1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েদের কাছে বায়ার্ন-বার্সা ম্লান

২৬ জুলাই ২০১৩

বায়ার্ন মিউনিখ আর বার্সেলোনার সঙ্গে কি জার্মানির মহিলা ফুটবল দলের কোনো তুলনা হয়? এতদিন না হলেও বুধবার হয়েছে৷ সুইডেনকে ১-০ গোলে হারানোর ম্যাচে বায়ার্ন-বার্সাকেও হারিয়ে দিয়েছে জার্মানির মেয়েরা৷

Germany's defender Saskia Bartusiak (R) and Sweden's forward Lotta Schelin vie for the ball during the UEFA Women's European Championship Euro 2013 semi final football match Sweden vs Germany on July 24, 2013 in Gothenburg, Sweden. AFP PHOTO/JONATHAN NACKSTRAND (Photo credit should read JONATHAN NACKSTRAND/AFP/Getty Images)
ছবি: Getty Images/AFP/Jonathan Nackstrand

বুধবার দু'দুটো বড় ম্যাচ নিয়ে মজে ছিল জার্মানির ফুটবল দর্শকরা৷ নিজেদের দেশে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন জার্মানি বনাম বার্সেলোনার প্রীতি ম্যাচ, তারপরই সুইডেনে স্বাগতিকদের বিপক্ষে জার্মান মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই৷ দুটোই বড় ম্যাচ হলেও ধরে নেয়া হয়েছিল দর্শক আগ্রহ বেশি থাকবে গত মৌসুমে ‘ট্রেবল' জেতা জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচেটার দিকেই৷ কিন্তু এক হিসেব সেই পূর্বানুমান ভুল বলে প্রমাণিত হয়েছে৷ বায়ার্ন-বার্সার জার্মান মেয়েদের কাছে হারটা সেখানেই৷

জার্মানির মহিলা ফুটবল দলের কয়েক খেলোয়াড়ছবি: Getty Images/AFP/Jonathan Nackstrand

জার্মানির জেডডিএফ চ্যানেল জানিয়েছে, বুধবারের দুটি ম্যাচের মধ্যে মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সেমি-ফাইনালেরই দর্শক ছিল বেশি৷ গোথেনবার্গে স্বাগতিক সুইডেনকে ১-০ গোলে হারিয়ে জার্মানির ফাইনালে উঠে যাওয়া দেখেছেন জেডডিএফ-এর মোট দর্শকের শতকরা ২৯ দশমিক ৯ ভাগ৷ আর বার্সেলোনাকে বায়ার্নের কাছে ২-০ গোলে হারতে দেখেছেন মাত্র ২৩ দশমিক ৫ ভাগ দর্শক৷

তারকায় ঠাসা এ দুটি দলের ম্যাচে দর্শক আগ্রহ কম থাকার অবশ্য কারণও আছে৷ বার্সেলোনার প্রথম একাদশের অনেক খেলোয়াড়ই এখনো বিশ্রামে৷ ব্রাজিলকে কনফেডারেশন্স কাপ জেতানো নেইমার নতুন মৌসুম শুরুর আগে আরো কিছুটা বিশ্রাম নিতে চান বলে দলের সঙ্গে মিউনিখে আসেননি৷ প্রীতি ম্যাচে খেলোয়াড় বদলানো হয়েছে যখন-তখন৷ মেসি তো নয়ই, ডেভিড আলাবা ছাড়া বার্সেলোনার কোনো খেলোয়াড়ই পুরো ৯০ মিনিট খেলেননি৷ ম্যাচ শুরুর ১৪ মিনিট পরই ফিলিপ লামের গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধ শুরু করে একেবারে নতুন চেহারায়৷ বায়ার্নও কম যায়নি৷ দ্বিতীয়ার্থে ১০ বার খেলোয়াড় বদলেছে তারা৷ তাতেও অবশ্য ক্ষতি হয়নি জার্মান জায়ান্টদের৷ ৮৭ মিনিটে মারিও মান্দজুকিচের গোল হার নিশ্চিত করে দেয় অতিথিদের৷

মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সেমি-ফাইনালে জার্মানরাই ছিল অতিথি৷ ফাইনালে ডেনমার্ক বনাম নরওয়ে ম্যাচের বিজয়ীদের মুখোমুখি হবে সাতবারের চ্যাম্পিয়নরা৷

এসিবি / ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ