কর্মীরা প্রয়োজনে তাদের সরকারি তত্ত্বাবধানে নিতে পারবেন ও স্বামীর কাছ থেকে আলাদা করতে পারবেন৷

কোনো দম্পতি যদি শিশুবয়সে বিবাহ হয়ে থাকেন এবং প্রাপ্তবয়স্ক হিসেবে এখন বিবাহিত থাকতে চান, তবে তা সম্ভব হবে৷

আইনের খসড়া অনুযায়ী সরকারি রেজিস্ট্রি ছাড়া অন্য কোনো প্রথাগত বা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের বিয়েদেওয়া দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে ও তার উপর জরিমানা আরোপ করা হবে৷

এসি/ডিজি (এএফপি, ডিপিএ)

প্রতিবেদনটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ