1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসীদের ঘিরে বর্ণবাদ?

গুন্টার বিরকেনস্টক/এপিবি১১ অক্টোবর ২০১৪

সাদা পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল যুক্তরাষ্ট্রের মিসুরি রাজ্যের শহর ফার্গুসন৷ ঐ ঘটনার পর সেদেশে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে বর্ণবাদ৷ ব্যাপক আলোচনা, সমালোচনা বিতর্ক হচ্ছে এ নিয়ে৷

Ägypten arabische Frühling Frau mit Handy und Kamera
ছবি: Imago

মিডিয়ার এ ধরনের সংবাদ ও প্রতিবেদনগুলি দর্শকদের কীভাবে প্রভাবিত করতে পারে, ফার্গুসনের এই ঘটনায় তার প্রমাণ পাওয়া গেছে বলে মনে করেন আফ্রো অ্যামেরিকান তরুণ টেলর অ্যাটকিন্স৷ তিনি তাঁর টুইটারে জানিয়েছেন, কীভাবে গণমাধ্যমে মাইকেল ব্রাউনকে উপস্থাপিত করা হয়৷ মাইকেলের প্রতিবেদনে এমন ছবি দেয়া হয়েছে যাতে তাঁকে একটি গুন্ডা দলের সদস্য হিসেবে মনে হতে পারে অচিরেই৷

অ্যাটকিন্স নিজের দু'ধরনের ছবি ‘পোস্ট' করেছেন #হ্যাশট্যাগ ‘ইফ দে গানড মি ডাউন' ব্যবহার করে৷ একটিতে একটু উদ্ধত পোশাক, অন্যটি বেশ মার্জিত৷ কিন্তু মার্কিন গণমাধ্যম কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রে বরাবরই নেতিবাচক ছবিটি ব্যবহার করেছে বলে জানিয়েছেন তিনি৷

অ্যাটকিন্স লিখেছেন, শ্বেতাঙ্গদের ক্ষেত্রে কিন্তু ছবি এবং তথ্য পরিবেশনে ঠিক উল্টোটা করা হয়৷ সেটাও টুইটার মারফত দেখিয়েছেন তিনি৷ মার্কিন গণমাধ্যম বরাবরই এই ছক ব্যবহার করে বলে অভিযোগ করেছেন অ্যাটকিন্স৷

জার্মানির কৃষ্ণাঙ্গ শরণার্থীরা

জার্মানিতে বসবাসরত কৃষ্ণাঙ্গ তরুণ তাহির ডেলাও জানান যে, তাঁদের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে থাকে৷ তবে তাঁরা এই বাধাধরা নিয়ম ভাঙার জন্য সংবাদপত্র, টেলিভিশন ও ইন্টারনেটে প্রচার চালিয়ে যাচ্ছেন৷ তিনি জানান, কৃষ্ণাঙ্গ দেখলেই ধরে নেয়া হয় যে, এরা মাদক পাচারের সঙ্গে যুক্ত অথবা দেশে অবৈধভাবে প্রবেশ বা বসবাস করছে৷

ডয়চে ভেলেকে তাহির ডেলাও বলেন, এ কারণেই আফ্রিকা থেকে জার্মানিতে মানুষ খুব একটা আসতে চায় না৷ শুধুমাত্র ভালো চাকরি পেলে তবে তারা আসে৷ আর জার্মান গণমাধ্যম এ সব মানুষদের কথা না লিখে বরাবরই নেতিবাচকভাবে কৃষ্ণাঙ্গদের উপস্থাপিত করে বলেও দাবি করেন তিনি৷

রেডিও সাংবাদিক কনস্টানটিনা ফাসিলিও-এনৎস ডয়চে ভেলেকে বলেন, কর্মক্ষেত্রেও কেবল কালো নয়, অন্যান্য অধিবাসীদেরও তাঁদের দেশ উল্লেখ করে পরিচয় করিয়ে দেয়া হয়৷ যেমন আহমেদ কোলোন থেকে এসেছেন তা না বলে বলা হয় তিনি একজন তুর্কি যিনি কোলোনে থাকেন৷ এছাড়া মুসলিম নারীর কথা লিখলেই জার্মান গণমাধ্যম স্কার্ফ বা হিজাব পড়া নারীদের ছবি দেখায়৷

কনস্টানটিনার মতে, এর অর্থ এটা জার্মান সমাজের বদ্ধমূল ধারণা যে মুসলিম নারী হলেও তাঁরা হিজাব পরে থাকেন৷ তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের গবেষণা এবং প্রতিটি দেশের অধিবাসীদের ব্যাপারে মৌলিক কিছু ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ