1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জার্মান-যুগ’ শুরু তত্ত্বের বিরোধী মিশেল প্লাতিনি

৬ মে ২০১৩

যে যাই বলুক, উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি মনে করেন না যে, ইউরোপীয় ফুটবলে জার্মানির প্রভাবের যুগ শুরু হয়েছে৷ তাঁর মতে, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠাটাই সবকিছু প্রমাণ করে না৷

ছবি: DW

প্লাতিনি বলেন, প্রত্যেক বছরই একই ছবি দেখা যায়, যে দল ফাইনালে ওঠে তারই জয়গান গায় সবাই৷ ‘‘পাঁচ বছর আগে যখন চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনালে উঠেছিল, বা তারও আগে ২০০৩ সালে যখন মিলান আর ইয়ুভেন্টুস ফাইনালে খেলেছিল তখনও একই কথা বলা হয়েছে,'' মন্তব্য উয়েফা প্রেসিডেন্টের৷

২০১৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ নিয়ে কথা বলতে ডাকা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্লাতিনি৷ ফ্রান্সে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে৷

তবে একটা ব্যাপারে জার্মান ক্লাবগুলোর প্রশংসা করতে পিছপা হননি উয়েফা প্রধান৷ আর সেটা হলো, আর্থিক ব্যবস্থাপনা৷ তিনি বলেন, জার্মান ক্লাবগুলো এমনভাবে চলে যে, তাদের কখনো এক ইউরো'ও ঘাটতি হয় না৷ অন্যান্য ক্লাবের ক্ষেত্রেও এই নিয়ম চালু করার চেষ্টা হবে বলেও জানান প্লাতিনি৷

ঐ সংবাদ সম্মেলনে আবারও গোললাইন প্রযুক্তির বিরুদ্ধে নিজের কড়া অবস্থান তুলে ধরেন উয়েফা প্রধান৷ তিনি বলেন, এই প্রযুক্তি বাস্তবায়ন করতে আগামী পাঁচ বছরে ৫০ মিলিয়ন ইউরো খরচ হবে৷ ‘‘এরপর হয়ত বলা হবে ‘অফসাইড প্রযুক্তি'-র কথা৷ যার জন্য আবার ৫০ মিলিয়ন ইউরো ব্যয়ের কথা উঠবে,'' মন্তব্য প্লাতিনির৷

উল্লেখ্য, ২০১৪ সালের বিশ্বকাপে গোললাইন প্রযুক্তি চালুর কথা জানিয়েছে ফিফা৷ আর ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে আগামী মরশুম থেকে৷

জেডএইচ/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ